যেভাবে প্রত্যন্ত গ্রাম হলো পর্যটন শহর
2021-07-15 19:36:15

তানজিদ বসুনিয়া, ঢাকা: সবুজের স্বর্গ বলা হয় পূর্ব চীনের চিয়াংসি প্রদেশের এক দূরের গ্রাম ‘হানসি’কে। নয়নাভিরাম সবুজ আর সাজানো অনবদ্য শিল্পকর্মের গুণে এই হানসি এখন পর্যটন শহর। অভাবের গ্লানি পেরিয়ে স্বাবলম্বী এখন প্রতিটি পরিবার। কীভাবে হলো এই পরিবর্তন?

যেভাবে প্রত্যন্ত গ্রাম হলো পর্যটন শহর_fororder_jingji5

 

চিয়াংসি প্রদেশের ছোট্ট শহর হানসি। এখানকার সবুজে ঘেরা এই শহরের সৌন্দর্য দেখে মুগ্ধ হবেন যে কেউ।

হাসনিজুড়ে ছড়িয়ে আছে অনবদ্য সব শিল্পকর্ম। যেন পটে আঁকা ছবি। আর এসব দেখতেই চীনের নানা অঞ্চল থেকে আসছেন পর্যটকরা।

যেভাবে প্রত্যন্ত গ্রাম হলো পর্যটন শহর_fororder_jingji55

গ্রামের সৌন্দর্য্যে মুগ্ধতা প্রকাশ করে চীনের হুবেই প্রদেশ থেকে আসা দর্শনার্থী হুয়াং সিচি।

যেভাবে প্রত্যন্ত গ্রাম হলো পর্যটন শহর_fororder_jingji555

আমার কল্পণার চেয়েও এই গ্রামটি অসম্ভব সুন্দর, ঠিক যেন শৈল্পিক একটি গ্রাম

অপরুপ এসব শিল্পকর্মেই বাজিমাত এখানকার বাসিন্দাদের। এক সময়ের কঠিন সংগ্রামের দুঃখগাথা ঘুঁচিয়ে এখন তা দিয়েছে অর্থনৈতিক নিশ্চয়তা। আর হানসির গৌরব ছড়িয়ে পড়েছে পুরো চীনে।

 

গ্রামে একসময়ের দুঃখ দুর্দশার স্মৃতি রোমন্থন করেন হানসি গ্রামের বাসিন্দা শিয়ে ইন-আন। কীভাবে দ্রুত পাল্টে গেল পুরো দৃশ্যপট সেটিও জানান তিনি।

যেভাবে প্রত্যন্ত গ্রাম হলো পর্যটন শহর_fororder_jingji5555

শিয়ে ইন-আন

 সত্যি বলতে আমাদের গ্রামটি অলসদের ঘরে পরিণত হয়েছিল কিন্তু দ্রুতই সবকিছু বদলে গেলো ভেঙ্গে যাওয়া অব্যবহৃত ঘরগুলোকে আমরা আর্ট গ্যালারিতে পরিণত করলাম জরাজীর্ণ ঘরগুলো শিল্প প্রদর্শনীর হল হয়ে উঠলো যা পর্যটকদের আকৃষ্ট করছে

 

ফুলিয়াং জেলা কর্তৃপক্ষ জানায়, চীনের বিভিন্ন জায়গা থেকে ২৬ চিত্রশিল্পীকে নিয়ে এসে বাসিন্দাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। পরে তারাই বদলে ফেলে গ্রামের দৃশ্যপট। নিজেদের গ্রাম নিজেরা সাজিয়ে এখন স্বাবলম্বী হানসি গ্রামের প্রতিটি পরিবার।