চীন সম্পর্কে পশ্চিমা দেশগুলোর ভালোমতো জানা উচিত
2021-07-14 15:44:08

জুলাই ১৪: মানবাধিকার হলো প্রত্যেক মানুষের শিক্ষা ও স্বাধীনতার অধিকারের মতো জন্মগত অধিকার। তবে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর কাছে মানবাধিকার হলো অন্য দেশে আগ্রাসন চালানোর অস্ত্র। দীর্ঘকাল ধরে যুক্তরাষ্ট্র নিজেকে ‘মানবাধিকারের ধারক’ হিসেবে দাবি করে আসছে।

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ৪৭তম সম্মেলন গত মঙ্গলবার শেষ হয়েছে। এ সম্মেলনে কানাডাসহ পশ্চিমা দেশগুলো মানবাধিকার ইস্যু’র অজুহাতে চীনের মুখে কালি লেপন করেছে। এরপর বেলারুশসহ ৯০টিরও বেশি দেশ প্রকাশ্যে চীনকে সমর্থন জানায়। পরের সম্মেলনে চীনের প্রতিনিধিদল গুপ্তহামলা, বাধ্যতামূলক শ্রম এবং গণহত্যাসহ বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও কানাডার অন্যায়গুলো তুলে ধরে।