‘সমুদ্রের তল’
2021-07-14 17:39:43

‘সমুদ্রের তল’_fororder_src=http___nimg.ws.126.net__url=http%3A%2F%2Fdingyue.ws.126.net%2F2021%2F0428%2F8d1d1aeej00qs98rg0047c0018z00n1m&thumbnail=650x2147483647&quality=80&type=jpg&refer=http___nimg.ws.126

বন্ধুরা, ইতোমধ্যে এ বছরের অর্ধেক শেষ হয়ে গেছে। সময় খুব দ্রুত আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। অর্ধেক বছরে চীনা সংগীত মহলে অনেক নতুন গায়ক ও সুন্দর গান হাজির হয়েছে। আজকের অনুষ্ঠানে এই সময়ে জনপ্রিয় হওয়া কিছু চীনা গান আপনাদেরকে শোনাবো। এসব গানের মাধ্যমে চীনের পপ সংগীতের সর্বশেষ প্রবণতাও জানা যাবে।

আজকের অনুষ্ঠানের গানগুলো চীনের প্রভাবশালী কিছু সংগীত ও ভিডিও প্ল্যাটফর্মের জনপ্রিয় গানের তালিকা থেকে বাছাই করা হয়েছে। এ কয়েকটি তালিকায় ৯০ শতাংশ নেটব্যবহারকারীর পছন্দ প্রতিফলিত হয়েছে।

বন্ধুরা, প্রথম যে গানটি আপনাদেরকে শোনাবো, তা সম্প্রতি চীনের নেটজগতের খুব জনপ্রিয় একটি গান, এর নাম ‘১০৫ ডিগ্রি তোমাকে ভালোবাসি’, গেয়েছেন গায়িকা আ সি। গানটি খুব প্রফুল্ল ও মিষ্টি প্রেমের গান। গানের প্রাণবন্ত কথা ও সুরের মাধ্যমে প্রিয় মানুষের প্রতি ভালোবাসা প্রকাশিত হয়েছে। গানটি প্রকাশের পরপরই চীনের ইন্টারনেট জগতে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। বন্ধুরা চলুন, এই সুন্দর গান শুনবো।গান ১

এবার আমরা শুনবো ইন্টারনেটে বেশ জনপ্রিয় একটি গান। গানের নাম ‘সমুদ্রের তল’, গেয়েছেন চীনের জনপ্রিয় সংগীত দল ‘ফেং হুয়াং ছুয়ান ছি’ বা ‘কিংবদন্তি ফিনিক্স’। তারা চীনের লোকসংগীত ও ইলেকট্রনিক, পপ, র‍্যাপ ইত্যাদি পাশ্চাত্য সংগীতের সঙ্গে মিশিয়ে গান তৈরি করার জন্য পরিচিত। চীনের যে কোনো শহরের রাস্তায় হাঁটলে তাদের গান শোনা যায়। এখানে খুব মনোমুগ্ধকর একটি গল্প বলা হয়েছে। অনলাইনে গানটির ভিউ ১৫ কোটিরও বেশি। বন্ধুরা, এখন এই সুন্দর গান ‘সমুদ্রের তল’ শুনুন।গান ২

বন্ধুরা, এবার আমরা শুনবো চীনের জনপ্রিয় গায়ক মাও বু ই’র নতুন প্রকাশিত গান ‘শহরের সন্ধ্যা’। তিনি বর্তমান চীনের জনপ্রিয় তরুণ গায়ক। গানটি হল শহরের সাধারণ মানুষদের নিয়ে তৈরি একটি গান। গানে সন্ধ্যাবেলায় শহরের আকর্ষণীয় দৃশ্য তুলে ধরা হয়েছে। খুব সাধারণ দৃশ্য হলেও তা মানুষের মনে একই ধরনের অনুভূতি সৃষ্টি করতে পারে এবং ব্যস্ত ও নিঃসঙ্গ জীবনকে সান্ত্বনা দেয়। ধীর গতির সুর ও মাও বু ই’র কোমল কণ্ঠ শুনে মন শান্ত হবে। বন্ধুরা, চলুন গানটি শুনি।গান ৩

এবার আমরা শুনবো ‘সুয়ান ছাও হুয়া’ নামের গান; গেয়েছেন চাং সিয়াও ফেই। গানটি চলতি বছর চীনের খুব জনপ্রিয় একটি চলচ্চিত্র ‘হ্যালো, লি হুয়ান ইং’-এর একটি গান। এই চলচ্চিত্রটি পরিচালকের বাস্তব অভিজ্ঞতার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এতে মা ও মেয়ের মধ্যে একটি মনোমুগ্ধকর তুলে ধরা হয়েছে। চীনে এই চলচ্চিত্রটি পাঁচ বিলিয়ন ইউয়ানেরও বেশি আয় করে। আর এই গানটি হল চলচ্চিত্রের সুন্দর একটি গান। বন্ধুরা, এখন গানটি শুনি।গান ৪

বন্ধুরা, পরের গানে আমরা শুনবো চীনের বিখ্যাত সংগীতশিল্পী লি ইয়ু কানের একটি গান ‘ছি লিং’। তিনি তার বিশেষ কণ্ঠের জন্য পরিচিত। তার গানে সাধারণত চীনা ঐতিহ্যবাহী সংস্কৃতি, লোক সংগীত ও চীনা অপেরার উপাদানের মিশ্রণ দেখা যায়। তিনি একাই পুরুষ ও নারী- এই দুই কণ্ঠে গান পরিবেশন করেন। ‘ছি লিং’ গানে একজন প্রাচীন কণ্ঠশিল্পীর গল্প তুলে ধরা হয়েছে। গানে লি ইয়ু আবার চীনা অপেরা গেয়ে অনেকের প্রশংসা পেয়েছেন। গানটি প্রকাশের পরপরই চীনের বিভিন্ন সংগীত প্ল্যাটফর্মের সবচেয়ে জনপ্রিয় গানের তালিকার প্রথম স্থান দখল করে। বন্ধুরা, এখন লি ইয়ু কাংয়ের জনপ্রিয় গান ‘ছি লিং’ শুনবো।গান ৫

বন্ধুরা, এবার আমরা শুনবো তরুণ গায়িকা ফেং সিন ইউয়ানের একটি সুন্দর গান ‘বাতাস বইছে’। গানটি জাপানের জনপ্রিয় গায়ক থা খাহাশি ইয়ু’র একটি গানের চীনা সংস্করণ। গানে যৌবনের সুন্দর সময়ের প্রশংসা করা হয়েছে ও বেড়ে ওঠার সময়ের অনুতাপ ও অনাগ্রহের কথাগুলো প্রকাশিত হয়েছে। অনেক গায়ক গানটি গেয়েছেন। ফেং সিন ইউয়ানের শক্তিশালী কণ্ঠে গানটি নতুন আকর্ষণ সৃষ্টি করেছে। বন্ধুরা, এখন গানটি শুনি।গান ৬

বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা একসঙ্গে গায়ক লিউ ইয়ু নিংয়ের চীনা বৈশিষ্ট্যময় একটি গান ‘থিয়ান উন’ শুনবো। চলতি বছর চীনের খুব জনপ্রিয় একটি টিভি নাটকের টিম সোং এই গান। গানটি টানা কয়েক সপ্তাহ ধরে চীনের সবচেয়ে জনপ্রিয় গানের তালিয়ার প্রথম স্থান দখল করে ছিলো। বন্ধুরা, এখন এই সুন্দর গান ‘থিয়ান উন’ শুনুন।গান ৭

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানে শেষ করছি, আশা করি আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে।  এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে।