‘জানালার বাইরে’
2021-07-14 11:07:53

‘জানালার বাইরে’_fororder_douwei

তৌ ওয়েই, ১৯৬৯ সালের ১৪ অক্টোবর চীনের বেইজিং শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের রক সংগীত মহলের একজন বিখ্যাত পুরুষ কণ্ঠশিল্পী। ১৯৮৮ সালে তৌ ওয়েই Black Panther সংগীত ব্যান্ডে যোগ দেন এবং প্রধান কণ্ঠশিল্পী হিসেবে কাজ করেন।

 

১৯৯১ সালে তৌ ওয়েই Black Panther সংগীত ব্যান্ড থেকে সরে যান। ১৯৯৪ সালের মে মাসে তৌ ওয়েই-এর প্রথম ব্যক্তিগত অ্যালবাম ‘কালো স্বপ্ন’ বাজারে আসে। ১৯৯৫ সালের অক্টোবর মাসে তৌ ওয়েই-এর অ্যালবাম ‘সূর্যের দিন’ প্রকাশিত হয়।

 

বন্ধুরা, এখন শুনুন তৌ ওয়েই-এর গান ‘দুঃখের স্বপ্ন’। গানের কথাগুলো এমন: কেমন অবস্থাকে বলা যায় ভালো, কীভাবে এই যুগের সঙ্গে খাপ খাওয়ানো যায়? আমি বুঝতে পারি না, আমার সন্দেহ এত বেশি কেন। এত ভুল, এত প্রশ্ন, আসো, আসো, আমাকে নিরাপদ স্থানে নিয়ে যাও। আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন তৌ ওয়েই-এর গান ‘জানালার বাইরে’। গানের কথায় বলা হয়: জানালার বাইরে, আকাশে, মাথায়, সবুজের মালভূমি। তোমার সুন্দর হাসি, আমি দৌড়াই। আকাশের শেষ প্রান্তে, সাদা মেঘ। এই মুহূর্তে, তুমি চোখের সামনে। রাতের বাতাসে, রংধনুর সৌন্দর্য দেখো।

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় বন্ধুরা, এবার যে গান আপনাদের শোনাবো, তার নাম ‘তুমি আছো’। গানের কথায় বলা হয়: গাছের পাতা পড়ছে, ঠান্ডা বাতাস বইছে। তুমি আছো, একাকী জীবনে, নিজের সঙ্গে লড়াই করি। তুমি আছো, এই ভালোবাসা কি নষ্ট হবে? ঠান্ডা বৃষ্টিতে, তুমি আছো।

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এবারে শুনুন তৌ ওয়েই-এর গান ‘আগামীকাল আরো লম্বা’। গানের কথায় বলা হয়: স্বপ্ন অনুসরণ করি, গর্বিত হই। গতকালকে বিদায় দিয়ে স্বপ্ন আলিঙ্গন করি। রাতকে বিদায় দিয়ে দিনের অপেক্ষা করি। গতকালের সাফল্যের চেয়েও গুরুত্বপূর্ণ দীর্ঘ আগামীকাল।

আচ্ছা, বন্ধুরা, একসাথে শুনুন এই গান।

 

প্রিয় বন্ধুরা, এবারে শুনুন তৌ ওয়েই-এর গান ‘সে’। গানের কথায় বলা হয়: সে হাসছে, নিজের বিরক্ত জীবনের জন্য। সে আমাকে দেখে হাসছে, নিজের খারাপ জীবনের জন্য। তাঁর চোখ, আমি দেখেছি, সে আমাকে দেখছে, কিন্তু আমাকে গুরুত্ব দেয় না।

আচ্ছা, শুনুন এই গান।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী তৌ ওয়েই-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)