সারা জীবন সিপিসির জন্য কাজ করতে চান ওয়াং চান শান
2021-07-14 11:13:34

সারা জীবন সিপিসির জন্য কাজ করতে চান ওয়াং চান শান_fororder_zhan

 

চীনের মুক্তিযুদ্ধের সময় যখন কুও মিন তাং পার্টি তাঁর মাথা কেটে হত্যা করতে চেয়েছিল, তখন চীনের কমিউনিস্ট পার্টির লোকজন তাঁকে উদ্ধার করেছিল। তখন তার বয়স ছিল মাত্র ১৭ বছর। আর তখন থেকেই সিপিসি-কে ঋণ শোধ করা হল ওয়াং চান শানের সারা জীবনের উদ্দেশ্য।

 

১৯৪৬ সালে ওয়াং চান শান হ্য নান প্রদেশের আন ইয়াং শহরের এক মিলিশিয়া দলের প্রধান ছিলেন, তখন তিনি ও অন্য দুইজন মিলিশিয়াকে গ্রেফতার করে কুও মিন তাং পার্টি। কুও মিন তাং পার্টি তাদের তিনজনকে হত্যা করতে উদ্যত হয়। ঠিক সেই মুহূর্তে সিপিসি’র বাহিনী তাঁকে উদ্ধার করে। তিনি বলেন, সিপিসি উদ্ধার না করলে আমি আর বেঁচে থাকতে পারতাম না। পরের বছর তিনি সিপিসি’র বাহিনীতে যোগ দেন, আর আরো এক বছর পর তিনি সিপিসি’র সদস্য হন।

 

ওয়াং চান শান বলেন, কুও মিন তাং পার্টি কেন মুক্তিযুদ্ধে ব্যর্থ হয়েছিল? কারণ সেই পার্টি মূলত দুর্নীতির সঙ্গে জড়িত ছিল। ওয়াং চান শান কখনই দুর্নীতি করেন নি। যখন তিনি বাহিনীর রেজিমেন্টাল কমান্ডার ছিলেন, তখন তাঁর ছোট বোন ওয়াং তাঁর ভাতিজার চাকরির জন্য অনুরোধ জানায়। তবে ওয়াং চান শান তা নাকচ করে দেন। তিনি বলেন, তরুণদের নিজেরই চেষ্টা করা উচিত।

 

একবার ওয়াং চান শানের বসবাসকারী কমিউনিটির একটি ভবন পুর্নর্নিমাণ করতে হয়। তখন ২০টিরও বেশি নির্মাণ কোম্পানি এই প্রকল্পের কাজ পাওয়ার জন্য চেষ্টা করে। তখন ওয়াং চান শানের বাহিনী একটি যাচাই গ্রুপ স্থাপন করে। ওয়াং চান শান ছিলেন এই গ্রুপের সদস্য। সব নির্মাণ কোম্পানির ফাইল দেখে যাচাই গ্রুপ মনে করে, চেংচৌ শহরে এক কোম্পানি বেশ উপযোগী। তাই গ্রুপটি চেং চৌ শহরে গিয়ে কোম্পানি পরিদর্শন করার সিদ্ধান্ত নেয়।

 

চেংচৌ শহর পৌঁছার সময় দুপুরের খাবার খাওয়ার সময় হয়। কোম্পানিটি যাচাই গ্রুপকে খাবার খাওয়াতে চায়। কিন্তু ওয়াং চান শান রাজি হন নি। তিনি বলেন ‘আমরা অফিসের কাজ করছি, কোম্পানির খরচে খাবার খাওয়া ঠিক হবে না’। ওয়াং চান শানের নেতৃত্বে যাচাই গ্রুপ নিজ খরচে কাছাকাছি রেস্তরাঁয় সহজ কিছু খেয়ে নেয়।

ওয়াং চান শান নিজের আচরণ দিয়ে পরিবারের সবাইকে দেখিয়েছেন সিপিসির’ একজন শ্রেষ্ঠ সদস্য কেমন হতে পারে। একবার ওয়াং চান শানের নাতি জরুরি কাজে বাইরে যায়, কিন্তু কোনো ট্যাক্সি ছিল না। ওয়াং-এর সহকারী প্রস্তাব দেন যে- অফিসের গাড়ি দিয়ে ওয়াং-এর নাতিকে বাস স্টেশনে পৌঁছে দেওয়া যেতে পারে। কিন্তু ওয়াং এতে রাজি হন নি, ব্যক্তিগত কারণে অফিসের গাড়ি ব্যবহার করা নিয়মের লঙ্ঘন। এটা করা যাবে না।

সারা জীবন সিপিসির জন্য কাজ করতে চান ওয়াং চান শান_fororder_zhan2

দৈনন্দিন জীবনে ওয়াং চান শান কিন্তু খুব কৃপণ একজন মানুষ ছিলেন। যখন তিনি বাহিনীর কমান্ডারের পদ থেকে অবসর নেন, তখন বাসায় থাকতে তাঁর খুবই বিরক্ত লাগত। তাই তাঁর স্ত্রী তাঁকে প্রতিদিন বাজার থেকে সবজি কেনার কাজ দেন।

সবাই সবজি কেনার সময় সতেজ সবজি পছন্দ করতো। কিন্তু ওয়াং চান শান যেসব সবজি কিনতেন, তা ততটা সতেজ ও তাজা ছিল না। ওয়াং বলেন, এসব সবজি তাজা সবজির চেয়ে বেশ সস্তা। কিন্তু খেতে একই রকম স্বাদের।

 

মাঝে মাঝে অন্যের ফেলে দেওয়া সবজিও সংগ্রহ করতেন ওয়াং চান শান। তাঁর স্ত্রী এতে অভিযোগ করতেন। কিন্তু ওয়াং চান শান বলেন, আমি তো চুরি করি নি, তাহলে আমার দোষ কোথায়? তুমি কি জানো, যুদ্ধের সময় এসব ফেলে দেওয়া সবজি কত সেনার জীবন বাঁচাতে পারতো!

 

ওয়াং নিজের জন্য বেশি টাকা খরচ করতে চান না। কিন্তু যদি অন্যের সাহায্য দরকার হয়, তিনি টাকা দিতে কোনো দ্বিধা করেন না। একবার তিনি একটি মাধ্যমিক স্কুলে রিপোর্ট দিতে গেছেন। তিনি জানতে পারেন যে, একটি শিশুর পরিবারে দুর্ঘটনা ঘটেছে। তাদের অনেক টাকা প্রয়োজন। তিনি সেদিনে সেই শিশুকে তিন হাজার ইউয়ান সাহায্য দেন।

 

দরিদ্র মানুষকে সাহায্য করা, বন্যা প্রতিরোধ করা, ভূমিকম্পে সাহায্য করা- এরকম নানা কাজে ওয়াং চান শান নিজেও জানেন না, তিনি কত টাকা সহযোগিতা করেছেন। তিনি বলেন, সিপিসি আমাদেরকে সুখী জীবন দিয়েছে। তাই তিনি নিজের গোটা জীবন দিয়ে সিপিসি’র জন্য কাজ করতে চান।