‘হাজারবার জিজ্ঞাসা’
2021-07-14 11:06:37

‘হাজারবার জিজ্ঞাসা’_fororder_hu

হু হাই ছুয়ান, ১৯৭৫ সালের ১৩ অগাস্ট চীনের লিয়াও নিং প্রদেশের শেন ইয়াং শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন মূল ভূভাগের একজন পুরুষ কণ্ঠশিল্পী ও গীতিকার।

 

১৯৯৮ সালের ১৭ নভেম্বর হু হাই ছুয়াং কণ্ঠশিল্পী ছেন ইয়ু ফানের সঙ্গে ইয়ুছুয়ান নামে সংগীত-ব্যান্ড গঠন করেন। ১৯৯৯ সালের ১০ নভেম্বর ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘সবচেয়ে সুন্দর’ বাজারে আসে। এর বিক্রির পরিমাণ ১০ লাখ কপি ছাড়িয়ে যায়।

 

বন্ধুরা, এখন শুনুন হু হাই ছুয়ানের গান ‘হাজারবার জিজ্ঞাসা’। গানের কথা এমন: হাজার মাইল পথে আমি তোমার পিছে রয়েছি, তবে তুমি খেয়াল করো না। তুমি আমার স্বপ্ন নেই। স্বপ্নে তুমি আমার একজনই। বারবার আমাকে জিজ্ঞেস করো, তোমাকে ভালোবাসো কি না। বারবার নিজেকে জিজ্ঞেস করেছি, আমি কি তোমাকে ছাড়া চলতে পারি?

 

প্রিয় বন্ধুরা, এবার শুনুন হু হাই ছুয়ানের কণ্ঠে ‘লাল সূর্য’ নামের গানটি। গানে বলা হয়েছে: কপাল মানুষকে কত সুযোগ দিয়েছে, কপাল মানুষকে অসহায় করেছে। কপাল সবসময় সঠিক উত্তর দেয় না, মানুষকে কাঁদায়। আমি হতাশা হবো না, আমরা একসাথে মন দিয়ে উপভোগ করি। আচ্ছা, শুনুন এই গান।

 

এবারে শুনুন হু হাই ছুয়ানের গান ‘বাসায় ফেরা’। গানের কথাগুলো এমন: আমি ভোর ছয়টার রাস্তায় হাঁটি, ক্লান্তি আমি। গত রাতের ব্যস্ততা এই বিশ্বে রাখার জায়গা নেই। বাস স্টেশনে পরিচিত দৃশ্য দেখেছি, বাসায় ফেরার অনুভূতি মাথায় ভেসে আসে। আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন ফাং তা থুং-এর গান ‘ভোলা যায় না’। গানের কথাগুলো এমন: কেন মুহূর্তে সময় চলে যায়। হয়তো তুমি-আমি, কে ভুল, কে ঠিক। তোমার অশ্রু ভোলা যায় না, তোমাকে ভোলা যায় না। তোমার প্রতিশ্রুতি ভোলা যায় না।

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন ফাং তা থুং-এর কণ্ঠে ‘আমরা একসাথে’ গানটি। গানের কথায় বলা হয়: হাজার পাহাড় অতিক্রম করে, তোমার হাত আঁকড়ে ধরি আছি। তোমাকে শক্তি দেই, তোমাকে সাহস দেই। আমরা ভাই বোন, পরস্পরকে উষ্ণতা দেই। হাজার নদী পার হয়ে যাই, আমার হৃদয় তোমার কাছেই। তোমাকে সংকল্প দেই, আমরা ভাই বোন।

আচ্ছা, শুনুন এই সুন্দর গান।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী হু হাই ছুয়ানের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)