‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগসংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে চীনের আমদানি-রফতানি বাড়ছে
2021-07-14 16:09:50

‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগসংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে চীনের আমদানি-রফতানি বাড়ছে_fororder_bba1cd11728b4710c97f596039af0ff5fd0323b0

জুলাই ১৪: চলতি বছরের প্রথমার্ধে ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগসংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে চীনের আমদানি-রফতানির পরিমাণ ছিল ৫.৩৫ ট্রিলিয়ান ইউয়ান আরএমবি, যা আগের বছরের একই সময়ের চেয়ে ২৭.৫ শতাংশ বেশি। সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে চীনের আর্থ-বাণিজ্যিক যোগাযোগ ঘনিষ্ঠতর হচ্ছে। চীনের শুল্ক সাধারণ বিভাগের মুখপাত্র লি খুই ওয়েন গতকাল (মঙ্গলবার) বেইজিংয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ সব কথা বলেন।

সম্প্রতি চেচিয়াং প্রদেশের নিংবো’র একটি প্রতিষ্ঠান মধ্য-পূর্ব ইউরোপে রফতানির জন্য কাগজপত্র ও অন্যান্য সরঞ্জাম উত্পাদন করেছে। এতে কলম, ক্যালকুলেটর ও সংশোধন টেপসহ মোট ৩৬ ধরণের পণ্য অন্তর্ভুক্ত আছে। এসব সরঞ্জাম হলো প্রতিষ্ঠানটির নতুন গবেষণার অ্যান্টিব্যাকটেরিয়াল পণ্য। পাঁচ ধরণের ব্যাকটেরিয়ার নেতিবাচক প্রভাব থেকে প্রায় ৯৮ শতাংশ মুক্ত এসব পণ্য। এ ধরণের নতুন পণ্য আন্তর্জাতিক বাজারে অনেক জনপ্রিয় হয়ে উঠছে। অনেক বিদেশি চিকিত্সা সংস্থা ও ব্যাংকিং সংস্থা প্রতিষ্ঠানটির পণ্য অর্ডার করেছে। উত্তর আমেরিকা ও ইউরোপেও প্রতিষ্ঠানটির পণ্য অনেক জনপ্রিয়তা পেয়েছে। প্রতিষ্ঠানটির ব্রান্ড সংস্কৃতি পরিচালক আন চিয়ান বলেন,

“আমাদের পণ্য সম্প্রতি ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগসংশ্লিষ্ট দেশগুলোর বাজারে অনেক জনপ্রিয়তা পেয়েছে। এ বছর আমাদের অ্যান্টিব্যাকটেরিয়াল পণ্য রফতানি হয়েছে ৭.১ লাখ সেট। এর মধ্যে ৫.২ লাখ সেট মধ্য ও পূর্ব ইউরোপের নতুন বাজারে রফতানি হয়েছে, যা গত বছরের একই সময়ের চেয়ে ২৬৫.২ শতাংশ বেশি।”

এদিকে চেচিয়াং প্রদেশের একটি ঘরের সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানের তৈরি এয়ার ফ্রায়ার ইউরোপে অনেক জনপ্রিয়তা পরয়েছে। এ ধরণের এয়ার ফ্রায়ারে কোনো তেল না-দিয়ে স্টেক বা পিজ্জা বানানো যায়। প্রতিষ্ঠানটির দায়িত্বশীল কর্মকর্তা শেন চুন ইয়ৌ বলেন,

“ইউরোপ, যুক্তরাষ্ট্র, ও জাপানের পাশাপাশি, আমরা ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগসংশ্লিষ্ট দেশগুলোতে পণ্য রফতানি করছি। চলতি বছরের প্রথমার্ধে এসব নতুন বাজারের সঙ্গে ২৫ কোটি মার্কিন ডলারের চুক্তিও স্বাক্ষর করেছি, যা গত বছরের একই সময়ের চেয়ে ৫০ শতাংশ বেশি।”

পরিসংখ্যান অনুসারে, চলতি বছরের প্রথমার্ধে চীনের প্রধান বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে দেশটির আমদানি-রফতানি বৃদ্ধি পাচ্ছে। চীনের বৃহত্তম তিনটি বাণিজ্যিক অংশীদার হচ্ছে আসিয়ান, ইউরোপীয় ইউনিয়ন (ই ইউ) ও যুক্তরাষ্ট্র। এই তিন অংশীদারের সঙ্গে চীনের মোট আমদানি ও রফতানির পরিমাণ ছিল ৫.৩৫ ট্রিলিয়ান ইউয়ান, যা গত বছরের একই সময়ের চেয়ে ২৭.৫ শতাংশ বেশি। এটি চীনের বৈদেশিক বাণিজ্যের ২৯.৬ শতাংশ।

মুখপাত্র লি এদিন সাংবাদিক সম্মেলনে বলেন, চলতি বছরের প্রথমার্ধে ইস্পাত ও গাড়ি রফতানি বেড়েছে। এটি হলো চীনের ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগসংশ্লিষ্ট দেশগুলোয় রফতানি বৃদ্ধির গুরুত্বপূর্ণ দিক। এ ছাড়াও, চীন-ইউরোপ রেলপথের সুবিধা চীনের বৈদেশিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ নিশ্চয়তা।

লি আরও বলেন, চলতি বছরের প্রথমার্ধে চীন-ইউরোপ রেলপথে মোট ট্রেন চলেছে ৭২৭৭টি, যা গত বছরের একই সময়ের চেয়ে ৪৩ শতাংশ বেশি। শুল্ক বিভাগের পরিসংখ্যান অনুসারে, বছরের প্রথমার্ধে রেলপথের মাধ্যমে ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগসংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে চীনের আমদানি-রফতানির মোট পরিমাণ ছিল ২০৯.৭৮ বিলিয়ন ইউয়ান, যা গত বছরের একই সময়ের চেয়ে ৪৩.১ শতাংশ বেশি।

জানা গেছে, গত বছর কোভিড-১৯ মহামারী পরিস্থিতিতেও  ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগসংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে চীনের আর্থ-বাণিজ্যিক সহযোগিতা উন্নত হয়েছে। চীনের জাতীয় তথ্যকেন্দ্রের অর্থনীতি পূর্বাভাস বিভাগের বহুমুখী অর্থনীতি গবেষণা কার্যালয়ের পরিচালক রেন ইয়ান মিন মনে করেন, এটি বিশ্বের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)