শিয়ে থিং ফেং
2021-07-13 15:09:55

শিয়ে থিং ফেং বা নিকোলাস ১৯৮০ সালের ২৯ আগস্ট চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি চীনা ভাষার একজন গায়ক, অভিনেতা, সংগীত প্রযোজক, উপস্থাপক ও তরুণ উদ্যোক্তা।

 

১৯৮৭ সালে তিনি বাবা-মা’র সঙ্গে কানাডায় চলে যান। ১৯৯৫ সালে তিনি জাপানের টোকিওতে সঙ্গীত বিষয়ে অধ্যয়ন করেন। যখন তাঁর বয়স ১৫ বছর, তখন তিনি প্রথম গান রচনা করেন। ১৯৯৬ সালে তিনি আনুষ্ঠানিকভাবে শোবিজ জগতে প্রবেশ করেন। ১৯৯৭ থেকে ১৯৯৯ সালের এপ্রিল পর্যন্ত তিনি পরপর পাঁচটি অ্যালবাম প্রকাশ করেন। ১৯৯৯ সালে তিনি তাঁর প্রথম চীনা ভাষার অ্যালবাম ‘তোমার ভালোবাসার জন্য ধন্যবাদ ১৯৯৯’ প্রকাশ করেন। আচ্ছা প্রিয় বন্ধুরা, তাহলে আজকের “তোমার জন্য গান” অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদের ‘তোমার ভালোবাসার জন্য ধন্যবাদ ১৯৯৯’ গানটি শোনাই। 

শিয়ে থিং ফেং_fororder_src=http___04imgmini.eastday.com_mobile_20180923_20180923200619_fb467a8b64573fc3c8345925f9d70ce6_2.jpeg&refer=http___04imgmini.eastday

“প্রেমের কারণে ভালবাসা’ শিয়ে থিং ফেং গাওয়া একটি চীনা ভাষার গান। গানটি ২০০০ সালের জুলাই মাসে প্রকাশিত হয় এবং তাঁর দ্বিতীয় একক অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। গানটির ক্যান্টোনিজ সংস্করণও রয়েছে। সেটা ২০০০ সালের জানুয়ারিতে প্রকাশিত হয়। কিন্তু হংকংয়ের অন্য একজন গায়ক সেটি গান। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি অবশ্যই শিয়ে থিং ফেংয়ের গাওয়া গানটি আপনাদের শোনাব। শুনুন তাহলে গানটি। (

শিয়ে থিং ফেং_fororder_src=http___n.sinaimg.cn_sinacn_w579h385_20180204_c4a0-fyrhcqy2081203&refer=http___n.sinaimg

শিয়ে থিং ফেংয়ের ২০০০ সালের জুলাই মাসে প্রকাশিত অ্যালবামে একটি জনপ্রিয় গান অন্তর্ভুক্ত হয়। গানের নাম ‘তুমি বুঝবে না’। গানটিকে অ্যালবামের প্রধান গান হিসেবে রাখা হয়। রক স্টাইলের সঙ্গীত দিয়ে গানটি শুরু হয়, বৈদ্যুতিক গিটার ও ড্রামবিট  দুঃখানুভূতিকে অতিরঞ্জিত করে। এছাড়া, গানের লিরিক্স এবং শিয়ে থিং ফেংয়ের নিজস্ব ধরণের গায়কি একে করুণ প্রেমের গানে পরিণত করেছে। তাহলে এখন আমরা গানের মধ্য দিয়ে সেটা অনুভব করি, কেমন? 

শিয়ে থিং ফেং_fororder_src=http___dingyue.nosdn.127.net_NtUduvKPfmPUVCojCvJubDt9Qn13bNLY7XOfZQuVWN9wN1526615283424&refer=http___dingyue.nosdn.127

‘ভিভা’ শিয়ে থিং ফেংয়ের একটি ক্যান্টোনিজ ভাষার গান। গানটি ২০০০ সালের নভেম্বর মাসে সম্রাট বিনোদন গ্রুপ লিমিটেডের অ্যালবাম ‘ভিভা’য় অন্তর্ভুক্ত হয়। শিয়ে থিং ফেং নিজেই গানের সঙ্গীত তৈরি করেন। গানটি ২০০০ সালে বেশ কয়েকটি পুরষ্কার জিতে। আচ্ছা, তাহলে এখন আমি আপনাদের শোনাতে চাচ্ছি, ‘ভিভা’ নামের গানটি। শুনুন তাহলে গানটি। 

শিয়ে থিং ফেং_fororder_src=http___image.yinluxing.com_unite_img_39_6kq6hlv4gd&refer=http___image.yinluxing

‘ভালোবাসার সঙ্গে  হাঁটা’ গানটি শিয়ে থিং ফেং ২০০৩ সালে প্রকাশিত অ্যালবাম ‘রিবর্ন’-এ অন্তর্ভুক্ত হয়। গানের চীনা ও ক্যান্টোনিজ দু’টো ভাষার সংস্করণ রয়েছে। গানটি পথের ভালোবাসা বর্ণনা করে। তাহলে এখন আমরা একসঙ্গে গানটির চীনা সংস্করণ শুনি, কেমন? 

শিয়ে থিং ফেং_fororder_src=http___s4.sinaimg.cn_bmiddle_476dc6ae5c84c27f89a53&refer=http___s4.sinaimg

‘অন্য দিন তোমার জন্য বেঁচে থাকি’ শিয়ে থিং ফেংয়ের ১৯৯৯ সালের সেপ্টেম্বরে প্রকাশিত অ্যালবামের গান। এটি সে বছরের এক টিভি নাটকের শেষ গান। আচ্ছা, তাহলে বন্ধুরা, এখন গানটি শুনুন।

শিয়ে থিং ফেং_fororder_src=http___n.sinaimg.cn_sinacn14_720_w1920h1200_20180604_0a9c-hcmurvh4866153&refer=http___n.sinaimg

বন্ধুরা, গান শুনতে শুনতে বিদায়ের সময় চলে এসেছে। তাহলে তাঁর আরেকটি গান দিয়ে আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানটি শেষ করছি। গানের নাম ‘আমার ভালোবাসা শুধু তোমার জন্য’। আশা করি, আজকের গানগুলো আপনাদের ভালো লেগেছে।

(প্রেমা/এনাম)