কফিহাউসের আড্ডা: স্বেচ্ছাসেবক জাহাঙ্গীর আলমের চোখে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ভাষণ
2021-07-12 10:16:48

কফিহাউসের আড্ডা: স্বেচ্ছাসেবক জাহাঙ্গীর আলমের চোখে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ভাষণ_fororder_微信图片_20210712101514

সুপ্রিয় শ্রোতা আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা। সাপ্তাহিক ‘কফিহাউসের আড্ডা’ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে আমার সঙ্গে যোগ দিচ্ছেন জনাব জাহাঙ্গীর আলম। তিনি বর্তমানে ঢাকার একটি বেসরকারি সংস্থায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন। সম্প্রতি চীনের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার শততম বার্ষিকী উপলক্ষ্যে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং গুরুত্বপূর্ণ ভাষণ দিলেন। এ ভাষণ তিনি কিভাবে মূল্যায়ন করেন? চলুন তাহলে, আলাপ করি তার সাথে।

(স্বর্ণা/আলিম/ছাই)