রোববারের আলাপন-বেইজিং শীতকালীন অলিম্পিক সাংস্কৃতিক জনকল্যাণ প্ল্যাটফর্মের শুভ সূচনা
2021-07-11 19:50:03

আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি এনাম এবং আকাশ।

আকাশ: সম্প্রতি ২০২২ বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির উদ্যোগে বেইজিং অলিম্পিকের এক সাংস্কৃতিক জনকল্যাণ প্ল্যাটফর্ম অনলাইনে প্রতিষ্ঠিত হয়। পাশাপাশি, শীতকালীন অলিম্পিক “ নীল দৌড়পথ” শীর্ষক জনকল্যাণ কার্যক্রমের সূচনা হয়। 

এনাম: ২০২২ বেইজিং শীতকালীন অলিম্পিক সাংস্কৃতিক জনকল্যাণ প্ল্যাটফর্ম সাধারণ অধিবাসীদের তাদের হাটার বা জগিংয়ের উপাত্ত সেখানে আপলোড করার আহ্বান জানায়। নির্দিষ্ট দূরত্বের লক্ষ্য বাস্তবায়নের পর, বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের সব স্পন্সর প্রতিষ্ঠান অনগ্রসর অঞ্চলে অবস্থিত গ্রামীণ স্কুলের জন্য ‘নীল দৌড়পথ’ নির্মাণে অর্থ সহায়তা দেবে। যাতে স্থানীয় ছাত্রছাত্রীদের শরীরচর্চা সহজ হয়। 

সংশ্লিষ্ট কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনটি শিল্পপ্রতিষ্ঠান প্রথমে হ্য পেই প্রদেশের তিনটি গ্রামীণ স্কুলের জন্য ‘নীল দৌড়পথ’ তৈরির অর্থ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। প্রত্যেকটি নির্মাণের জন্য শিল্পপ্রতিষ্ঠানসমূহ পাঁচ লাখ ইউয়ান করে দান করবে। তা যথেষ্ঠ না হলে, বাকি অর্থ স্থানীয় সরকার বরাদ্দ করবে। চীনের দারিদ্র্যবিমোচন ফাউন্ডেশন ‘নীল দৌড়পথ’ নির্মাণ কাজ বাস্তবায়ন করবে। 

২০২২ বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির উপ-মহাপরিচালক সু চি চুন জানান, অলিম্পিক সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ইন্টারনেটের মাধ্যমে শীতকালীন অলিম্পিক গেমস ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে সংযুক্ত করেছে। এটি বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের জন্য একটি বিশেষ অলিম্পিক ঐতিহ্য তৈরি করবে।