আপন আলোয় ২৪:যন্ত্রসংগীতে আমরা সবদিক দিয়ে পিছিয়ে: ড. শিউলী ভট্টাচার্যী
2021-07-09 19:35:17

যন্ত্রসংগীতে আমরা সবদিক দিয়ে পিছিয়ে: ড. শিউলী ভট্টাচার্যী_fororder_wenhua4

ভারতীয় বা ওয়েস্টার্ন শিল্পীরা যে পরিশ্রম ও সাধনা করেন, আমরা তা করি না। তারা যে পরিবেশ ও পৃষ্ঠপোষকতা পান- আমরা তা পাই না।

শেখার জন্য ছেলেমেয়ারা আসে, কিন্তু এ জন্য যে ধৈর্যের প্রয়োজন, যন্ত্রটিকে নেশা ও পেশা বানানোর জন্য যে পরিশ্রম- তা করতে চায় না। হয় তো এটাও ভাবনায় থাকে যে, এত পরিশ্রম করে নিজেকে আমি কোথায় নিয়ে পৌঁছাতে পারবো; এতে কি আমার জীবন চলবে?

চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশে যন্ত্রসংগীত চর্চা, সমস্যা-সম্ভাবনা নিয়ে খোলামেলা কথা বললেন বিশিষ্ট বেহালাশিল্পী ও শিক্ষক ড. শিউলী ভট্টাচার্যী। সঙ্গে রয়েছে তাঁর বেহালা-বাদন।

সাক্ষাৎকার গ্রহণ: মাহমুদ হাশিম।