চীনের সংস্কৃতি-চীনের ঐতিহ্য এলো সিয়াও সু’র দিন
2021-07-09 19:28:28

 

চীনের সংস্কৃতি-চীনের ঐতিহ্য এলো সিয়াও সু’র দিন_fororder_wenhua2

চীনে শুরু হয়েছে সিয়াও সু’র দিন। চীনের সংস্কৃতি ও লোকজ ঐতিহ্যবাহী জীবনে আবহাওয়া ও প্রকৃতির রয়েছে গুরুত্বপূর্ণ প্রভাব। চীনে পুরো বছরকে ২৪টি সৌর পর্বে ভাগ করা হয়। যদিও চীনের ঐতিহ্যবাহী পঞ্জিকা হলো লুনার ক্যালেন্ডার। চীনের ক্যালেন্ডারকে বলা হয় সৌর-চান্দ্র ক্যালেন্ডার।

 চীনে চারটি ঋতু। গ্রীষ্ম ঋতুকে বিভিন্ন সৌরপর্বে ভাগ করা হয়। এর মধ্যে ৭ জুলাই শুরু হয়েছে সিয়াও সু পর্ব। এর অর্থ হলো লঘু গরম পর্ব। এর পরেই আসবে অধিকতর গরমের সময়। চীনে একটি লোকজ প্রবাদ হলো, সিয়াও সু-তা: সু মানে প্রথমে ভাপ দেয়া, পরে ফুটন্ত জলে সিদ্ধ করা। এতে বলা হয়, এখনকার গরমে লোকজন ভাপে অস্থির হবে এর পরে পড়বে সিদ্ধ করে ফেলার মতো গরম। এই সময় চীনের বিভিন্ন অঞ্চলে পদ্মফুল ও লিলিফুল ফোটা শুরু হয়। পদ্মফুল ফোটাকে ঘিরে রয়েছে নানা রকম সাংস্কৃতিক রীতিনীতি। এ সময় নকশা করা হাতপাখা বিক্রিরও রেওয়াজ রয়েছে। চীনের হাতপাখাগুলোতে রয়েছে লোকজ নকশা যা অত্যন্ত সৌকর্যমণ্ডিত। পদ্মফুল নিয়ে চীনের বিখ্যাত কবিরা কবিতা লিখেছেন। পদ্মফুলকেন্দ্রিক লোকজ উৎসবগুলোতে সেসব কবিতা পাঠেরও রীতি রয়েছে। এ সময় হালকা চা পানের রীতিও প্রচলিত। আর বিশেষ কিছু সবজিও খাওয়া হয় যাতে শরীর ঠাণ্ডা হয়, স্বাস্থ্য ভালো থাকে।

চীনের লোকজ রীতি নীতি ও উৎসবগুলো সে দেশের প্রকৃতি ও আবহাওয়াকে কেন্দ্র করে বিকশিত হয়েছে যার পিছনে রয়েছে পাঁচ হাজার বছরের সভ্যতার ঐতিহ্য।

-শান্তা মারিয়া।