মেডেই
2021-07-09 09:58:04

মেডেই হলো চীনের তাইওয়ানের রক সঙ্গীতদল। ১৯৯৭ সালের ২৯ মার্চ প্রতিষ্ঠিত সঙ্গীতদলটির পাঁচজন সদস্য রয়েছে।  ১৯৯৮ সালে সঙ্গীতদলটি রক রেকর্ডস লিমিটেড কোম্পানিতে যোগ দেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সঙ্গীতের ভুবনে প্রবেশ করে। ১৯৯৯ সালে সঙ্গীতদলটি ‘প্রথম সৃষ্ট অ্যালবাম’ প্রকাশ করে। এর মধ্যে ‘পিটার ও মেরি’ গানটি চীনের সংগীতশিল্পী বিনিময় সমিতির সেরা লিরিক্স ও রচনা পুরষ্কার জিতে। তাহলে বন্ধুরা, আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের প্রথম গান হিসেবে আমি সেই ‘পিটার ও মেরি’ আপনাদের শোনাব, কেমন? শুনুন তাহলে গানটি। 

মেডেই_fororder_src=http___crawl.ws.126.net_img_745e4271fbb8bc933ae6e374b84ec3e5&refer=http___crawl.ws.126

‘ভালবাসা’ ২০০৫ সালে ‘মেডেই’ প্রকাশিত অ্যালবামের একটি গান। এটি ২০১১ সালের এক টিভি নাটকের সূচনা সংগীত। ২০০৫ সালে সঙ্গীতদলটি পুনরায় সঙ্গীতের সঙ্গে ভালোবাসার দ্যোতনা প্রকাশে ছ’টি বিভিন্ন স্টাইলের নতুন গান রচনা করে। ‘ভালবাসা’ গানটি তাদের অন্যতম। বন্ধুরা, আমি গানটি খুব পছন্দ করি, তাহলে এখন আপনাদের গানটি শোনাতে চাচ্ছি, আশা করি, আপনাদেরও গানটি ভালো লাগবে। শুনুন তাহলে গানটি। 

মেডেই_fororder_src=http___img1.doubanio.com_view_group_topic_l_public_p51055788&refer=http___img1.doubanio

‘তুমি সত্যি খুশি নও’ ২০০৮ সালে ‘মেডেই’ প্রকাশিত ‘দিনের পর কবিতা’ অ্যালবামে অন্তর্ভুক্ত একটি গান। এটি অ্যালবামের প্রধান গান। গানটি আত্মাকে নাড়া দেয়। বন্ধুরা, তাহলে এখন গানটি শুনুন। দেখুন, গানটি আপনাদের হৃদয়ে মূর্চনা তৈরি করে কি না? 

 

‘আমি চাই না তুমি একা থাকো’ টিভি নাটকের শেষ গান। এটি ২০১১ সালে ‘মেডেই’ প্রকাশিত ‘দ্বিতীয় জীবন’ অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। গানটি ২০১৩ সালে তাইওয়ান হিট-এফএম বার্ষিক একশ’ একক গানে চ্যাম্পিয়ন হয়। বন্ধুরা, তাহলে আমরা এখন একসাথে সেই গানটি শুনবো। কেমন?

মেডেই_fororder_src=http___photocdn.sohu.com_20130802_Img383242008&refer=http___photocdn.sohu

‘এখানে, পরে, আমাদের’ ২০১৬ সালের জুলাই মাসে ‘মেডেই’ প্রকাশিত ‘আত্মজীবনী’ অ্যালবামের একটি গান। ২০১৭ সালে এটি বিলবোর্ড রেডিও চায়না বার্ষিক সেরা দশটি চীনা ভাষার গান পুরষ্কার জিতে। বিখ্যাত শিল্পী লিউ রুও ইং গানটি শুনে খুব মুগ্ধ হন। পরে তিনি একই নামের একটি চলচ্চিত্র পরিচালনা করেন। ‘মেডেই’ লিউ রুও ইংয়ের ভাল বন্ধু। সুতরাং তাঁর অনুরোধে দলটি আবারও গানটি চলচ্চিত্রের উপযোগী করে তৈরি করেন। আচ্ছা বন্ধুরা, তাহলে এখন আমরা এক সাথে গানটি শুনি, কেমন? শুনুন তাহলে ‘এখানে, পরে, আমাদের’ গানটি। 

মেডেই_fororder_src=http___b-ssl.duitang.com_uploads_item_201208_11_20120811171302_njMtF.jpeg&refer=http___b-ssl.duitang

২০০৪ সালের নভেম্বরে ‘মেডেই’ প্রকাশিত অ্যালবাম ‘দেবতার বাচ্চারা নাচ করছে’ প্রকাশ করে। এটি ‘জেদি’ অ্যালবামে  অন্তর্ভুক্ত হয়। ‘মেডেই’ এই গানের মধ্য দিয়ে স্বপ্ন ও নিজের বৈশিষ্ট্য ত্যাগ না করার কথা বলেছে। চলুন, গানের মধ্য দিয়ে আমরা সেই কথা অনুভব করি, কেমন? 

মেডেই_fororder_src=http___fmn.xnpic.com_fmn049_20110612_1145_p_large_aMJ5_58a50000d7c55c74&refer=http___fmn.xnpic

প্রিয় শ্রোতাবন্ধুরা, গান শুনতে শুনতে আমরা আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। তবে, অনুষ্ঠানের শেষে আমি আপনাদের আরেকটি গান শোনাতে চাচ্ছি। গানের নাম ‘শাশ্বত গ্রীষ্ম’। আশা করি, আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। 

   

(প্রেমা/এনাম)