দেহঘড়ি পর্ব-২৫
2021-07-09 19:42:01

‘দেহঘড়ি’র এ পর্বে রয়েছে স্বাস্থ্যখাতের একটি প্রতিবেদন, স্বাস্থ্য বুলেটিন, স্বাস্থ্য বিষয়ক ভুল ধারণা নিয়ে আলোচনা ‘ভুলের ভূবনে বাস’ সাক্ষাৎকারভিত্তিক আয়োজন ‘আপনার ডাক্তার’ এবং খাদ্যের গুণাগুণ নিয়ে আলোচনা ‘কী খাবো, কী খাবো না’।

 

## প্রতিবেদন

থামছেনা মৃত্যুর মিছিল, করোনা ইউনিটে অক্সিজেন সংকট

করোনায় মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে বাংলাদেশে। এরই মধ্যে দৈনিক মৃত্যুর সংখ্যা দুশো ছাড়িয়ে গেছে। পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার উচ্চ ঝুঁকিতে রয়েছে দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা। সদর হাসপাতালগুলোতে তৈরি হয়েছে অক্সিজেন সংকট।

দেহঘড়ি পর্ব-২৫_fororder_shengwu

দিন যতো যাচ্ছে করোনায় মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। ভয়াবহভাবে বাড়ছে শনাক্তের হার। টানা লকডাউনেও যেনো থামানো যাচ্ছেনা করোনাভাইরাসে আক্রান্তের হার ও মৃত্যুর সংখ্যা। ভারত থেকে ছড়িয়ে পড়া ভয়াবহ ডেল্টা ধরনের সংক্রমণ শুরুর দিকে দেশের সীমান্তবর্তী জেলাগুলোতে সীমাবদ্ধ থাকলেও কয়েকদিনের ব্যবধানে তা ছড়িয়ে পড়েছে সারা দেশে।

হাসপাতালগুলোতে দেখা দিয়েছে চরম শয্যা ও অক্সিজেন সঙ্কট। সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে ডাক্তার ও নার্সসহ স্বাস্থ্যকর্মীদের। চাহিদা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় অক্সিজেন সঙ্কট দেখা দিয়েছে জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে। মৃত্যুঝুঁকি নিয়ে ঢাকার পথে রওনা দিচ্ছেন অনেক রোগী।

মৃত্যুর সংখ্যা দুশো ছাড়িয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। সংক্রমণের একটি বড় অংশ ডেল্টা ভ্যারিয়েন্ট হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ব্যাপারেও শঙ্কিত তারা। 

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. রবিউল চীন আন্তর্জাতিক বেতারকে বলেন, 'মৃত্যুর হার ঊর্ধ্বমুখী হওয়ার পরও কেউই ঠিকমতো স্বাস্থ্যবিধি মানছেন না। একারণেই পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে।'

পিছিয়ে নেই রাজশাহীও। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলের করোনা ইউনিটে মৃত্যুর বাড়ার হওয়ার কারণ সম্পর্কে জিজ্ঞেস করা হলে হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী চীন আন্তর্জাতিক বেতারকে জানান, রাজশাহীর গ্রাম অঞ্চলের মানুষেরা ডেল্টা ভ্যারিয়েন্ট ভাইরাসের ভয়াবহতা সম্পর্কে এখনো অবগত নন। সে কারণে স্বাস্থ্যবিধি মানতেও অনীহা রয়েছে তাদের। তবে মৃত্যুর হার ঊর্ধ্বমুখী হওয়ার কারণে এখন অনেকেই মাস্ক পরতে শুরু করেছেন।'

এদিকে চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগেও আশঙ্কাজনক হারে বেড়েছে মৃত্যুর সংখ্যা ও শনাক্তের হার। স্বাস্থ্যবিদরা বলছেন, লকডাউন কার্যকর করার পাশাপাশি সরকারের এখন নজর দেওয়া দরকার হাসপাতাল ব্যবস্থাপনায়।  - ঔশি/রহমান

 

##হেল্‌থ বুলেটিন

১৪ জুলাই পর্যন্ত বাড়লো কঠোর লকডাউন

দেহঘড়ি পর্ব-২৫_fororder_shengwu1

ছবি: এইচ আর অভি

 

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান কঠোর বিধিনিষেধ ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে। গত সোমবার জারি করা এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, করোনাসংক্রান্ত কারিগরি পরামর্শক কমিটির দেওয়া প্রস্তাব বিবেচনায় নিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশে করোনা সংক্রমণ ও এতে মৃত্যু উদ্বেগজনকভাবে বাড়তে থাকায় গেল ১ জুলাই থেকে বলবৎ করা হয় সাত দিনের কঠোর লকডাউন।

বাংলাদেশে একদিনে ২৯ জন ডেঙ্গুরোগী শনাক্ত

দেহঘড়ি পর্ব-২৫_fororder_shengwu2

গত বুধবার বাংলাদেশে এক দিনে ২৯ জন ডেঙ্গুরোগী সনাক্ত হয়েছে। নতুন করে শনাক্ত হওয়া ২৯ জনের মধ্যে ২৮ জনই ঢাকার বাসিন্দা বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারা দেশে ৫৩৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

কোভিড-১৯ ছড়িয়েছে  প্রকৃতি থেকে, গবেষণাগার থেকে নয়: ল্যানচেট

দেহঘড়ি পর্ব-২৫_fororder_shengwu3

গবেষণাগার থেকে নয় বরং করোনাভাইরাস ছড়িয়েছে প্রকৃতি থেকে। চিকিৎসাবিজ্ঞান-বিষয়ক বিশ্ববিখ্যাত জার্নাল দ্য ল্যানচেটে প্রকাশিত এক গবেষণায় একদল গবেষক এ সম্পর্কিত তথ্য তুলে ধরেছেন। কোভিড-১৯-এর প্রাথমিক পর্যায়ের জেনেটিক বিশ্লেষণ এবং করোনাভাইরাসের পূর্ববর্তী ধরনসহ অন্যান্য সংক্রামক ব্যাধি-সম্পর্কিত সুপ্রতিষ্ঠিত প্রমাণ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে গবেষণা-প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বাংলাদেশে করোনার টিকা নেওয়ার বয়স সীমা ৩৫ নির্ধারণ

বাংলাদেশে করোনাভাইরাসের টিকা গ্রহণকারীদের বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করেছে সরকার। এর আগে টিকা নেওয়ার সর্বনিম্ন বয়স নির্ধারণ করা হয়েছিল ৪০ বছর। করোনার প্রথম ডোজের টিকা নেওয়ার জন্য নিবন্ধন আবার শুরু হওয়ায় সাথে সাথে এই বয়সসীমা কার্যকর হয়েছে। এর আগে গত সোমবার বয়সসীমা কমানোর কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

চীন ও যুক্তরাষ্ট্র থেকে ৪৫ লাখ টিকা এলো বাংলাদেশে

দেহঘড়ি পর্ব-২৫_fororder_shengwu4

ছবি: এইচ আর অভি

 

চীন ও যুক্তরাষ্ট্র থেকে পৃথক চারটি ফ্লাইটে বাংলাদেশে ৪৫ লাখ ডোজ করোনার টিকা এসেছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ সরকারের কেনা টিকার অংশ হিসেবে চীনের সিনোফার্ম থেকে আসা ২০ লাখ এবং টিকা বন্টনের বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাঠানো মর্ডানার ২৫ লাখ ডোজ টিকা। গত শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত টিকা বহনকারী চারটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। - তানজিদ/রহমান

 

## ভুলের ভূবনে বাস

কিডনি রোগ নিয়ে যত ভুল ধারণা

মানবদেহের অতিপ্রয়োজনীয় একটি অঙ্গ কিডনি। যেসব  অঙ্গের রোগ মানুষের জীবনকে  সবচেয়ে বেশি ঝুঁকিতে ফেলে তার মধ্যে কিডনি অন্যতম। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কিডনি ফাউন্ডেশনের তথ্য বলছে, বিশ্বের প্রতি ১০ জনের মধ্যে ১ জন দীর্ঘমেয়াদী কিডনি রোগে আক্রান্ত। বিশ্বব্যাপী এ রোগে প্রতিবছর ১২ লাখের বেশি মানুষ মারা যায় এবং প্রাণহানির দিক থেকে কিডনি রোগের অবস্থান ১২তম। কিডনি রোগের ক্ষেত্রে বাংলাদেশের পরিস্থিতি আরও ভয়াবহ। বাংলাদেশের কিডনি ফাউন্ডেশনের এক জরিপে দেখা যায়, এদেশে প্রায় দুই কোটি মানুষ কোনও না কোনভাবে কিডনি রোগে ভুগছে। আর আক্রান্তদের মধ্যে ৪০ হাজারের কিডনি পুরোপুরি অকেজো হচ্ছে প্রতিবছর। তবে এই রোগ ও এর চিকিত্সা নিয়ে অনেকের মধ্যে রয়েছে ভুল ধারণা। চলুন জেনে নেওয়া যাক সেসব ভুল ধারণা এবং সঠিক তথ্য সম্পর্কে:

বেশি পানি পান কি কিডনির জন্য উপকারি?

 

অনেকে মনে করেন, যত বেশি পানি খাওয়া যায়, কিডনির জন্য তত ভাল। আসলে তা নয়। কিডনির জন্য কম পানি খাওয়া যেমন ক্ষতিকর, তেমনি ক্ষতিকর অতিরিক্ত পানি খাওয়াও। কেবল প্রয়োজনীয় পরিমাণ পানি খেতে হবে। কিডনিতে ছোট পাথর জমলে চিকিৎসকরা একটু বাড়তি পানি গ্রহণ করতে বলেন, যাতে পানি প্রবাহের সঙ্গে পাথর বেরিয়ে যায়। তবে কিডনি রোগ হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পানি পান করা উচিৎ।

 

কিডনি বিকল মানে কি একটি বিকল?

কিডনি রোগে আক্রান্ত মানেই দুটি কিডনি আক্রান্ত। কারণ একটি কিডনি আক্রান্ত হওয়ার ঘটনা খুব কম ঘটে। যখন একটি কিডনি বিকল হয়ে যায়, তখন শরীরে তেমন কোনও লক্ষণ দেখা দেয় না। কিংবা পরীক্ষা-নিরীক্ষাতেও তেমন কোনও পার্থক্য ধরা পড়ে না। শরীরে যখন কিডনি রোগের উপসর্গ ধরা পড়ে, তখন বুঝতে হবে দুটি কিডনিই আক্রান্ত হয়েছে। বিশেষ করে কিডনি বিকলের ক্ষেত্রে এটি আরও বেশি সত্য।

কিডনিতে পাথর হওয়ার জন্য কি নির্দিষ্ট খাবার দায়ী?

এটি একটি সাধারণ ধারণা যে, কিডনিতে পাথর হওয়ার জন্য অতিরিক্ত আমিষ গ্রহণ দায়ী। সব সময় এ ধারণা ঠিক নয়। যাদের কিডনিতে পাথর হওয়ার প্রবণতা আছে তাদের বেলায় এটি কিছু কিছু ক্ষেত্রে সঠিক হলেও সুস্থ-স্বাভাবিক মানুষের বেলায় নয়। আবার অনেকের ধারণা, বেশির ভাগ কিডনির পাথরই হয় ক্যালসিয়াম থেকে, যার জন্য ক্যালসিয়ামসমৃদ্ধ খাবার কম খাওয়া উচিৎ। সাম্প্রতিক গবেষণায় এই ধারণা ভুল প্রমাণিত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, কম ক্যালসিয়াম গ্রহণ বরং শরীরে অন্যান্য সমস্যা ডেকে আনে। সেজন্য পরিমিত মাত্রায় ক্যালসিয়াম গ্রহণ করতে হবে। তবে যাদের ইতোমধ্যে কিডনিতে পাথর ধরা পড়েছে, তারা কম পরিমাণ ক্যালসিয়াম গ্রহণ করতে পারেন।

কিডনি দান করা কি নিরাপদ?

এটা বেশিরভাগ মানুষের ধারণা যে, কিডনি দান করা অত্যন্ত ঝুঁকির কাজ। তবে চিকিৎসকরা মনে করেন, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে আক্রান্ত নন এবং শারীরিকভাবে সুস্থ এমন কোনও ব্যক্তি একটি কিডনি দান করলে তা তেমন ঝুঁকি বয়ে আনে না। তবে এটা ঠিক একটি কিডনি দান করলে, বাকী কিডনির ওপর বাড়তি চাপ পড়ে।

কিডনি প্রতিস্থাপন মানে কি বিদ্যমান কিডনি ফেলে দেওয়া?

বেশিরভাগ মানুষের ধারণা, কিডনি ট্রান্সপ্লান্ট বা প্রতিস্থাপন মানে আক্রান্ত কিডনিকে ফেলে দিয়ে সেখানে নতুন একটি কিডনি জুড়ে দেওয়া বা পুনস্থাপন করা। আসলে তা নয়। কিডনি বিকল হওয়া রোগীর কিডনি প্রতিস্থাপনের সময় বিকল কিডনিকে আগের স্থানেই রেখে দেওয়া হয় এবং বিকল কিডনি দুটির সঙ্গে নতুন সুস্থ আরেকটি কিডনি জুড়ে দেওয়া হয়। বিকল কিডনিকে ফেলে দেওয়ার ঘটনা খুবই বিরল। - রহমান

দেহঘড়ি পর্ব-২৫_fororder_shengwu5

## আপনার ডাক্তার

দেহঘড়ি পর্ব-২৫_fororder_shengwu6

আজ আমরা কথা বলেছি করোনা মহামারিকালীন মানসিক সমস্যা ও তার প্রতিকারের উপায় নিয়ে। করোনাভাইরাসে এ পর্যন্ত বিশ্বে অন্তত ৪০ লাখ মানুষ মারা গেছে এবং সাড়ে ১৮ কোটি মানুষ আক্রান্ত হয়েছে। বাংলাদেশে এ রোগে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে প্রায় ১৬ হাজার ব্যক্তি আর আক্রান্ত হয়েছে ৯ লাখ ৯০ হাজারের মতো। করোনায় আক্রান্ত হওয়ার পর যারা প্রাণে বেঁচে আছে, তাদের দেহের ওপরও বিভিন্ন মাত্রায় প্রভাব পড়েছে এ রোগের। তবে এর মানসিক প্রভাব হয়েছে ব্যাপকবিস্তৃত। আক্রান্ত-অনাক্রান্ত নির্বিশেষে মানুষ নানা ধরনের মানসিক সমস্যায় ভুগছে করোনাভাইরাসের কারণে। বিষয়টি নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার তূর্ণা ত্রিবেণী মিথিলা। তিনি বর্তমানে রাজধানীর প্রবীণ হাসপাতালে কর্মরত।

 

‘দেহঘড়ি’ অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত ও পরামর্শ জানতে চাই আমরা। আমাদের ফেইসবুক পেইজ facebook.com/CMGbangla অথবা ওয়েবসাইট bengali.cri.cn’র মাধ্যমে জানাতে পারেন আপনাদের মতামত বা পরামর্শ।