কানে মুগ্ধতা ছড়িয়ে স্ট্যান্ডিং ওভেশন পেল বাংলাদেশের ‘মরিয়ম’
2021-07-09 19:26:03

কানে মুগ্ধতা ছড়িয়ে স্ট্যান্ডিং ওভেশন পেল বাংলাদেশের ‘মরিয়ম’_fororder_wenhua1

ছবি: কানে মুগ্ধতা ছড়িয়েছে রেহানা মরিয়ম নূর

চলচ্চিত্র শেষ হতে না হতেই উঠে দাঁড়িয়ে মুগ্ধতা প্রকাশে কে আগে করতালি দেবেন যেন সেটির প্রতিযোগিতায় নামলেন কিছু দর্শক। তাদের সাথে যোগ দেয় পুরো সাল দুবুসি থিয়েটার ভর্তি মানুষ। দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে করতালি দিলেন সবাই। করতালির মুহুর্মুহু শব্দে ভরে ওঠে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম আঁতুড়ঘর কান।

না, বিখ্যাত কোন চলচ্ত্রি পরিচালকের অনবদ্য সৃষ্টি বা পশ্চিমা কোন চলচ্চিত্র নয়; বিপুল এই প্রশংসা বাংলাদেশের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’ এর জন্য।

এজন্য মাথা উঁচু করে গর্ব করতেই পারেন রেহানা মরিয়ম নূরের পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ সাদ, যেমন গর্ব করছে বাংলাদেশ!

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ উৎসব বলা হয় কান ফেস্টিভ্যালকে। এখানে স্ট্যান্ডিং ওভেশন পাওয়া কিংবা এমন ভূঁয়সী প্রশংসা পাওয়া যে কোনো সিনেমার জন্যই বিশাল ব্যাপার। তাইতো আবেগী হয়ে চোখের জল ঝরিয়েছেন সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা আজমেরী হক বাঁধন। কৃতিত্ব দিলেন পরিচালক ও অন্যান্য কলাকূশলীদের।

গত বুধবার স্থানীয় সময় বেলা ১১টা ১৫ মিনিটে প্রদর্শিত হয় বাংলাদেশের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। কান ফেস্টিভ্যালের অন্যতম ভেন্যু সাল দুবুসি থিয়েটারে অনুষ্ঠিত হয় সিনেমাটির ঐতিহাসিক প্রিমিয়ার। -তানজিদ বসুনিয়া।