আজকের ‘ঊর্মির বৈঠকখানা’ আসরে আমার সাথে যোগ দিচ্ছেন চীনে বসবাসরত তরুণ বাংলাদেশি সাংবাদিক মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম।তিনি বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের চীন প্রতিনিধি। তাছাড়া তিনি বাংলাদেশের প্রথম ইন্টারনেট নিউজ পেপার বিডিনিউজ২৪.কম এবং ইংরেজি দৈনিক দ্যা বিজনেস স্ট্যান্ডার্ডেরও চীন সংবাদদাতা।তিনি বহুবার সিসিটিভি, সিনহুয়া, ভিওএ, ও আরটিভিসহ বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন।
ছাইয়েদুল চীন ও চীনা সংস্কৃতিকে ভালোবাসেন। বর্তমানে তিনি চীনের চিয়াংশি ইউনিভার্সিটি অব ফিন্যান্স অ্যান্ড ইকোনমিক্স বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক অর্থনীতি বিষয়ে পিএইচডি করছেন।
বিশ্ববিদ্যালয় তাঁকে ‘কোভিড-১৯ মহামারী ঠেকানোর শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক’ হিসেবে স্বীকৃতি দেয়। তাঁর উদ্যোগে ‘লেই ফেং আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দল’ প্রতিষ্ঠিত হয়।
পাশাপাশি, চীনের হুপেই প্রদেশের থুং ছেং স্থানীয় সরকার তাঁকে ‘আন্তর্জাতিক পুঁজি সংগ্রের দূত’ হিসেবে মনোনীত হয়েছেন । তাহলে চলুন, তাঁর কথা শুনা যাক।