হং মেই চেন
2021-07-08 10:42:16

হং মেই চেন_fororder_src=http___s14.sinaimg.cn_mw690_3eb020cbtx6CVMmFki90d&690&refer=http___s14.sinaimg

বন্ধুরা, আপনার কাছে সংগীত মানে কি? হয়তো কারও কাছে সংগীত মনের অনুভূতি প্রকাশের একটি মাধ্যম। সুরের মাধ্যমে বলতে না-পারা কথা অন্যকে পৌঁছে দেওয়ার মাধ্যম। হয়তো কারও কাছে সংগীত শুধু উপভোগের বিষয়, ব্যস্ত জীবনে সান্ত্বনা ও বিনোদনের মাধ্যম। তবে, আমার কাছে সংগীত হলো ইতিহাসের এক ধরনের রেকর্ড। যা এক যুগের স্মৃতি ও চেতনা সংগীতের মাধ্যমে পরের প্রজন্মের কাছে পৌঁছে যায় এবং ভালো মানুষদের গল্প সংগীতের মাধ্যমে পরের প্রজন্মকে বলা হয়।

গত পয়লা জুলাই অর্থাত চীনা কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার শততম বার্ষিকী উপলক্ষ্যে চীন প্রথম শতবর্ষের লক্ষ্য অর্জন করে। তা হলো- চীন সার্বিক সচ্ছল সমাজ প্রতিষ্ঠা করেছে। এই একশ বছরের সংগ্রাম ও উন্নয়নের প্রক্রিয়ায় চীনে অনেক স্মরণীয় ঘটনা ও মানুষের উদ্ভব হয়েছে; এ সম্পর্কে অনেক ক্লাসিক গানও তৈরি হয়েছে। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা এ সম্পর্কে কিছু গান শুনবো। এখন শুনুন একটি সুন্দর গান ‘দেশের প্রশংসা’।গান ১

গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার আগে চীন দীর্ঘ সময় যুদ্ধ করেছে। কঠোর যুদ্ধে সিপিসি’র নেতৃত্ব দেয় লাল ফৌজ। তাদের নির্ভীক সংগ্রামের কারণে চীন যুদ্ধ জয় করে। তারা যুদ্ধ কবলিত অঞ্চলের কৃষকদের জন্য অনেক কাজ করে। যেমন জমি চাষ করা, জলসেচ ব্যবস্থা নির্মাণ করা, বাসভবন মেরামত করা, শিশুদের জন্য স্কুল তৈরি করা ইত্যাদি। তাই সে সময় অনেক কৃষকের কাছে লাল ফৌজ ছিল নির্ভরযোগ্য ও বিশ্বস্ত বন্ধু। যুদ্ধ শেষে লাল ফৌজ প্রত্যাহার করা হলে কৃষকরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদেরকে বিদায় জানায়। সেই দৃশ্য গানে লেখা হয়েছে। বন্ধুরা, এখন শুনুন লাল ফৌজ ও কৃষকের একটি সুন্দর গান ‘শি লি সোং হং চু’।গান ২

হং মেই চেন_fororder_src=http___img1.gtimg.com_cq_pics_hv1_110_106_510_33189890&refer=http___img1.gtimg

চীনের স্বাধীনতায় অনেক মানুষ বিরাট অবদান রেখেছেন, এমনকি নিজের প্রাণ উত্সর্গ করেছেন। চিয়া চু ইয়ুন বা চিয়াং চিয়ে তাদের মধ্যে একজন। যুদ্ধের সময় তিনি চীনা কমিউনিস্ট পার্টিতে যোগ দেন, নিজের কাজের পাশাপাশি শিক্ষার্থীদের আন্দোলনে নেতৃত্ব দেন এবং প্রগতিশীল ধারণার প্রচার করেন। ১৯৪৮ সালে তিনি শত্রুর হাতে ধরা পড়েন; জীবনের শেষ মুহূর্তেও শত্রুর নির্যাতনের কাছে তিনি নতি স্বীকার করেননি। চীনের যুদ্ধ ও বিপ্লবের জন্য তার অবদান মানুষ মনে রেখেছে। বর্তমান ছোং ছিং শহরে তার স্মরণে ভবন দেখা যায়। বন্ধুরা, এখন শুনুন চিয়াং চিয়ের জন্য রচিত একটি সুন্দর গান ‘হোং মেই চেন’।গান ৩

যুদ্ধের সময় ছাড়া দেশ প্রতিষ্ঠার সময় চীনে অনেক মহত্ মানুষ দেশ উন্নয়ন ও জনগণের জীবন গঠনে বিশেষ অবদান রেখেছেন। পরের গানে আমরা শুনবো এমন একজন মানুষের কথা- তার নাম চিয়াও ইয়ু লু। তিনি হ্য নান প্রদেশের লান খাও জেলার প্রধান সম্পাদক। জলাবদ্ধতা, বালিঝড় ও লবণাক্ততার জন্য লান খাও জেলা খুব দরিদ্র ছিল, মাঝে মাঝে দুর্ভিক্ষ হতো। চিয়াও ইয়ু লু লান খাও জেলায় যাওয়ার পর এই ৩টি প্রাকৃতিক সমস্যা সমাধান করেন, এতে লান খাও’র অর্থনীতি ও মানুষের জীবন অনেক উন্নত হয়। চীনে চিয়াও ইয়ু লু’র মতো অনেক মানুষ রয়েছেন, তাদের জন্য চীনের উন্নয়ন সম্ভব হয়েছে, তাদের কথা আমরা স্মরণ করি। বন্ধুরা, এখন শুনুন সুন্দর গান ‘চিয়াও ইয়ু লু’।গান ৪

চলতি বছর চীনের তিব্বতে শান্তিপূর্ণ মুক্তির ৭০ বছর পূর্তি। এই ৭০ বছরে তিব্বত বিদেশি শক্তির আগ্রাসন ও ভূমিদাসপ্রথা দূর করেছে, স্থানীয় সমাজ উন্নত হয়েছে, মানুষের আয় বেড়েছে, শিক্ষা, চিকিত্সা, কর্মসংস্থান ইত্যাদির অধিকার নিশ্চিত হয়েছে, জীবনমান আরো ভালো হয়েছে। এসব পরিবর্তন স্থানীয় মানুষের গানে ফুটে ওঠে। বন্ধুরা, এখন শুনুন তিব্বতের উন্নয়ন সম্পর্কিত একটি সুন্দর গান ‘নতুন তিব্বতের জন্য গান গাই’।গান ৫

পরের গানে আমরা হুয়াংহ্য বা হলুদ নদীর কথা শুনবো। হুয়াংহ্য চীনের দ্বিতীয় বৃহত্তম নদী ও চীনা জাতির মাতৃনদী। এই নদী অববাহিকায় চীনা সংস্কৃতি উদ্ভব ও উন্নতি হয়। হুয়াংহ্য এর উত্স থেকে ৫০০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ মালভূমি, গিরিখাতসহ বিভিন্ন জটিল ভূসংস্থান পার হয়ে অবশেষে পো সাগরে প্রবাহিত হয়। আর এর মধ্যে অনেক অসাধারণ দৃশ্য দেখা যায়। এ যেন চীনা জাতির ৫০০০ বছরের ইতিহাসে বিভিন্ন বাধা অতিক্রম করা এবং উজ্জ্বল সভ্যতা সৃষ্টির নিদর্শন। এ জন্য হুয়াংহ্য’র প্রতি চীনাদের বিশেষ অনুভূতি রয়েছে। হুয়াংহ্য চীনাদেরকে মানসিক শক্তি দেয়। বন্ধুরা, অনুষ্ঠানের শেষে আমরা একসঙ্গে একটি সুন্দর গান ‘হুয়াংহ্য’র গান’ শুনবো। আশা করি আমাদের গানগুলো আপনাদের ভালো লাগছে।

গান ৬

 

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানে শেষ করছি, আশা করি আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অথবা বিশেষ কোনো গান শুনতে চাইলে আমাকে সরাসরি ইমেইল পাঠান। আমার ইমেইল ঠিকানা chengmin@cri.com.cn। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে।