ডটারস অব দ্য পার্টি তথ্যচিত্রে তুলে ধরা হয়েছে মহান কমিউনিস্ট বিপ্লব ও সমাজ বদলে অসামান্য অবদান রাখা নারী কর্মীদের কথা। এদের মধ্যে রয়েছেন সিয়াং চিংউ (১৮৯৫-১৯২৮) যিনি কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। রয়েছেন চাও মংথাও(১৯৩৫-১৯৬৩) যিনি একজন কটন মিল শ্রমিক ছিলেন এবং জাতীয় রোল মডেল শ্রমিক হিসেবে সম্মানজনক উপাধি পেয়েছিলেন। হান লিফিং যিনি শানসি অ্যারোস্পেস ছিংহুয়া ইকুইপমেন্ট কোম্পানির সিনিয়র প্রযুক্তিবিদ ছিলেন এবং হুয়াং ওয়েনসিউ(১৯৮৯-২০১৯) একজন বিশ্ববিদ্যালয় ছাত্রী যিনি দারিদ্র্য দূরীকরণে উল্লেখযোগ্য অবদান রেখেছেন এবং ২০১৯ সালে বন্যায় মৃত্যুবরণ করেন। তথ্যচিত্রে তুলে ধরা হয়েছে কমিউনিস্ট পার্টির নারী কর্মীদের আত্মত্যাগ, দেশপ্রেম, দেশকে গড়ে তোলার জন্য তাদের কঠোর শ্রম ও অবদান।
এই তথ্যচিত্রের প্রধান পরিচালক চুং শান জানান, এই তথ্যচিত্রের প্রোডাকশন ইউনিটের অধিকাংশ সদস্য ১৯৯০ সালের প্রজন্ম। আর যেসব নারীর কথা এখানে তুলে ধরা হয়েছে তাদের অনেকের বয়স ৯০ বছরের বেশি। এই বিশাল জেনারেশন গ্যাপ সত্বেও তারা পরষ্পরকে বুঝতে পেরেছেন। এই তথ্যচিত্রটি আরও অনেক নারীকে দেশপ্রেম ও কমিউনিস্ট পার্টির আদর্শে নিবেদিত হতে অনুপ্রাণিত করবে। তথ্যচিত্রটি সম্প্রতি ম্যাংগো টিভিতে প্রচারিত হয়েছে।
শান্তা মারিয়া