‘ইয়ু কুং পাহাড় স্থানান্তর’
2021-07-08 10:35:09

‘ইয়ু কুং পাহাড় স্থানান্তর’_fororder_jiang

চিয়াং থাও, ১৯৬৭ সালের ২৬ অক্টোবর চীনের সানতুং প্রদেশের ছিংতাও শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূলভূভাগের একজন পুরুষ কণ্ঠশিল্পী। তিনি একই সঙ্গে একজন অভিনেতাও বটে।

 

১৯৯৮ সালে চিয়াং থাও ‘ইয়ু কুং পাহাড় স্থানান্তর’ গানটি গেয়ে সবার কাছে পরিচিত হয়ে উঠেছেন। ২০০৫ সালে তাঁর তৃতীয় অ্যালবাম ‘অপেক্ষা, ফুল ফোটে নি’ বাজারে আসে। ২০১২ সালে তাঁর অ্যালবাম ‘সেনার চেতনা’ প্রকাশিত হয়।

 

বন্ধুরা, এখন শুনুন চিয়াং থাও-এর কণ্ঠে ‘বাতাসে সেই চোখ’। গানের কথাগুলো এমন: একটি চিরুনি খুঁজি, প্রিয় চিরুনি। আমার অনুভূতিগুলো সাজাই। এক ধরনের দৃষ্টি খুঁজি, আকাঙ্ক্ষার দৃষ্টি, বাতাসে সে দৃশ্য দেখি। বাতাসে সে চোখ, বাতাসকে নিয়ে যাই। চাঁদের আলোয় জানতে চাই।

আচ্ছা, শুনুন গানটি।

বন্ধুরা, এখন যে গান আপনাদের শোনাচ্ছি, এর নাম ‘বাসায় ফেরা মানুষ’। গানের কথায় বলা হয়: এই পৃথিবীর সব পথ অতিক্রম করার পর, বাসায় ফেরার পথে এগিয়ে যাচ্ছি। সব স্বপ্ন পূরণ হওয়ায় জন্মস্থানকে মিস করি। অনেক বছর ধরে আমি অনেক বার জিজ্ঞেস করেছি, কেন আমার হৃদয় এত বিষাদময়। অনেক বছর আমি অনেকবার খুঁজেছি; বাসায় ফেরা পথ কি সুন্দর হয়?

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় শ্রোতা, এবার শুনুন চিয়াং থাও-এর কণ্ঠে ‘আমি তোমাকে সত্যি ভালোবাসি’ গানটি। গানের কথাগুলো এমন: সময় দ্রুত চলে যায়। স্মৃতির রং ফিকে হয়ে যায়। হৃদয় কিন্তু পরিবর্তিত হয় নি, আগের সব স্মৃতি, ভবিষ্যতের স্বপ্ন এখনও আছে। নতুন দিনকে স্বাগত জানাই; আমি যা করি, তুমি বুঝতে পারবে। আমি তোমাকে ভালোবাসি, শুধু তোমাকেই ভালোবাসি।

আচ্ছা, শুনুন এই প্রেমের গান।

 

বন্ধুরা, এখন আপনাদের শোনাবো চিয়াং থাও-এর গান ‘ইয়ু কুং পাহাড় স্থানান্তর করা’। গানের কথাগুলো এমন: ঠিক গল্পের মতো, হাসির কথার মতো। ওয়াং উ এবং থাই হাং দুই পাহাড়ের সামনে সাহস নিয়ে দাঁড়িয়ে থাকা। মাথার উপরে তাকাই, পরের বংশধরদের দেখি, মনের স্বপ্ন পূরণ হয়ে যায়।

আচ্ছা, শুনুন এই গান।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী চিয়াং থাও-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)