‘বসন্তকালে’
2021-07-08 10:33:35

‘বসন্তকালে’_fororder_fang

ফাং তা থুং ১৯৮৩ সালের ১৪ জুলাই যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন। ১৯৯৮ সালে হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে স্থানান্তর করেন। তিনি ১৫ বছর বয়সে গিটার বাজানো শিখেন, তারপর ১৮ বছর বয়সে নিজেই পিয়ানো বাজানো শিখেছেন।

 

২০০৫ সালের নভেম্বর মাসে ফাং তা থুং-এর প্রথম অ্যালবাম 《SoulBoy》বাজারে আসে। ২০১২ সালের ১২ ডিসেম্বর তাঁর অ্যালবাম ‘ভবিষ্যতে ফিরে যাই’ প্রকাশিত হয়। ২০১৪ সালের এপ্রিল মাসে তাঁর অ্যালবাম ‘বিপদজনক বিশ্ব’ রিলিজ হয়।

 

বন্ধুরা, এখন শুনুন ফাং তা থুং-এর গান ‘বসন্তকালে’। গানের কথায় বলা হয়: অনেক বছর আগের বসন্তকালের কথা মনে আছে, তখন আমার লম্বা চুল কাটা হয় নি। ক্রেডিট কার্ড ছিল না, মেয়ে বন্ধুও ছিল না। বাড়িতে গরম পানি ছিল না। তবে তখন আমি অনেক আনন্দ ছিলাম। আমার ছিল একটি ভাঙা গিটার আছে।

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন ফাং তা থুং-এর গান ‘Love song’। গানের কথায় বলা হয়: আমি এই গান রচনা করেছি, একটি সহজ গান। বন্ধুর জন্য না, পিয়ানোর জন্য না। এটা তোমার জন্য গান। Love song, সবসময় তোমার জন্য তৈরি করতে চাই, Love song, তুমি আমাকে দিয়েছো এই গান।

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এবারে শুনুন ফাং তা থুং-এর কণ্ঠে ‘রোমিও’ নামে গানটি। গানের কথায় বলা হয়: রোমিও, সে গভীর ভালোবাসা সবার কাছে প্রমাণ করতে চায়। ঝগড়া হলে বৃষ্টিতে ভিজে তোমার কাছে ক্ষমা চায়। রোমিও, মাথা ঠান্ডা রাখো, মেয়েদের মন সহজে বোঝা যায় না।

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় বন্ধুরা, এখন আপনাদের শোনাবো ‘বিশেষ মানুষ’ নামের গান। গানের কথাগুলো এমন: একজনকে বুঝতে চাইলে সহ্য করতে হয়। আকস্মিক ঘটনা মোকাবিলা করলে ভালোবাসা বোঝা যাবে। আগামীকাল পরস্পরকে জানবো। আমরা পরস্পরের বিশেষ মানুষ।

আচ্ছা, শুনুন এই প্রেমের গান।

 

বন্ধুরা, এখন শুনুন ফাং তা থুং-এর কণ্ঠে ‘তিন জনের ভ্রমণ’ নামের গানটি। গানের কথায় বলা হয়: কিছু কথা তুমি তাকে বলো না। তোমার দুর্বলতা, আমি উপলব্ধি করি। আমি সবসময় তোমার শ্রোতা হতে চাই। তোমাকে রক্ষা করতে চাই। একজন থাকে, দুইজন খারাপ লাগে, তিনজন ভ্রমণ করে। আমি কোনো এক জায়গায় অপেক্ষা করি।

আচ্ছা, শুনুন এই গান।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাং তা থুং-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)