“পর্যটনখাতে বরাদ্দ বাড়াতে হবে বাজেটে, তবেই কর্মসংস্থানে সুফল মিলবে।“
2021-07-08 18:41:14

ব্যবসাপাতির ২৯তম পর্বে যা থাকছে

# করোনায় পর্যুদস্ত পর্যটনখাতের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা কতোটা?

# যে কারণে টানা ৯ বার প্রত্যাখ্যান করা হয় সি চিনপিং এর সিপিসি’র সদস্য হওয়ার আবেদন।

সপ্তাহের সাক্ষাৎকার:

চলতি অর্থবছরের বাজেটে বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয়ের জন্য হাজার ৩২ কোটি টাকা সরকার বরাদ্দ করেছে এর মধ্যে মাত্র ২০ শতাংশ অর্থাৎ ৮০ থেকে ৯০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে পর্যটনখাতে এটা খুবই কম এবং এই পরিমাণ অর্থ দিয়ে খাতে তেমন কোন প্রভাব সৃষ্টি করা যাবে না

                  -অধ্যাপক . মোঃ বদরুজ্জামান ভূঁইয়া

“পর্যটনখাতে বরাদ্দ বাড়াতে হবে বাজেটে, তবেই কর্মসংস্থানে সুফল মিলবে।“_fororder_jing