লি ওয়েন
2021-07-07 15:07:51

লি ওয়েন বা কোকো লি ১৯৭৫ সালের ১৭ জানুয়ারি চীনের হংকংয়ে জন্মগ্রহণ করেন। তিনি হচ্ছেন চীনা ভাষার পপসংগীত শিল্পী ও অভিনেত্রী। ১৯৯৩ সালে তিনি হংকংয়ের টিভিবি আয়োজিত এক প্রতিযোগিতায় রানার্স-আপ হয়ে শোবিজে প্রবেশ করেন। ১৯৯৪ সালে তিনি প্রথম একক অ্যালবাম প্রকাশ করেন। ১৯৯৬ সালে তিনি তাইওয়ান সনি রেকর্ডস কোম্পানিতে যোগ দেন। তাঁর নামের অ্যালবাম ‘লি ওয়েন’ তাইওয়ান গোল্ডেন মেলোডি, ড্রাগন এবং টাইগার বিলবোর্ডে বার্ষিক বিক্রয় রানার্স-আপ জিতে। একই বছর তাঁর অ্যালবাম ‘কোকো’স পার্টি’ তাইওয়ানে পাঁচ লাখ ৩০ হাজার কপি বিক্রি হয়। ১৯৯৮ সালে তাঁর প্রকাশিত অ্যালবাম ‘ডিডাডি ইঙ্গিত’ এশিয়ায় ১৮ লাখ কপি বিক্রি হয়। আচ্ছা বন্ধুরা, তাহলে আজকের “তোমার জন্য গান” অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদের কোকো’র সেই ডিডাডি ইঙ্গিত অ্যালবামের “ডিডাডি” গানটি শোনাব। শুনুন তাহলে গানটি।

লি ওয়েন_fororder_src=http___thumb.takefoto.cn_wp-content_uploads_2016_02_201602181139307707&refer=http___thumb.takefoto

 ‘অসময়ের প্রেম’ গানটি ‘ক্রাউচিং টাইগার, হিডেন ড্রাগন’ চলচ্চিত্রের চীনা ভাষার থিম সং। গানটির চীনা ও ইংরেজি দু’টো সংস্করণ আছে। দু’টো সংস্করণই কোকোর গাওয়া। ২০০১ সালে কোকো ৭৩তম অস্কার একাডেমি পুরষ্কারে এর ইংরেজি সংস্করণ গান। ফলে তিনি প্রথম এবং একমাত্র অস্কার মঞ্চে গাওয়া এশীয় গায়িকায় পরিণত হন। তাহলে বন্ধুরা, এখনই আমি আপনাদের ‘অসময়ের প্রেম’ গানটি শোনাব, কেমন? শুনুন তাহলে গানটি। 

লি ওয়েন_fororder_src=http___img.mp.itc.cn_q_70,c_zoom,w_640_upload_20170425_125147457f994db9af5bfff439a29ff0_th.jpeg&refer=http___img.mp.itc
‘রৌদ্রজ্জ্বল দিন’ কোকো’র গাওয়া একটি গতিশীল ফাস্ট গান। গানটি ১৯৯৮ সালের জুন মাসে প্রকাশিত হয়। এটা তাঁর একই নামের অ্যালবামের শিরোনাম সংগীত। এটি একটি ব্র্যান্ডের বিজ্ঞাপন গান। কোকো’র ল্যাটি স্টাইলের নাচের সঙ্গে গানটি অনেক জনপ্রিয় ছিল। বন্ধুরা, তাহলে এখন আমি আপনাদের গতিশীল গানটি শোনাই, কেমন? শুনুন তাহলে গানটি। 

লি ওয়েন_fororder_src=http___y1.ifengimg.com_book_spider_dci_2013_03_2607c18fdcf8496bd273408db93b23fb&refer=http___y1.ifengimg

‘তোমাকে মিস করার ৩৬৫ দিন’ কার্টুন চলচ্চিত্রের জন্য কোকোর গাওয়া থিম সং। গানটি গল্পের বিষয় এবং কোকো’র বৈশিষ্ট্য অনুযায়ী বিশেষভাবে তৈরি। গানটি কোকোর ১৯৯৮ সালের আগস্ট মাসে প্রকাশিত অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। পাশাপাশি, কোকো’র প্রতিনিধিত্বমূলক গানগুলোর অন্যতম। গানটির কয়েক মিলিয়ন কপি বিক্রয় হয়। ২০১৪ সালে গানটি সিসিটিভি গালার উদ্বোধনী সঙ্গীত হিসেবে বাছাই হয়। আচ্ছা বন্ধুরা, তাহলে এখনই আমি আপনাদের গানটি শোনাচ্ছি, শুনুন তাহলে গানটি। 

লি ওয়েন_fororder_src=http___n.sinaimg.cn_sinacn18_134_w762h972_20180804_2830-hhhczfa4527461&refer=http___n.sinaimg

বন্ধুরা, ‘সুন্দরী বোকা মহিলা’ ও ‘শীত চলে যাবার পর’ দুটো গান কোকোর ১৯৯৮ সালের জানুয়ারি মাসে প্রকাশিত ‘‘ডিডাডি ইঙ্গিত’ অ্যালবামে অন্তর্ভূক্ত হয়। ‘সুন্দরী বোকা মহিলা’ গানটিতে কোকো প্রথমবারের মতো ফোক র‌্যাপ স্টাইল প্রয়োগ করেন। বন্ধুরা, তাহলে এখন আমি আপনাদের সাথে গান দু’টো শোনব, কেমন? শুনুন তাহলে গান দু’টো। 

লি ওয়েন_fororder_src=http___img1.efu.com.cn_upfile_news_commonly_2014_2014-09-04_752878fb-d2af-435a-bd3c-8905bad81039&refer=http___img1.efu.com

প্রিয় শ্রোতাবন্ধুরা, গান শুনতে শুনতে আমরা আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। তবে, অনুষ্ঠানের শেষে আমি আপনাদের আরেকটি গান শোনাতে চাচ্ছি। গানের নাম ‘পিকিং অপেরা ব্লুজ’। আশা করি, আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। 
লি ওয়েন_fororder_src=http___www.sinaimg.cn_dy_slidenews_4_img_2016_05_704_1846118_797003&refer=http___www.sinaimg    
(প্রেমা/এনাম)