জরুরি কাজের বাইরে রাস্তায় নামলেই মামলা
2021-07-06 16:35:42

জরুরি কাজের বাইরে রাস্তায় নামলেই মামলা_fororder_22222222222

ঢাকা, জুলাই ৬: সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করায় অসংখ্য মানুষকে জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন - ডিএনসিসি।

বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোট ৩৮ মামলায় প্রায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেওয়া ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অভিযোগ করে বলেন, এই কঠিন পরিস্থিতিতেও নানা অজুহাতে মানুষ বাড়ি থেকে বের হচ্ছে। স্বাস্থ্যবিধি উপেক্ষা করছে। প্রথমে সচেতন করার চেষ্টা করা হচ্ছে জানিয়ে তারা বলেন, কেউ বাড়াবাড়ি করলে জরিমানা করা হচ্ছে।

ডিএনসিসির ১ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন জানান, '১৪ জুলাই পর্যন্ত কড়া নজরদারি মধ্যে রাখা হবে পুরো নগরীকে।'

সরকারের বিধি-নিষেধ বাস্তবায়নে সবাইকে সহযোগিতা করারও আহ্বান জানান তিনি।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি ডিএনসিসি টিম এসময় মাইকিং করে জনসচেতনতামূলক বার্তা প্রচার করে। এছাড়া হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ এবং সবাইকে সরকারের নির্দেশনাসহ স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয়।

অভি/ সাজিদ