বন্ধুরা, আজ আমরা নতুন একটি পাঠ শেখাবো। এর শিরোনাম ‘জনগণের সেবা করা’, এর চীনা ভাষা হল- ‘为人民服务’। বন্ধুরা , প্রথমে আপনাদেরকে এই পাঠের অর্থ জানিয়ে দিচ্ছি। এই পাঠ হল ১৯৪৪ সালে চীনের বিখ্যাত নেতা মাও সে তংয়ের একটি ভাষণ। মাও সে তং চীনা কমিউনিস্ট পার্টি ও চীনের শীর্ষনেতা হিসেবে চীনকে সামন্ততন্ত্র ও পাশ্চাত্য দেশগুলোর নির্যাতন থেকে স্বাধীন করেন। তিনি সমাজতান্ত্রিক দেশ প্রতিষ্ঠা করেন এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখেন। বিশ্বের বৃহত্তম পার্টি হিসেবে চীনা কমিউনিস্ট পার্টি সাত দশকেরও বেশি সময় ধরে চীনের ক্ষমতায় রয়েছে এবং জনগণের পছন্দ ও সমর্থন অর্জন করেছে। এর কারণ চীনা কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার শুরু থেকেই সবসময় জনগণের পাশের দাঁড়ায়, তাদের সেবা করে। এই ভাষণে চীনা কমিউনিস্ট পার্টির একজন শ্রেষ্ঠ সদস্যকে স্মরণ করার পাশাপাশি তিনি এই ধারণার কথা বলেছেন।
‘জনগণের সেবা করা’ মানে জনস্বার্থে কাজ করা। যা চীনা কমিউনিস্ট পার্টির মূল লক্ষ্য ও মিশন। এই কথা মাও সে তং প্রথম দিকে বলেন ও সেই কাজ করে দেখিয়েছেন। জনগণের জীবনের অবস্থা জানার জন্য তিনি গ্রামাঞ্চলে গিয়েছেন এবং তাদের জীবনের অবস্থা উন্নত করা জন্য সংগ্রাম করেছেন; রাস্তা ও জলসেচ ব্যবস্থা নির্মাণ করেছেন, কৃষি ও শিক্ষা উন্নয়নে অবদান রেখেছেন। চীনের শীর্ষনেতা হলেও তিনি প্রায়শই গ্রামাঞ্চল পরিদর্শন করতেন এবং সাধারণ কৃষকের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতেন। তাদের কথা শুনতেন ও তাদের জন্য কাজ করতেন। সিপিসি’র সদস্যের কাছে ‘জনগণের সেবা করা’ কোনো স্লোগান নয়, বরং এটি তাদের বাস্তব কাজ।
বন্ধুরা, এই পাঠের প্রধান শব্দগুলো হলো:
人民 rén mín জনগণ 普通人pǔ tōng rén সাধারণ মানুষ 人民的利益 rén mín de lì yì জনস্বার্থ
党 dǎng পার্টি 中国共产党 zhōng guó gòng chǎn dǎng চীনা কমিউনিস্ট পার্টি党员 dǎng yuán পার্টির সদস্য 成员 chéng yuán সদস্য 他是这个组织的重要成员 tā shì zhè gè zǔ zhī de zhòng yào chéng yuán তিনি এই সংস্থার গুরুত্বপূর্ণ সদস্য।
服务 fú wù সেবা/সেবা করা 为人民服务 wèi rén mín fú wù জনগণের জন্য সেবা করা 这个公司提供多种服务zhè gè gong sī tí gong duō zhǒng fú wù এই কোম্পানি নানা ধরনের সেবা দেয় (সরবরাহ করে)। 服务业 fú wù yè সেবা খাত
目的 mù dì লক্ষ্য 根本目的 gēn běn mù dìমূল লক্ষ্য 这个项目的目的是什么?zhè gè xiàng mù de mù dì shì shěn me ? এই প্রকল্পের লক্ষ্য কি?