উত্পাদন শিল্প চীনের মধ্যাঞ্চল উন্নয়নের গুরুত্বপূর্ণ প্রভাবক
2021-07-05 14:09:40

উত্পাদন শিল্পের উচ্চমানের উন্নয়ন চীনের মধ্যাঞ্চলের দ্রুত উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। জানা গেছে, এ শিল্পের উন্নয়নকে নতুন করে গৃহীত মধ্যাঞ্চল-বিষয়ক পরিকল্পনার গুরুত্বপূর্ণ স্থানে রাখা হয়েছে।

 

মধ্যাঞ্চলের বিভিন্ন প্রদেশ গুরুত্বপূর্ণ উন্নয়নের নিজস্ব শিল্প নির্ধারণ করেছে। হু পেই প্রদেশ ইন্টিগ্রেটেড সার্কিটসহ (আইসি) ১০টি গুরুত্বপূর্ণ শিল্পের উচ্চমানের উন্নয়ন ত্বরান্বিত করবে। চিয়াং সি প্রদেশ বিমান চলাচল, ইলেকট্রনিক তথ্য সেবা,  সরঞ্জাম উত্পাদন, চীনের ঐতিহ্যবাহী চিকিত্সা ও ওষুধ, নতুন ধরনের জ্বালানি ও নতুন উপকরণ--এ ছ’টি শিল্পের ওপর মনোযোগ দেবে।

 

উত্পাদন শিল্প চীনের মধ্যাঞ্চলের উচ্চমানের উন্নয়নের ‘মেরুদণ্ড’। জানা গেছে, মধ্যাঞ্চল এ ব্যাপারে  কেন্দ্রীয় সরকারের নতুন দফা নীতিগত সমর্থন পাবে। একগুচ্ছ উত্পাদন শিল্প উন্নয়ন-সমর্থক নীতি দ্রুততার সাথে প্রণয়ন হবে। এ শিল্পকে বড় ও শক্তিশালী করতে, সরঞ্জাম উত্পাদন শিল্প, ইলেকট্রনিক তথ্য সেবা শিল্প এবং নতুন উপাদানসহ শিল্প গ্রুপ ও শিল্প ঘাঁটি নির্মাণকে সমর্থন দেওয়া এসব নীতির গুরুত্বপূর্ণ দিক।  

 

হুয়া জোং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান জাং চিয়ান হুয়া বলেন, গুরুত্বপূর্ণ উত্পাদন শিল্পের ঘাঁটি হিসেবে মধ্যাঞ্চলের সুবিধা খুবই স্পষ্ট। এ শিল্পের সৃজনশীল সামর্থ্যকে শক্তিশালী করে এবং তার সঙ্গে আনুষঙ্গিক বিজ্ঞান ও প্রযুক্তি সেবা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

 

২০০৬ সাল থেকে চীনের মধ্যাঞ্চলের ব্যাপক উন্নয়নে উত্পাদন শিল্প সবসময় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। আধুনিক সরঞ্জাম উত্পাদন ও উচ্চ প্রযুক্তির শিল্প ঘাঁটি  ও ‘জাতীয় গুরুত্বপূর্ণ নির্মাণ শিল্প কেন্দ্র’ নির্মিত হয়েছে সেখানে। ‘গুরুত্বপূর্ণ উত্পাদন শিল্পের ঘাঁটি তৈরি করে মৌলিক ক্ষেত্রে নিজের উদ্যোগে নবায়ন ও উদ্ভাবনের সামর্থ্য উন্নত করা হয়েছে। ফলে মধ্যাঞ্চলের উত্পাদন শিল্পের অবস্থান ও চাহিদা অব্যাহতভাবে উন্নত হয়েছে।

 

বেশ কিছু পরিসংখ্যানে চীনের মধ্যাঞ্চলে উত্পাদন শিল্প উন্নয়নের ফলাফল ও ভবিষ্যতের উচ্চমানের উন্নয়নের ভিত্তির প্রতিফলন দেখা গেছে।

 

গত পাঁচ বছর আন হুই প্রদেশের আঞ্চলিক সৃজনশীল সামর্থ্য চীনের শীর্ষ স্থানীয় ছিল। হু নান প্রদেশের উচ্চ ও নতুন প্রযুক্তিগত শিল্পের বর্ধিত মূল্য জিডিপিতে দুই শতাংশ বেড়েছে। হো নান প্রদেশের কৌশলগত নবোদিত শিল্পের বর্ধিত মূল্য একটি নির্দিষ্ট আকারের শিল্প প্রতিষ্ঠানগুলোতে ২০ শতাংশেরও বেশি। আর চিয়াং সি প্রদেশের উত্পাদন শিল্পের উচ্চমানের উন্নয়ন সূচক দেশের ২১তম থেকে ১৩তম স্থানে উন্নীত হয়েছে।

 

চলতি বছরের প্রথম পাঁচ মাসে মধ্যাঞ্চলে বিভিন্ন প্রদেশের উচ্চ প্রযুক্তিগত উত্পাদন শিল্প অথবা উচ্চ ও নতুন প্রযুক্তিগত শিল্পের বর্ধিত মূল্য ২০ শতাংশেরও বেশি বৃদ্ধি পায়।

 

জাং চিয়ান হুয়া মনে করেন, মধ্যাঞ্চলীয় উত্পাদন শিল্প দু’টো শহর গ্রুপে গুরুত্বপূর্ণ মূল শিল্প ক্লাস্টারের উন্নয়নকে বাস্তবায়ন করবে। যেমন, উ হান শহরের অপটোলিট্রনিক্স তথ্য ও ওষুধ, হু নান প্রদেশের সরঞ্জাম উত্পাদন ইত্যাদি। এটি স্তিমিত উন্নয়ন হয় এমন অঞ্চলে যৌথ বড় বাজার গড়ে তোলবে। এছাড়া, হো নান ও শান সি ইত্যাদি প্রদেশে সরঞ্জাম উত্পাদন, বৈদ্যুতিক তথ্য ও কৃষি পণ্য প্রক্রিয়াকরণ শিল্প কেন্দ্রকে আরো কার্যকর ও সম্প্রসারিত করবে।   

 

সম্প্রতি চীনের মধ্যাঞ্চলের বিভিন্ন প্রদেশ তাদের নিজস্ব ভবিষ্যত গুরুত্বপূর্ণ উন্নয়ন শিল্প নির্ধারন করেছে।

 

চিয়াং সি প্রদেশ বিমান চলাচলা, বৈদ্যুতিক তথ্য, সরঞ্জাম উত্পাদন, চীনের ঐতিহ্যবাহী চিকিত্সা ব্যবস্থা ও ওষুধ, নতুন শক্তি ও নতুন উপাদান-এ ছয়টি শিল্প নিয়ে উন্নত উত্পাদন শিল্প গ্রুপ তৈরি করার চেষ্টা চালাবে।

 

হো নান প্রদেশ নতুন প্রদর্শন ও বুদ্ধিমান টার্মিনাল, ওষুধ, জ্বালানি সাশ্রয় ও পরিবেশ সংরক্ষণ, নতুন শক্তি ও সংযুক্ত যানবাহন, নতুন প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা, নেটওয়ার্ক নিরাপত্তা, নাইলনের নতুন উপাদান, বুদ্ধিমান সরঞ্জাম, স্মার্ট সেন্সর ও ৫জি-এ ১০টি নবোদিত শিল্প চেইনের সামর্থ্য বাড়াবে।

 

হু নান প্রদেশ ইঞ্জিনিয়ারিং যন্ত্রপাতি ও উন্নত রেল পরিবহনের সরঞ্জাম দুটো নির্মাণ শিল্প সুসংহত ও উন্নত করার ভিত্তিতে খাদ্য, ওষুদ, হালকা শিল্প টেক্সটাইল ও গৃহস্থালি সামগ্রীসহ ঐতিহ্যবাহী ক্ষেত্রে ব্র্যান্ড মূল্য নিদর্শন শিল্প গ্রুপ তৈরী করার পাশাপাশি ৫জি ব্যবহারিক, শিল্প ইন্টারনেট ও বুদ্ধিমান গাড়িসহ বিভিন্ন নবোদিত ক্ষেত্রের কিছু শিল্পে মনোনিবেশ করবে।

 

উত্পাদন শিল্পের উচ্চমানের উন্নয়ন ত্বরান্বিত করণে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সৃজনশীলতা সমর্থক ও নেতৃত্বের ভুমিকা পালন করছে। মধ্যাঞ্চলীয় প্রদেশগুলো দেশের বিজ্ঞান কেন্দ্র ও জাতীয় পর্যায়ের সৃজনশীল প্ল্যাটফর্মের নির্মাণ দ্রুততর করবে, উপযুক্ত জায়গায় জাতীয়  বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সাফল্যের রূপান্তর ও স্থানান্তরের দৃষ্টান্তমূলক অঞ্চল নির্মাণ করবে। এ ক্ষেত্রে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সৃজনশীল প্রতিষ্ঠানগুলো প্রধান ভুমিকা পালন করবে।

 

জোংনান অর্থনীতি ও আইন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়ে ছিং বলেন, উত্পাদন শিল্প উন্নয়নের প্রক্রিয়ায় বৈজ্ঞানিক গবেষণালয় বা একাডেমি ও বড় প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা গড়ে তুলতে হবে।

 

হু পেই প্রদেশের উদাহরণ টেনে তিনি বলেন, চলতি বছর প্রদেশটি এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি লাভ করেছে। কারণ, সবার আগে হু পেই পরীক্ষাগার প্রতিষ্ঠা করেছে।

 

চিয়াং সি প্রদেশ উত্পাদন, গবেষণা তহবিল, ও প্রযুক্তিগত ও সৃজনশীল নতুন ব্যবস্থা গড়ে তুলবে।

 

আন হুই প্রদেশ বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সৃজনশীলতা ব্যবস্থা গঠন দ্রুততর করবে। গুরুত্বপূর্ণ প্রভাবশক্তির  বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সৃজনশীলতা তৈরী করবে।

 

প্রদেশটি ১০টি নবোদিত শিল্পের ওপর মনোযোগ দিয়ে সৃজনশীল ইউনিয়ন গঠন করবে। শক্তিশালী বিজ্ঞান ও প্রযুক্তি, প্রতিষ্ঠান, শিল্প ও অর্থনীতির পথ তৈরী করবে।

 

আন হুই যুগ কৌশল গবেষণালয়ের প্রধান ছেং বি তিং মনে করেন, মধ্যাঞ্চলে নির্মাণ শিল্পের ভিত্তি ভাল, উন্নয়ন সামর্থ্য শক্তিশালী। ছয়টি প্রদেশের নিজেদের বৈশিষ্ট্য আছে। সুতরাং নিজেদের সুবিধা কাজে লাগিয়ে উন্নয়ন করবে। তাই তাদের সৃজনশীলতা, ডিজিটাল প্রযুক্তি ও গুণগত মানের  উত্পাদন শিল্পের বৃদ্ধি, সবুজ, বুটিক ও পরিষেবা রূপান্তর ও উন্নতি ত্বরান্বিত করা উচিত।

 

প্রেমা/এনাম