এখন আমি আপনাদেরকে সরবরাহকর্মী ইয়াং শু শেংয়ের গল্প শোনাবো। ইয়াং শু শেং হলেন আনহু প্রদেশের হ্যেফেই শহরের একজন সরবরাহকর্মী। সামান্য সরবরাহকর্মী হলেও তিনি বিখ্যাত। কারণ, গত এক বছরে তিনি প্রায় অসংখ্য পণ্য সরবরাহ করেছেন। এর জন্য তিনি যে দূরত্ব অতিক্রম করেছেন, তা পৃথিবীর পরিসীমার সমান। চলতি বছরের বসন্ত উত্সব আসছে। ইয়াং এখনো হ্যেফেই শহরে পণ্য সরবরাহের কাজে ব্যস্ত আছেন।
যদিও ইয়াং প্রতিদিন অনেক ব্যস্ত, তবুও সবসময় অন্যদের কথা বিবেচনা করেন। কোনো কোনো সময় তিনি যখন পণ্যের ডেলিভারি দেন, তখন বাড়িতে কেউ থাকে না। সেজন্য তিনি সংশ্লিষ্টদের তাড়াতাড়ি বাড়ি ফেরার কথা স্মরণ করিয়ে দেন।
একদিন হ্যেফেই শহরে বৃষ্টি হচ্ছে। রাতে ইয়াংয়ের হাতে অর্ডার প্রচুর। তিনি কখনো থামেন না।
বিশেষ করে, খারাপ আবহাওয়ায় অর্ডার আরো বেশি। ইয়াং জানান, আধা ঘন্টার মধ্যে তিনি পাঁচটি অর্ডার ডেলিভারি দিয়েছেন। তিনি খুবই দ্রুত হাঁটেন। দেখে কেউ বলতে পারবে না যে, তার বয়স এখন ৫৫ বছর।
ইয়াংয়ের শুধু পণ্য সরবরাহের গতি দ্রুত তা নয়, তার কাজও অনেক ভালো। তিনি ডেলিভারি করে মাসে ১০ হাজার ইউয়ান আরএমবি আয় করেন। এ সম্পর্কে তিনি বলেন, “আমি পরিশ্রম করি। আমার দুই সন্তান আছে। আমি বেশি আয় করতে চাই।”
শীতকালে বাইরে ঠান্ডা। বৈদ্যুতিক বাইসাইকেলের বিদ্যুত খরচ বেশি। একটি মাত্র বাইসাইকেল যথেষ্ট না। সেজন্য ইয়াং ছয়টি বৈদ্যুতিক বাইসাইকেল কিনেছেন। তিনি জানান, রাত ১১টায় ইয়াং দিনের কাজ শেষ করে বাড়িতে ফিরে যান। ততক্ষণে তাঁর পরিবারের সদস্যরা সবাই ঘুমিয়ে পড়ে। বৃষ্টিতে তিনি ভিজে যান কোনো কোনো দিন। একদিন এমন অবস্থায় তিনি বলেন, “যদিও বৃষ্টি তেমন একটা হয়নি, কিন্তু সারা দিন বাইরে থাকায় আমি ভিজে গেছি।”
তিনি প্রতিদিন খুবই দেরিতে ডিনার খান। কিন্তু তাঁর জীবন আশাপূর্ণ।