কফি হাউসের আড্ডা: ডা. শাহাবুল হকের চোখে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং
2021-07-03 18:35:09

কফি হাউসের আড্ডা: ডা. শাহাবুল হকের চোখে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং_fororder_捕获1.JPG

সুপ্রিয় শ্রোতা, আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা। আজকের অনুষ্ঠানে আমার সঙ্গে যোগ দিচ্ছেন ডক্টর শাহাবুল হক। তিনি বতর্মানে বাংলাদেশের সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তিনি পেইচিং নর্মল বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি বিভিন্ন একাডেমিক জার্নলে প্রবন্ধ প্রকাশ করেছিলেন এবং অনেক একাডেমিক ফোরাম বা আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করেছিলেন। বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার রাজনীতি ও প্রশাসন এবং চীনের উন্নয়নের ওপরে তিনি গভীর পর্যবেক্ষণ করেন। তাঁর চোখে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং কেমন মানুষ? চীনকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে কিভাবে তাঁর ভূমিকা মূল্যায়ন করা যায়? চলুন, কথা বলি ডক্টর শাহাবুল হকের সঙ্গে।

(স্বর্ণা/আলিম/ছাই)