জয়নুল আবেদিন স্যার ছিলেন আমার স্বপ্নের মানুষ: আবদুল মান্নান
2021-07-02 20:05:11

জয়নুল আবেদিন স্যার ছিলেন আমার স্বপ্নের মানুষ: আবদুল মান্নান_fororder_d5

ছবি: চিত্রশিল্পী আবদুল মান্নান

চারুকলায় আমার স্বপ্নের মানুষ ছিলেন জয়নুল আবেদিন স্যার। আমি ভাগ্যবান কামরুল হাসান,আনোয়ারুল হক, শফিউদ্দিন আহমেদ,গোলাম কিবরিয়া,হাবিবুর রহমান, কাইয়ূম চৌধুরীর মতো বরেণ্য শিল্পীরা ছিলেন আমার শিক্ষক।

আবেদিন স্যার (শিল্পাচার্য জয়নুল আবেদিন) সহজ-সরলভাবে গল্পচ্ছলে শেখাতেন। মাঝে মাঝে ক্লাসে এসে কিছু ড্রয়িং দেখাতেন। নিজের সন্তানের মতো দেখতেন আমাদের। আমাদের সঙ্গে পিকনিকে যেতেন, আনন্দ করতেন। তারপরও স্যারদের আমরা ভীষণ ভয় পেতাম। তাঁদের আচার-আচরণ, চলাফেরা, গাম্ভীর্য আমাদের আকৃষ্ট করতো।

চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারের নিজের শিক্ষাগুরুদের স্মৃতিচারণ করলেন বিশিষ্ট চিত্রশিল্পী আবদুল মান্নান। জানালেন কেন রবীন্দ্রনাথ আর বাংলার নিসর্গ তাঁর আঁকার প্রধান বিষয়বস্তু। বললেন সাংস্কৃতিক অঙ্গনে তার নেপথ্যে থাকার কার্যকারণ সম্পর্কেও!

-মাহমুদ হাশিম