১৯২১: কমিউনিস্ট পার্টির ইতিহাসকে অমর করেছে যে চলচ্চিত্র
2021-07-02 20:00:13

চীনের চলচ্চিত্র

১৯২১: কমিউনিস্ট পার্টির ইতিহাসকে অমর করেছে যে চলচ্চিত্র

১৯২১: কমিউনিস্ট পার্টির ইতিহাসকে অমর করেছে যে চলচ্চিত্র_fororder_d4

ছবি: চলচ্চিত্র ১৯২১ এর পোস্টার

চীনের চলচ্চিত্র অঙ্গনে আলোচনার ঝড় তুলেছে ‘১৯২১’ (1921) নামের একটি মুভি যাতে তুলে ধরা হয়েছে কমিউনিস্ট পার্টি অব চায়না-সিপিসির জন্ম ইতিহাস। ১০০ বছর আগে ১৯২১ সালে জন্ম নেয় চীনের কমিউনিস্ট পার্টি। শতবর্ষকে স্যালুট জানাতেই নির্মিত হয়েছে ছবিটি। সারাদেশে পহেলা জুলাই থেকে প্রদর্শিত হচ্ছে ‘১৯২১’- জানিয়েছে সাংহাই সরকারের তথ্য অফিস।

ছবিটির পরিচালক হুয়াং চিয়ানসিন বলেছেন, ‘ছবিটি নির্মিত হয়েছে ১৯২১ সালে আবেগী ও দেশপ্রেমী যুবসমাজকে ২০২১ সালের যুব দর্শকদের কাছে তুলে ধরার জন্য।’

ট্রেলর মুক্তি পাওয়ার পর ছবিটি নিয়ে ব্যাপক আলোচনা ও আগ্রহ সৃষ্টি হয়। ছবিটি মুক্তি পাওয়ার পর পরই বক্স অফিসে ঝড় তোলে। দর্শকরা মনে করছেন, নতুন প্রজন্মের কাছে কমিউনিস্ট পার্টির এবং সেই সময়ের ইতহাস তুলে ধরার জন্য ছবিটি খুবই উপযোগী।

-হোসনে মোবারক সৌরভ