সিপিসির শতবর্ষ উদযাপনে বেইজিংয়ে চলছে বিভিন্ন প্রদর্শনী
2021-07-02 19:55:10

সিপিসির শতবর্ষ উদযাপনে বেইজিংয়ে চলছে বিভিন্ন প্রদর্শনী_fororder_d3

সিপিসির শতবর্ষ উদযাপন করতে বেইজিংয়ে চলছে নানা রকম শিল্প প্রদর্শনী। ২৭ জুন বেইজিংয়ে শুরু হওয়া একটি শিল্প প্রদর্শনীতে প্রায় ১৮০টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে যার মধ্যে রয়েছে ঐতিহ্যবাহী চীনা ইংক পেইন্টিং, তৈলচিত্র, কাঠের ছাপচিত্র এবং ভাস্কর্য। এইসব শিল্পকর্মে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা লগ্ন, বিভিন্ন সময়ের ইতিহাস, পার্টির কমরেডদের প্রতিকৃতি এবং বিভিন্ন বিষয় ফুটে উঠেছে।

সিপিসির ইতিহাসের উপর দুটি প্রদর্শনী মঙ্গলবার বেইজিংয়ে শুরু হয়েছে। এ দুটি প্রদর্শনীতে ইতিহাসমুখী দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।প্রদর্শনী দুটির আয়োজন করেছে চায়নিজ পিপল’স পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের জাতীয় কমিটি যা হচ্ছে দেশটির শীর্ষস্থানীয় রাজনৈতিক উপদেষ্টা পরিষদ।

একটি প্রদর্শনী হলো, অষ্টম সিপিসি জাতীয় কংগ্রেস সম্পর্কে, এটি স্থায়ী প্রদর্শনী। এটি চলছে সিপিপিসিসি জাতীয় কমিটির মিলনায়তনে যেখানে ১৯৫৬ সালে সেপ্টেম্বরে কংগ্রেস অনুষ্ঠিত হয়েছিল। প্রদর্শনীতে রয়েছে ১২০টিরও বেশি ছবি, প্রায় ১০০টি নথি, যেখানে শীর্ষ নেতাদের হাতে লিখিত মন্তব্যসহ কাগজপত্র এবং কংগ্রেসের প্রায় ৫০টি আইটেম। অন্য প্রদর্শনীতে পার্টির পতাকা, জাতীয় পতাকা এবং পিপলস লিবারেশন আর্মির পতাকার ইতিহাস তুলে ধরেছে। এটি সিপিসিসি জাতীয় কমিটির সংস্কৃতি এবং ইতিহাস হলে প্রদর্শিত হচ্ছে এবং এটি ৩১ অক্টোবর পর্যন্ত চলবে।

চীনা কমিউনিস্ট পার্টির শতবর্ষ উদযাপনে বেইজিংয়ের প্রাণকেন্দ্র তুংছাংয়ে ১০টি ফুলেল মঞ্চ ও পুষ্পসজ্জা নিয়ে একটি প্রদর্শনী চলছে। সিপিসির শতবর্ষ থিমকে কেন্দ্র করে রাজপথের পাশে ৩৫ হাজার বর্গ মিটারের এই প্রদর্শনীতে ২.৪ মিলিয়ন ফুলগাছ এবং ১৮৫টি ফুলের বল ব্যবহার করা হয়েছে।

১০টি ফ্লাওয়ার টেরেসের বিষয়বস্তু হলো জাতীয় উন্নয়ন ও জনগণের সুখী জীবন।

-শান্তা মারিয়া