সিপিসি প্রতিষ্ঠার শতবর্ষ উদযাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস
2021-07-02 14:20:22

 

জুলাই ২: গতকাল (বৃহস্পতিবার) সকালে চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি) প্রতিষ্ঠার শততম বার্ষিকী উদযাপনী অনুষ্ঠান বেইজিংয়ের থিয়ান আন মেন মহাচত্বরে জাঁকজমকপূর্ণভাবে আয়োজিত হয়েছে। সিপিসি’র এই জন্মদিন উদযাপনের জন্য সারা চীন থেকে ৭০ হাজারেরও বেশি প্রতিনিধি এই মহাসম্মিলনীতে অংশ নেন।

 

সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, চীনের প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং এতে গুরুত্বপূর্ণ এক ভাষণ দেন।

 

অংশগ্রহণকারী প্রতিনিধিদের মাঝে বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। সাক্ষাত্কারে তাঁরা বলেছেন, সিপিসি’র নেতৃত্বে ১.৪ বিলিয়নেরও বেশি চীনা জনগণের সুপ্তশক্তি বিশাল।

আজকের সংবাদ পর্যালোচনায় আমি এই বিষয়ে আলোচনা করবো।

সিপিসি ও চীনা জনগণের পক্ষে প্রেসিডেন্ট সি বিনীতভাবে ঘোষণা করেন যে, সিপিসি ও গোটা চীনের বিভিন্ন জাতির জনগণের অব্যাহত সংগ্রামের মাধ্যমে আমরা প্রথম শতকের সংগ্রামের লক্ষ্য বাস্তবায়ন করেছি, চীনা সমাজে সার্বিক স্বচ্ছলতা এসেছে, এবং দারিদ্র্যতা দূর হয়েছে। একটি আধুনিক ও শক্তিশালী সমাজতান্ত্রিক দেশ গড়ে তোলার জন্য দ্বিতীয় শতকের সংগ্রামের লক্ষ্যের দিকে প্রবল গতিতে আমরা এগিয়ে যাচ্ছি।

 

সিপিসি’র চীনের হুনান প্রদেশের হুয়াইহুয়া শহরের মাইয়াং মিয়াও সংখ্যালঘু জাতির স্বায়ত্তশাসিত বিভাগের থানচিয়াচাই জেলার নানমুছিয়াও গ্রামের স্থানীয় কমিটির সম্পাদক  এবং গোটা চীনে দারিদ্র্যমুক্তিতে অসামান্য অবদনকারী ব্যক্তি থান চ্য ইয়ুং বলেন, সাধারণ সম্পাদকের ভাষণ অনেক উত্সাহব্যঞ্জক, নিজেদের আরো বেশি দায়িত্ব পালন করতে হবে। অব্যাহতভাবে গ্রামীণ পুনরুত্থান কার্যক্রমকে এগিয়ে নিতে হবে। এই সম্পর্কে তিনি বলেন,

 

‘আমরা খুব উচ্ছ্বসিত। আজকে সরাসরি প্রেসিডেন্ট সি’র কথা শুনে আমি অনুভব করছি যে, আমাদের দায়িত্ব অনেক বেশি। আমরা এখান থেকে ফিরে গিয়ে আমাদের গ্রামীণ পুনরুত্থান কার্যক্রমকে আরো জোরদার করব। স্থানীয় জনগণকে আরও সুখী করতে কাজ করব। আসুন একসাথে উত্সব এবং উল্লাস করি।’

 

সিপিসি’র বেইজিং শহরের তুংছেং জেলার চিয়ানকুওমেন রাস্তার সিচুংপু কমিউনিটির স্থানীয় কমিটির সম্পাদক লি সিয়াও খাং বলেন, প্রেসিডেন্ট সি’র ভাষণে সিপিসি’র ভিত্তি , ব্লাডলাইন এবং শক্তি যে জনগণের মধ্যে রয়েছে, এই কথা থিয়ান আন মেন মহাচত্বরে সরাসরি শুনে তিনি বেশ অনুপ্রাণিত। এই সম্পর্কে তিনি বলেন,

 

‘আমরা উজ্জীবিত হয়ে উঠব, জাতীর পুনরুত্থান বাস্তবায়ন করবো। আমাদের বাসিন্দাদের জন্য সুখ আনব, শান্তি আনব, এবং সব প্রয়োজন পূরণের জন্য সমস্ত কিছুই করব। সিপিসি’র সদস্য হিসেবে আমরা জনগণের দেশকে রক্ষা করব এবং জনগণের জন্য সুখ বয়ে আনব’।

 

‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি অগ্রগতি পুরষ্কার’, ‘জাতীয় পয়লা মে পদক’ এবং ‘দ্রুতগতির রেল কারিগর’সহ বিভিন্ন সম্মাননা অর্জনকারী ‘চুং ছে’ ছাংছুন রেল ও যাত্রীবাহী লিমিটেড কোম্পানির কর্মী লুও চাও ছিয়াং গোটা চীনের সিপিসি’র শ্রেষ্ঠ প্রতিনিধি হিসেবে এবারের উদযাপনী অনুষ্ঠানে অংশ নেন।

 

সাক্ষাত্কারে তিনি বলেন, প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ভাষণ শুনে তিনি বেশ অনুপ্রাণিত। সিপিসি’র নেতৃত্বে ১.৪ বিলিয়নেরও বেশি চীনা জনগণের বিশাল শক্তি এক্যবদ্ধ রয়েছে। এই সম্পর্কে তিনি বলেন,

 

‘সিপিসি’র নেতৃত্ব আমাদের সবচেয়ে দৃঢ় শক্তি। সিপিসি’র নেতৃত্বে আমাদের দেশ এবং আমরা ১.৪ বিলিয়নেরও বেশি চীনা জনগণ নিজেদের পথ রচনা করেছি।’

 

১৯৯৫ সালে জন্মগ্রহণ করা বেইজিং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা ইয়াও হুই ইং সিপিসি’র একজন সদস্য। তিনি পার্টিতে যোগ দিয়েছেন কেবল ছয় বছর আগে। প্রেসিডেন্ট সি’র ভাষণ শুনে তিনি নিজের দায়িত্ব বেড়ে গেছে বলে মনে করেন। এই সম্পর্কে তিনি বলেন,

 

‘প্রেসিডেন্ট সি’র ভাষণে আমাদের জন্য শিক্ষামূলক তাত্পর্য রয়েছে। তাতে নিজের দায়িত্ব ভালভাবে পালন, নিজের ভবিষ্যত উন্নয়নের দিকনির্দেশনা বেশি উপলব্ধি, এবং শিক্ষাদান খাতে অবদান রাখার দৃঢ়প্রতিজ্ঞা জোরদার হয়েছে’।

 

(ওয়াং হাইমান/এনাম/ওয়াং তানহুং)