বর্ণাঢ্য আয়োজনে সিপিসির শতবর্ষ উপদযাপন করলো চীন
2021-07-02 19:46:42

বর্ণাঢ্য আয়োজনে সিপিসির শতবর্ষ উপদযাপন করলো চীন_fororder_d2

ছবি: বেইজিংয়ে ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ‘পারপরমিং আর্ট’

প্রতিষ্ঠার শত বছর উদযাপন করছে কমিউনিস্ট পার্টি অব চায়না -সিপিসি। অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রের মতো সাংস্কৃতিক ক্ষেত্রেও চীনের ব্যাপক উন্নতি সাধনের পেছনে রয়েছে সিপিসির বিশেষ ভূমিকা। তাইতো বিশ্বের সবচেয়ে বড় এই রাজনৈতিক দলের একশ’ বছর পূর্তিতে চীনের সাংস্কৃতিক অঙ্গনেও ব্যাপক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। তরুণদের কণ্ঠে গান, গালা অনুষ্ঠানের পাশাপাশি চীন জুড়েই আয়োজন করা হয় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানমালার। সিপিসির শত বর্ষ নিয়ে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করে চায়না মিডিয়া গ্রুপ -সিএমজি।

সিএমজির আয়োজনে চীনের শীর্ষস্থানীয় তারকাদের পরিবেশনায় চোখ ধাঁধাঁনো বর্ণাঢ্য অনুষ্ঠানমালা প্রচারিত হয়। ‘দ্য সেনটেননিয়াল ট্রিবিউট’ বা শতাব্দির অর্ঘ্য শিরোনামের এই গালা অনুষ্ঠানে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার, অনন্য মঞ্চশয্যা, শৈল্পিক উপস্থাপন, উদ্ভাবনী পরিবেশনা, শিল্প প্রদর্শনী, ও লইভ পারফরম্যান্স ছিল অনবদ্য। ১৪টি তৈলচিত্রের মাধ্যমে এক শতাব্দির স্মরণীয় ঘটনা, সাফল্য, অর্জন, সংগ্রাম তুলে ধরা হয়।

এদিকে সিপিসির শতবর্ষ উদযাপন উপলক্ষে বেইজিংয়ের থিয়েন আনমেন চত্বরে এক বর্ণাঢ্য চোখ ধঁধাঁনো অনুষ্ঠানের আয়োজন করা হয় বৃহস্পতিবার সকালে। অনুষ্ঠানে সিপিসির প্রতিষ্ঠালগ্নকে অভিনন্দন জানিয়ে শত সহস্র কণ্ঠে ধ্বনিত হয় চীনা দেশাত্মবোধক গান। তরুণ তরুণীরা এই সমবেত সংগীত গেয়ে জাতির ও কমিউনিস্ট পার্টির এই পরম লগ্নকে উদযাপন করেন।

এছাড়াও সিপিসি’র শততম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ‘পারফরমিং আর্ট’ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সন্ধ্যায় বেইজিংয়ের ন্যাশনাল স্টেডিয়ামে বিশেষ এই সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এর নাম দেওয়া হয় ‘এক মহাযাত্রা’। আর সিপিসির শতবর্ষ উদযাপনে চীনের প্রতিটি শহরে আয়োজন করা হয়েছে আলোর উৎসবের। বর্ণিল আলোকচ্ছটায় রাঙিয়ে দেওয়া হয়েছে চীনের প্রতিটি শহর।

-তানজিদ বসুনিয়া