সুপ্রিয় শ্রোতা, আমাদের আজকের হপ্তানামা অনুষ্ঠানে একজন বিশেষ অতিথি রয়েছেন। তিনি হচ্ছেন জনাব শাকুর মজিদ।
শাকুর মজিদ (জন্ম ২২ নভেম্বর, ১৯৬৫) হলেন একজন বাংলাদেশী স্থপতি, নাট্যকার, তথ্যচিত্র নির্মাতা ও চিত্রগ্রাহক। ভ্রমণকাহিনী ও জীবনী সাহিত্যে অবদানের জন্য তিনি ২০১৮ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। চলুন এখন শুনুন সিএমজি দেওয়া তার একান্ত সাক্ষাত্কার।