সিপিসি’র বিরল নথি প্রদর্শনীতে অবমুক্ত
2021-07-01 12:57:08

সিপিসি’র বিরল নথি প্রদর্শনীতে অবমুক্ত_fororder___172.100.100.3_temp_9500031_1_9500031_1_1_c3b87eb6-77f1-4d8d-a8d1-fcfccb753526


 
জুলাই ১: চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) প্রাথমিক কূটনৈতিক লক্ষ্য কী ছিল? এবং আশি বছরেরও বেশি সময় আগে তত্কালীন সোভিয়েত ইউনিয়ন কীভাবে মহামারী প্রতিরোধ এবং ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছিল? সম্প্রতি অনুষ্ঠিত ‘জাতীয় পুনরুত্থানের শতবর্ষী ব্যানারে এসব প্রশ্নের উত্তর ফুটে ওঠেছে। শতবর্ষী ব্যানারে চীনের ঐতিহাসিক গবেষণালয়ের বিদেশ থেকে সংগৃহীত সিপিসি’র বিরল নথি প্রদর্শিত হয়। তাতে শতবর্ষী পার্টির স্বল্প-পরিচিত ঐতিহাসিক বিশদ বিবরণ ফুটে ওঠেছে।
 
এই বিরল নথি রাশিয়া, যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডসসহ বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে সংগ্রহ করা হয়েছে। আজকের সংবাদ পর্যালোচনায় আমি এই বিষয়ে আলোচনা করবো।
 
চীনের ঐতিহাসিক গবেষণালয়ের সংগৃহিত তথ্যগুলোর মধ্যে পাঁচশ’ নথির ছবি বাছাই করা হয় এবারের প্রদর্শনীর জন্য। এসবের সংখ্যাগরিষ্ঠ ছবিই প্রথম বারের মতো প্রদর্শিত হয়, যা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল, একাডেমিক ও প্রকৃত তথ্যচিত্র। যেমন, ১৯৪৪ সালে মার্কিন সামরিক বাহিনীর পর্যবেক্ষক দলের সাথে চীনা কমিউনিস্ট পার্টির নেতার বৈঠক ও ভোজ অনুষ্ঠানের ছবি রয়েছে তাতে। বিখ্যাত মার্কিন সংবাদদাতা ফোরম্যানের তোলা ছবি এটি।
 
চীনের ইতিহাস গবেষণালয়ের আধুনিক ইতিহাস গবেষণা বিভাগে সহকারী গবেষক চিয়াং থাও মনে করেন, এই ছবি চীনা কমিউনিস্ট পার্টির প্রাথমিক কূটনৈতিক লক্ষের মূল্যবান পাদটীকা । এই সম্পর্কে তিনি বলেন,

‘১৯৪৪ সালের গ্রীষ্ম ও শরত্কাল উপলক্ষে মার্কিন সামরিক বাহিনী ইয়ান'আনে একটি পর্যবেক্ষণ দল পাঠিয়ে সেখানকার ‘লাল দুর্গ’ পরিদর্শনের নির্দেশ দেয়। এই দলের সঙ্গে ছিলেন সাংবাদিক ফোরম্যান। তিনি দলটির সকল কার্যক্রম অনুসরণ করেছিলেন । এর মধ্যে মার্কিন সামরিক বাহিনীর পর্যবেক্ষক দলের সাথে চীনা কমিউনিস্ট পার্টির নেতা মাও সেতুংয়ের বৈঠক ও ভোজ অনুষ্ঠানের ছবি তুলেন তিনি । এ ছবি আগে আমরা কেউ দেখতে পায়নি। আমরা শুধু লেখালেখির মাধ্যমে জানতে পেরেছিলাম।’
 
অষ্টাশি বছর আগে লাল প্রশাসনের ‘মহামারী প্রতিরোধ বিধি’ ফাইলও সবার দৃষ্টি আকর্ষণ করেছে। ১৯৩৩ সালে চীনা কমিউনিস্ট পার্টি একটি কঠিন যুদ্ধের পরিবেশে মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে জনগণকে সংগঠিত ও নেতৃত্ব দিয়েছিল। এতে সোভিয়েত অঞ্চলে মহামারী প্রতিরোধ সংক্রান্ত অস্থায়ী বিধি প্রকাশিত হয়। চীনের ইতিহাস গবেষণালয়ের আধুনিক ইতিহাস গবেষণা কার্যালয়ের পরিচালক লুও মিন বলেন, এই বিধির বেশ কয়েকটি উদ্যোগ আজও প্রচলিত। এই সম্পর্কে তিনি বলেন,

‘সেই সময় প্লেগ, মেনিনজাইটিস এবং নিউমোনিয়া ছিল। তখন সোভিয়েত প্রজাতন্ত্রের কেন্দ্রীয় গণকমিটি বসন্ত স্বাস্থ্য অভিযান সংক্রান্ত আদেশ জারি করেছিল। মহামারী প্রতিরোধের জন্য প্রাথমিক ধারণাগুলোর মধ্যে একটি হল জনসাধারণকে একত্রিত করা। আমাদের দৃষ্টিতে, বিশেষত কোভিড-১৯ মহামারীর প্রাদুর্ভাবের পর, মহামারী মোকাবিলায় চীন যে দুর্দান্ত সাফল্য অর্জন করেছে, তার সঙ্গে বিগত ৮৮ বছর আগে সোভিয়েত অঞ্চলের প্রতিরোধক অভিজ্ঞতার সাথে বেশ মিল রয়েছে’।
 
এছাড়া, প্রদর্শনীতে ৮৮ বছর আগে সোভিয়েত অঞ্চলে ক্রীড়া প্রতিযোগিতার দুটো ছবিও প্রদর্শিত হয়। এগুলো মার্কিন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের হুভার ইনস্টিটিউট থেক সংগ্রহ করা হয়। এই দুটো ছবির মধ্যে দিয়ে সেই কঠিন সময়ে সামরিক পক্ষ ও অধিবাসীদের ইতিবাচক ও আশাবাদী মনোভাব তুলে ধরা হয়।
 
লুও মিন বলেন, অতীতের লোকজন সোভিয়েত অঞ্চলের বিপ্লবী ইতিহাসকে মনোযোগসহ অধ্যয়ন করেছিল, যা মূলত রাজনৈতিক ইতিহাস ও সামরিক ইতিহাসসহ বিভিন্ন উপকরণের উপর ভিত্তি করে গড়ে ওঠেছিল। তবে, এবার প্রকাশিত ফাইলগুলো আসলে তুলনামূলকভাবে তৃণমূল এবং সামাজিক ইতিহাসের উপকরণ। এগুলো চীনা কমিউনিস্ট পার্টির শুরুর দিকে ক্ষমতা পরিচালনার ধারণা আরও ভালভাবে বোঝার জন্য বেশ গুরুত্বপূর্ণ। (ওয়াং হাইমান/এনাম/ওয়াং তানহুং)