বিগত শত বছরে সিপিসি জনগণকেন্দ্রিক অসংখ্য লক্ষ্য অর্জন করেছে
2021-06-30 14:28:40

জুন ৩০: ১৯২১ থেকে ২০২১। চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি) প্রতিষ্ঠার পর কেটে গেছে এক শ বছর। শুরুতে সিপিসি অনেক ছোট ছিল, সদস্যসংখ্যা ছিল হাতেগোনা। কিন্তু শত বছরে অনেককিছু বদলেছে। সিপিসি এখন ৯ কোটিরও বেশি সদস্যের সফল দল, বিশ্বের বৃহত্তম রাজনৈতিক পার্টি। বিগত এক শ বছরে সিপিসি জনগণকে সাথে নিয়ে অর্জন করেছে অনেক সাফল্য। সিপিসি’র নেতৃত্বে চীনা জাতি আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে; চীন আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। সিপিসি’র নেতৃত্বে বিগত মাত্র ৪ দশকে চীনের ৮০ কোটি মানুষ দারিদ্র্যমুক্ত হয়েছে, যা একটি বিস্ময়কর সাফল্য হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত। সিপিসি’র নেতৃত্বে চীন আজ দারিদ্র্যমুক্ত। সিপিসি’র নেতৃত্বে জ্ঞান-বিজ্ঞানের জগতেও চীনের অর্জন অসামান্য। সবচেয়ে বড় কথা, সিপিসি’র নেতৃত্বে চীনা মানুষের জীবনমান অনেক উন্নত হয়েছে ও হচ্ছে।

 

“খাদ্যশস্য উত্পাদনে বিশ্বে প্রথম স্থানে রয়েছে চীন। ২২০টিরও বেশি ধরনের শিল্পজাত পণ্যের উত্পাদনের দিক দিয়েও চীন বিশ্বে প্রথম স্থানে আছে। নির্মাণশিল্পেও টানা ১১ বছর ধরে চীন শীর্ষে। দ্রুতগতির রেলপথ, মহাসড়ক এবং ফাইভ-জি টার্মিনালের দিক দিয়েও চীন এগিয়ে আছে বিশ্বের অন্য সকল দেশের চেয়ে।

আজকের চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। চীন শিল্পের দিক দিয়ে শীর্ষে আছে; পণ্যবাণিজ্যের দিক দিয়ে শীর্ষে আছে; বৈদেশিক মুদ্রা মজুতের দিক দিয়ে শীর্ষে আছে। চীনে নগরায়ন হয়েছে ৬০ শতাংশের বেশি অঞ্চল। চীনে আছে ৪০ কোটি মধ্যবিত্ত। বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে চীনের অবদান কয়েক বছর ধরেই ৩০ শতাংশের বেশি।”

 

সিপিসি’র নেতৃত্বে চীনা জনগণ এসব সাফল্য অর্জন করেছে। সিপিসি এমন একটি পার্টি, যা সবসময় জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলে, কাজ করে। প্রতিষ্ঠার শততম বার্ষিকী উপলক্ষ্যে সিপিসি’র কেন্দ্রীয় কমিটি প্রথমবারের মতো পার্টির সর্বোচ্চ মর্যাদা ‘পয়লা জুলাই পদক’ বিতরণ করেছে। সিপিসি’র সাধারণ সম্পাদক, চীনা প্রেসিডেন্ট, ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং পদক বিতরণ করেন এবং গুরুত্বপূর্ণ ভাষণ দেন।

 

‘পয়লা জুলাই’ সিপিসি-র দেওয়া সর্বোচ্চ পদক। এ পদক দেওয়া হয় পার্টি, দেশ, ও জনগণের জন্য বিপুল ত্যাগ স্বীকারকারী এবং চীনের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালনকারী সিপিসি সদস্যদেরকে। প্রথম দফায় পদক বিজয়ী মোট ২৯ জন। তাঁরা চীনের বিভিন্ন ক্ষেত্রে সিপিসি’র সেরা প্রতিনিধি। তাঁরা দেশের উন্নয়ন ও নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁদের মধ্যে রয়েছেন যুদ্ধকালীন প্রবীণ বিপ্লবী এবং শান্তির সময়ে অবদান রাখা বিভিন্ন খাতের ব্যক্তিবর্গ।  

৯ কোটি ১০ লাখেরও বেশি পার্টিসদস্য এবং ১৩০ কোটির বেশি সাধারণ মানুষ একসঙ্গে কাজ করে যাচ্ছে চীনে। একযোগে দেশের উন্নয়নের জন্য কাজ করার চেতনা চীনা উন্নয়নের মূল প্রেরণা। (ওয়াং হাইমান/আলিম/ছাই)