আমার মাতৃভূমি
2021-06-30 09:47:49

আমার মাতৃভূমি_fororder_微信图片_20210630093245

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের একজন জনপ্রিয় নারী কন্ঠশিল্পী চাং ইয়ে'র সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার গান শোনাবো। চাং ইয়ে ১৯৬৮ সালের ২৮ মে চীনের হুনান প্রদেশের ছাংসা শহরে জন্মগ্রহণ করেন। তিনি চায়না কোসার্ভেটোরি অব মিউজিক থেকে স্নাতক হন। তিনি একজন সোপ্রানো (soprano) গায়িকা এবং দেশের প্রথম শ্রেণীর অভিনেত্রী। চায়না কোসার্ভেটোরি অব মিউজিকের অধ্যাপকও তিনি। প্রথমে আমি আপনাদেরকে তার কন্ঠে 'নতুন যুগে এগিয়ে যাই' শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন চাং ইয়ে’র কন্ঠে  'নতুন যুগে এগিয়ে যাই' শীর্ষক গান। ১৯৬৮ সালের বসন্তকালে তিনি চীনের হুনান প্রদেশের ছাংসা শহরের একটি শিল্পী-পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম চাং সিং মিন; তিনি ছাংসা শহরের নৃত্যগীতি দলের পেশাদার অপেরা রচনাকারী। তার মা হুনান প্রদেশের স্থানীয় অপেরা—হুয়াকু-র অভিনেত্রী। এখন শুনুন চাং ইয়ে'র কন্ঠে 'বসন্তের পানির কন্ঠ' শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন চাং ইয়ে’র কন্ঠে ‘বসন্তের পানির কন্ঠ' শীর্ষক গান। ১৯৯৮ সালে চাং ইয়ে 'নতুন যুগে প্রবেশ করা' গানটি গেয়ে সারা চীনে ব্যাপক জনপ্রিয়তা পান। ২০০৬ সালের জানুয়ারি মাসে তিনি সাফল্যের সঙ্গে ব্যক্তিগত কনসার্ট আয়োজন করেন। ২০০৫ সালে চাং ইয়ে বার্ষিক শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার জিতে নেন। ২০০৮ সালের অগাস্ট মাসে বেইজিং অলিম্পিক গেমসের সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি 'আজ রাতের চাঁদ এতো উজ্জ্বল' শীর্ষক গানটি গেয়েছিলেন। এখন শুনবেন চাং ইয়ে'র কন্ঠে ‘শুভ কামনা’ শীর্ষক গান।

আমার মাতৃভূমি_fororder_微信图片_20210630093716

বন্ধুরা, শুনছিলেন চাং ইয়ে’র কন্ঠে ‘শুভ কামনা’ শীর্ষক গান। ১৯৮২ সালের জুন মাসে, যখন চাং ইয়ে'র বয়স ১৪ বছর, তখন তিনি মাধ্যমিক স্কুল থেকে স্নাতক হন এবং পরীক্ষায় শ্রেষ্ঠ ফলাফল নিয়ে হুনান প্রদেশের গুরুত্বপূর্ণ এবং প্রথম শ্রেণীর হাই স্কুলে ভর্তি হন। এরপর তিনি হুনান প্রদেশের শিল্প স্কুলে অপেরা শেখার জন্য ভর্তি হন। ১৯৯১ সালে তিনি চায়না কোসার্ভেটোরি অব মিউজিক থেকে স্নাতক হন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘পিতা’ শীর্ষক গান।

বন্ধুরা, শুনছিলেন চাং ইয়ে’র কন্ঠে ‘পিতা’ শীর্ষক গান। ১৯৮৬ সালে চাং ইয়ে চীনের কেন্দ্রীয় টেলিভশন-সিসিটিভির দ্বিতীয় যুব গায়ক প্রতিযোগিতায় অংশ নেন। ১৯৮৮ সালে তিনি সিসিটিভির তৃতীয় যুব গায়ক প্রতিযোগিতায় অংশ নিয়ে পেশাদার গায়ক গ্রুপে ব্রোঞ্জপদক লাভ করেন। ১৯৮৭ সালে তিনি প্রথমবারের মতো সিসিটিভির বসন্ত উত্সবের সাংস্কৃতিক টিভি অনুষ্ঠানে অংশ নেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘আমার মাতৃভূমি’ শীর্ষক গানটি শোনাবো।

বন্ধুরা, শুনছিলেন চাং ইয়ে’র কন্ঠে ‘আমার মাতৃভূমি’ শীর্ষক গান। ১৯৮৯ সালে চাং ইয়ে দ্বিতীয়বারের মতো সিসিটিভির বসন্ত উত্সবের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন এবং 'সুপারি তোলা' শীর্ষক গানটি পরিবেশন করেন। ১৯৯৯ সালে চীনের সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুষ্ঠান 'রেশম পথের বৈশিষ্ট্য'-তে অংশ নেন। অনুষ্ঠানে তিনি 'মাতৃভূমি, তুমি ভালো আছো?' শীর্ষক গানটি গেয়ে শোনান। ১৯৯৪ সালে চাং ইয়ে তৃতীয় বারের মতো সিসিটিভি'র বসন্ত উত্সবের সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করেন এবং 'বসন্তের বাতাস শোনা' নামের গানটি পরিবেশন করেন।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cnগানের অনুরোধআমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম/রুবী)