সি-পুতিন অনলাইন সম্মেলন
2021-06-29 17:00:17

জুন ২৯: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল(সোমবার) বেইজিং থেকে এক ভিডিও সংযোগের মাধ্যমে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করেছেন। 

বৈঠক শেষে দুই প্রেসিডেন্ট এক যৌথ বিবৃতি প্রকাশ করেন। তাতে আনুষ্ঠানিকভাবে চীন-রুশ প্রতিবেশী সুলভ মৈত্রি ও সহযোগিতা চুক্তিটি দীর্ঘায়িত করার ঘোষণা রয়েছে। 

প্রেসিডেন্ট পুতিন সিপিসি প্রতিষ্ঠার ১০০তম বার্ষিকীতে প্রেসিডেন্ট সিকে উষ্ণ অভিনন্দন জানান। 

উভয় নেতার বৈঠক বন্ধুত্বপূর্ণ পরিবেশে শুরু করা হয়। সি চিন পিং ও পুতিন পরস্পরকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। 

সি চিন পিং বলেন, “সম্মানিত প্রেসিডেন্ট পুতিন, আমার প্রিয় বন্ধু, আমি খুব খুশি আপনার সাথে ভিডিও সম্মেলনে বসতে পেরে।” 

পুতিন বলেন, “এ বছর হচ্ছে সিপিসি প্রতিষ্ঠার ১০০তম বার্ষিকী। এ উপলক্ষ্যে আমি আমার পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাই।”

সি চিন পিং বলেন, এটা হচ্ছে ভাল প্রতিবেশী ও সত্যিকারের অংশীদারের কাছ থেকে আসা শুভেচ্ছা ও সমর্থন। এ জন্য চীন অত্যন্ত কৃতজ্ঞ। 

সি চিন পিং সম্মেলনে বলেন, সামনে আসছে চীন-রুশ প্রতিবেশি সুলভ মৈত্রি ও সহযোগিতা চুক্তি স্বাক্ষরের ২০তম বার্ষিকী। তাতে নির্দিষ্ট দু’দেশের প্রজন্মের পর প্রজন্ম ধরে বন্ধুত্বের ধারণা দু দেশের মৌলিক স্বার্থের সাথে সঙ্গতিপূর্ণ। তা শান্তি ও উন্নয়নের যুগের থিমের সাথেও সঙ্গতিপূর্ণ। পাশাপাশি, নতুন আন্তর্জাতিক সম্পর্ক ও মানব জাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠনের একটি উদাহরণ। আজকের চীন-রাশিয়া সম্পর্ক পরিপক্ক, স্থিতিশীল ও মজুবত। যে কোন পরিবর্তিত আন্তর্জাতিক পরিস্থিতি তাকে পরিবর্তন করতে পারবে না।
 
সি চিন পিং বলেন, “বিভিন্ন ধরনের ঝুঁকি ও চ্যালেঞ্জ সত্ত্বেও চীন রাশিয়ার নতুন যুগের সার্বিক কৌলশগত সমন্বিত অংশীদারিত্বের সম্পর্ক শক্তিশালি উন্নয়নের প্রবণতা বজায় রেখে আসছে। দু’পক্ষই তাদের পারস্পরিক মৌলিক স্বার্থের সাথে জড়িত বিষয়ের উপর দৃঢ় সমর্থন অব্যাহত রেখেছে। দু’পক্ষের কৌশলগত সমন্বয় অনেক সুফল বয়ে এনেছে। তাতে দু’দেশের অভিন্ন স্বার্থ সুরক্ষিত হয়েছে।”

সি চিন পিং জানান, চীন ও রাশিয়ার বাস্তব সহযোগিতার সুফল অনেক। দু’পক্ষ আন্তর্জাতিক বিষয়ে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে চলছে। একসাথে সত্যিকারার্থে বহুপক্ষপাদ ও আন্তর্জাতিক ন্যায়বিচার রক্ষা করে আসছে। এখন বিশ্ব একটি বড় পরিবর্তনশীল সময়ে এসেছে। মানব জাতির উন্নয়ন একাধিক সংকটের সম্মুখীন। এমন প্রেক্ষাপটে চীন ও রাশিয়া ঘনিষ্ঠভাবে সহযোগিতা করে আসছে। আন্তর্জাতিক সমাজে ইতিবাচক শক্তি প্রদান করে চলছে। তাতে নতুন আন্তর্জাতিক সম্পর্কের মডেল তৈরি হয়েছে। 

তিনি বলেন, “আমি বিশ্বাস করি, চীন-রুশ প্রতিবেশি সুলভ মৈত্রি ও সহযোগিতা চুক্তির চেতনার আলোকে সকল বাধার মুখে চীন ও রাশিয়া অবশ্যই ঐক্যবদ্ধ থাকবে। একযোগে সামনে এগিয়ে যাবে।”

প্রেসিডেন্ট পুতিন জানান, সিপিসির সাথে ঐতিহাসিক যোগাযোগ ও বন্ধুত্বের প্রক্রিয়াকে রাশিয়া গুরুত্ব দেয়। সিপিসির সাথে আদানপ্রদান জোরদার করতে ইচ্ছুক। তিনি সিপিসির নেতৃত্বে চীনের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন অব্যাহতভাবে এগিয়ে যাবে এবং আন্তর্জাতিক বিষয়ে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন। 

তিনি জানান, “চীন-রুশ প্রতিবেশি সুলভ মৈত্রি ও সহযোগিতা চুক্তি দু’দেশের জনগণের প্রজন্মের পর প্রজন্ম ধরে বন্ধুত্ব বজায় রাখার ইচ্ছার প্রতিফলন। তাতে নির্দিষ্ট সংশ্লিষ্ট নীতি ও চেতনা দু’দেশের সম্পর্কের দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দু’দেশের সম্পর্ক এখন একটি অভূতপূর্ব পর্যায়ে রয়েছে। দু’দেশের সহযোগিতাও স্থিতিশীলভাবে উন্নত হচ্ছে। রাশিয়া এজন্য সন্তোষ প্রকাশ করে। চীনের সাথে কৌশলগত পারস্পরিক আস্থা জোরদার করতে ইচ্ছুক রাশিয়া। রাশিয়া চীনের সাথে কৌশলগত সমন্বয় ঘনিষ্ঠতর করবে। দুদেশের নিজ দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় পরস্পরকে দৃঢ় সমর্থন দেবে। নিজেদের পথ ও মতের প্রতি সম্মান জানাবে। বাস্তব সহযোগিতা ও সাংস্কৃতিক আদানপ্রদান আরো জোরদার করবে। আন্তর্জাতিক বিষয়ে দু’পক্ষের সমন্বয় শক্তিশালী করবে। দু’দেশের নতুন যুগের সার্বিক কৌলশগত সমন্বিত অংশীদারি সম্পর্ক আরো উন্নত করবে।
 
তিনি বলেন,“রাশিয়া দু’দেশের ইতিহাসের অনেক অভিন্ন স্মৃতি ধরে রেখেছে। আমি কামনা করি, সিপিসির নেতৃত্বে চীনের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন অর্জন লাভ করবে। চীন-রুশ প্রতিবেশি সুলভ মৈত্রি ও সহযোগিতা চুক্তি স্বাক্ষরের ২০তম বার্ষিকী উদযাপনের জন্য আজ আমরা যৌথ বিবৃতি প্রকাশ করছি। তা ভবিষ্যতে রাশিয়া চীন সম্পর্কের দীর্ঘমেয়াদী উন্নয়ন ও আন্তর্জাতিক পরিস্থিতির স্থিতিশিলতার জন্য মজবুত ভিত্তি সৃষ্টি করবে।”

সিপিসি প্রতিষ্ঠার ১০০তম বার্ষিকীতে প্রেসিডেন্ট পুতিন ও রাশিয়ার সর্বস্তরের জনগণের অভিনন্দন ও সমর্থনের প্রতি সি চিন পিং ধন্যবাদ প্রকাশ করেন। তিনি জোর দিয়ে বলেন, দেশের দীর্ঘমেয়াদী সুশাসনের জন্য রাশিয়ার নেওয়া শক্তিশালি ব্যবস্থার প্রতি চীনের দৃঢ় সমর্থন আছে।

দু’পক্ষ জানায়, জাতিসংঘ-কেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থা ও আন্তর্জাতিক আইনকে ভিত্তি করে গড়ে ওঠা আন্তর্জাতিক সম্পর্ককে দু’পক্ষ দৃঢ়ভাবে রক্ষা করবে। বৈশ্বিক কৌলশগত নিরাপত্তা ও স্থিতিশিলতা রক্ষা করবে, সত্যিকারের বহুপক্ষবাদকে সমর্থন ও বাস্তবায়ন করবে। গণতন্ত্র ও মানবাধিকারের অজুহাতে অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের বিরোধিতা করবে চীন ও রাশিয়া। 

দু’পক্ষ একসাথে শান্তি, উন্নয়ন, ন্যায়বিচার, গণতন্ত্র, স্বাধীনতাসহ গোটা মানব জাতির অভিন্ন মুল্যবোধ প্রচার, একতা ও সমন্বয় জোরদার, একযোগে অভিন্ন চ্যালেঞ্জকে মোকাবিলা, এবং মানব জাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি প্রতিষ্ঠাকে একযোগে এগিয়ে নিয়ে যাবে। 

মহামারী ও ভাইরাসের অজুহাতে রাজনীতি বা মিথ্যাচারের বিরোধিতা করবে চীন ও রাশিয়া। 

উচ্চ পর্যায়ের আদানপ্রদান বজায় রাখতে ঐক্যমতে পৌঁছায় দুই পক্ষ। টিকার সহযোগিতা জোরদার, বাণিজ্যের পরিমাণ উন্নত, নিম্ন কার্বন জ্বানালি, ডিজিটাল অর্থনীতি ও কৃষি খাতের সহযোগিতা সম্প্রসারণ করবে চীন ও রাশিয়া। দু’পক্ষ একযোগে খেলাধুলা নিয়ে রাজনীতির বিরোধিতা করবে। বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের সাফল্যের সাথে আয়োজনের প্রতি সমর্থন দেবে রাশিয়া। 

দুপক্ষ মনে করে, বর্তমান পরিস্থিতিতে শাংহাই সহযোগিতা সংস্থা নতুন সুযোগ ও চ্যালেঞ্জের সম্মুখীন। তাই সার্বিক পরিকল্পনাসহ এ সংস্থার উন্নয়নকে এগিয়ে নেয়া উচিত। 

দু’পক্ষ সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ন্যাটো আফগানিস্তান থেকে আরো দ্রুতগতিতে তাদের বাহীনি প্রত্যাহার করার সিদ্ধান্তে ও আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। দু’পক্ষ একযোগে এতদাঞ্চলের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশিলতা রক্ষা করবে বলে জানায়। 

জুন ২৯ , ২০২১
চায়না মিডিয়া গ্রুপ(সিএমজি) থেকে আকাশ