বন্ধুরা, আজ আমরা নতুন একটি পাঠ শেখাবো। এর শিরোনাম ‘১৬ বছর আগের স্মৃতি’, এর চীনা ভাষা হল- ‘十六年前的回忆’। বন্ধুরা প্রথমে আপনাদেরকে এই পাঠের অর্থ জানিয়ে দিচ্ছি। এই পাঠ হল চীনের আধুনিক লেখক লি সিং হুয়া রচিত একটি গদ্য। এতে তার পিতার কথা স্মরণ করা হয়েছে। লি সিং হুয়ার পিতা লি তা চাও চীনের কমিউনিস্ট আন্দোলনের পথিকৃৎ, মজুর শ্রেণীর বিপ্লবী ও চীনা কমিউনিস্ট পার্টির অন্যতম প্রধান প্রতিষ্ঠাতা। তিনি চীনে কমিউনিজমের উন্নয়ন ও জাতীয় মুক্তির জন্য অনেক অবদান রেখেছেন। আধুনিক চীন ও চীনা কমিউনিস্ট পার্টির ইতিহাস উল্লেখ করলেই তার কথা বলতে হয়। লি তা চাও চীনে মার্কসবাদ ও সমাজতন্ত্র প্রচারকারী প্রথম মানুষ। তিনি বিভিন্ন পত্রিকায় প্রবন্ধ প্রকাশ করে পাশ্চাত্যের নতুন ধারণা ও তত্ত্ব তুলে ধরেন। তার প্রভাবে চীনের কমিউনিস্ট আন্দোলন শুরু হয়, চীনের কমিউনিস্ট পার্টিও প্রতিষ্ঠিত হয়। যা পরবর্তীতে চীনের স্বাধীনতা ও উন্নয়নের জন্য একটি মজবুত ভিত্তি স্থাপন করেছে। তা ছাড়া, লি তা চাও একজন ভালো মানের অনুবাদক ও লেখক। পাশ্চাত্য দর্শন, অর্থনীতি, আইন, ইতিহাস, সাংবাদিকতা, গ্রন্থাগার পরিচালনাসহ বিভিন্ন ধরনের রচনার অনুবাদ অথবা এ সম্পর্কে অনেক বই প্রকাশ করেছেন তিনি। চীনের আধুনিক আদর্শিক ও সাংস্কৃতিক উন্নয়নে তিনি অনেক অবদান রেখেছেন। ১৯২৭ সালে লি তা চাওকে হত্যা করা হয়, তখন তাঁর বয়স ছিল মাত্র ৩৮ বছর। এই পাঠে লেখক মেয়ের দৃষ্টিকোণ থেকে লি তা চাওয়ের স্মৃতি স্মরণ করেছেন। পিতা হিসেবে কঠিন বাধার সামনে নির্ভীক হৃদয় তার মনে গভীর ছাপ ফেলেছে।
বন্ধুরা, এই পাঠের প্রধান শব্দগুলো হলো:
回忆 huí yì স্মৃতি 难忘的回忆 nán wàng de huí yìস্মরণীয় স্মৃতি 我无法忘记那段回忆wǒ wú fǎ wà jì nà duàn huí yì সেই স্মৃতি আমি ভুলতে পারি না।
勇气 yǒng qì সাহস 勇敢的 yǒng gǎn de সাহসী 他是个勇敢的人 সে একজন সাহসী মানুষ tā shì gè yǒng gǎn de rén
宣传 xuān chuán প্রচার করা宣传新思想xuān chuán xīn sī xiǎng নতুন ধারণা প্রচার করা 榜样值得宣传 bǎng yàng zhí dé xuān chuán দৃষ্টান্ত প্রচারের যোগ্য
贡献 gòng xiàn অবদান 贡献者gòng xiàn zhěঅবদানকারী做出贡献 zuò chū gòng xiàn অবদান রাখা 他为国家的发展做出了贡献 tā wèi guó jiā de fā zhǎn zuò chū le gòng xiàn দেশের উন্নয়নে সে অবদান রেখেছে।