বাবার দেশপ্রেম আমার জীবনে শিক্ষণীয়: শ্রেয়সী রায়
2021-06-25 19:05:34

বাবার দেশপ্রেম আমার জীবনে শিক্ষণীয়: শ্রেয়সী রায়_fororder_wenhua6

ছবি: শ্রেয়সী রায়

বাবা আপাদমস্তক একজন শিল্পী ছিলেন। তাঁর জীবনযাপন, পেশা-নেশা, জীবিকা সবই ছিল সংগীতকে ঘিরে। তাঁর বাড়ি ছিলো না, গাড়ি ছিলো না; ছিলো একটা বিশাল বড় মন। দেশের জন্য বাবার একটা অদ্ভূত রকমের ভালোবাসা ছিলো। আমৃত্যু তিনি সেটা বহন করে গেছেন। বাবার দেশপ্রেম আমার জীবনে শিক্ষণীয়।

চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বাবা প্রণম্য সংগীতজ্ঞ অজিত রায়ের স্মৃতিচারণ করলেন মেয়ে সংগীতশিল্পী শ্রেয়সী রায়। রবীন্দ্রভারতীতে সংগীতে তাঁর উচ্চশিক্ষা গ্রহণ, নিজের সংগীত চর্চা ও বাবার প্রতিষ্ঠিত অভ্যুদয় সংগীত অঙ্গন পরিচালনার গল্প করলেন আর শুনিয়েছেন কয়েকটি চমৎকার রবীন্দ্রসংগীত।

সাক্ষাৎকার গ্রহণ: মাহমুদ হাশিম