চীনের নতুন রাজনৈতিক পার্টিব্যবস্থা যে-অর্থে নতুন: সিআরআই সম্পাদকীয়
2021-06-25 20:40:50

জুন ২৫: সিপিসি-র শততম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রাক্কালে, চীনের সরকার আজ (শুক্রবার) “চীনের নতুন রাজনৈতিক পার্টিব্যবস্থা” নামক শ্বেতপত্র প্রকাশ করে। এতে বিশ্ববাসীর সামনে সার্বিকভাবে চীনের রাজনৈতিক পার্টিব্যবস্থা ও রাজনৈতিক ব্যবস্থাকে জানার একটি সুযোগ সৃষ্টি হয়। 

পশ্চিমা দেশগুলোতে বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রচলিত। আর চীনে প্রচলিত আছে সিপিসির নেতৃত্বে বহুদলীয় সহযোগিতা এবং পরামর্শভিত্তিক রাজনৈতিক ব্যবস্থা। এ নতুন রাজনৈতিক পার্টিব্যবস্থা চীনের শ্রেষ্ঠ ঐতিহ্যের ভিত্তিতে গড়ে উঠেছে। চীনের একটি মৌলিক রাজনৈতিক ব্যবস্থা হিসেবে এটি ইতোমধ্যে চীনের সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছে। 

ব্রিটেনের বিশেষজ্ঞ মার্টিন জ্যাকস্‌ একটি প্রবন্ধে লিখেছেন: “পশ্চিমাদের একটি ধারণা হচ্ছে, বহুদলীয় ব্যবস্থা হচ্ছে গণতন্ত্রের একটি সুবিধা। কিন্তু, বাস্তবতা হচ্ছে, চীনের সিপিসি নিজেকে জনগণের কাছে দীর্ঘকাল ধরে গ্রহণযোগ্য রাখার পদ্ধতি খুঁজে পেয়েছে। আর, অন্যদিকে পশ্চিমের রাজনৈতিক পার্টিসমূহ জনগণের কাছ থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে।” 


সাম্প্রতিক বছরগুলোতে, পশ্চিমের ‘রাজনৈতিক পার্টিগুলোর অভ্যন্তরে মতবিরোধ বেশি হচ্ছে। তাই ক্রমবর্ধমান হারে পশ্চিমা বিশেষজ্ঞরা মার্টিন জ্যাকসের মতো চীনের রাজনৈতিক পার্টিব্যবস্থার বৈশিষ্ট্য ও সুবিধা বিবেচনা করছেন। 
৭০ বছরের উন্নয়নের পর, চীনের রাজনৈতিক ও সামাজিক জীবনে চীনের নতুন রাজনৈতিক পার্টিব্যবস্থা তার সুবিধা ও শক্তিশালী প্রাণশক্তির প্রমাণ দিয়ে যাচ্ছে। এতে দেশের প্রশাসনিক ব্যবস্থাও এগিয়ে গেছে। পাশাপাশি, বিশ্বের অন্যান্য দেশের রাজনৈতিক পার্টিব্যবস্থার ওপরও চীনের পার্টিব্যবস্থা ইতিবাচক প্রভাব রেখে চলেছে। (আকাশ/আলিম/রুবি)