চীন-রাশিয়া সাংস্কৃতিক উৎসব যেন ঐতিহ্যের মিলনমেলা
2021-06-25 18:58:37

হেইলং চিয়াং নদী। এপারে চীন আর ওপারে রাশিয়া। বিশ্ব পরাশক্তির এই দুই দেশকে ঐতিহ্যের সুতোয় গেঁথেছে এ নদী। নদীর দুই তীরের দুই জনপদের মানুষ আদান-প্রদান করে আসছে নিজেদের বর্ণাঢ্য ঐতিহ্য ও সংস্কৃতি। ১১তম সাংস্কৃতিক মেলা যেন হয়ে ওঠে তারই প্রতিচ্ছবি।

চীন-রাশিয়া সাংস্কৃতিক উৎসব যেন ঐতিহ্যের মিলনমেলা_fororder_wenhua2

ছবি: চীন-রাশিয়া সাংস্কৃতিক মেলা উপভোগ করেন দুই দেশের হাজারো মানুষ

দুই দেশের পতাকাবাহী ফেরিতে বাজানো সাইরেন ধ্বনীতে মেতে ওঠে দুই নগরী। এর পর শান্তির প্রতীক সাদা পায়রা উড়ে যায় সনীল আকাশে। ছড়িয়ে পড়ে যৌথ পরিবেশনার সংগীতের মুর্ছনা।

মূল আয়োজনের অংশীদার চীনের হেইলং চিয়াং প্রদেশের হেইহে শহর ও রাশিয়ার ব্লাগোভেস চেন্স্ক (chensk) শহর। চীন-রাশিয়ার সাংস্কৃতিক মেলার উদ্বোধনীতেও সৃষ্ট হয় মনোমুগ্ধকর পরিবেশের।

চীন-রাশিয়া সাংস্কৃতিক উৎসব যেন ঐতিহ্যের মিলনমেলা_fororder_wenhua3

আর্ট পেপারে ছবি আকঁছেন একদল তরুণী। ভায়োলিনের করুণ সুর তুলছেন কেউ কেউ। কেউ আবার সামিল হয়েছেন নিজেদের ঐতিহ্যবাহী পোশাকে। সৌহার্দ্য ও সৌজন্যতা দেখে বোঝার উপায় নেই ভিন্ন দুই দেশের প্রতিনিধিত্ব করছেন তারা।

চার পর্বে অনুষ্ঠিত হচ্ছে এবারের সাংস্কৃতিক উৎসব। অনলাইন বাণিজ্য মেলা, বিনিয়োগ সুবিধার প্রচার, ডিজিটাল ফটোগ্রাফি প্রদর্শনীসহ নানা আয়োজনে পরিপূর্ণ ছিল এবারের আয়োজন।

আয়োজকরা বলছেন, দুই দেশের এমন সাংস্কৃতিক আদান-প্রদান উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বিশ্ব মঞ্চে।

-তানজিদ বসুনিয়া