স্পেস স্টেশনের নভোচারীদের সঙ্গে কী কথা হলো চীনা প্রেসিডেন্টের?
2021-06-24 20:46:57

সাজিদ রাজু, ঢাকা: মহাকাশে স্থাপন করা স্পেস স্টেশনে অবস্থানকারী নভোচারীদের সঙ্গে কথা বলেছেন চীনা প্রেসিডেন্ট সি চিনপিং। বেইজিং এর অ্যারোস্পেস কনট্রোল সেন্টার থেকে তিনি নভোচারীদের সঙ্গে কথা বলেন তিনি। কী কথা হয় নভোচারীদের সঙ্গে চীনা প্রেসিডেন্টের?

স্পেস স্টেশনের নভোচারীদের সঙ্গে কী কথা হলো চীনা প্রেসিডেন্টের?_fororder_jingji111

মহাশূন্যের বৈশিষ্ট্যগত নানা পরীক্ষা-নীরিক্ষা আর ১৮টি পরীক্ষামূলক অভিযানের পর মহাশূন্যে নভোচারী পাঠায় চীন। লক্ষ্য মহাশূন্যে চীনের নিজস্ব স্পেশ স্টেশন নির্মাণ।

১৭ জুন সকালে চীনের চিউ ছুয়ান স্যাটেলাইট উৎক্ষেপন কেন্দ্র থেকে তিন নভোচারীকে নিয়ে যাত্রা শুরু করে চীনা মহাকাশযান শেন-চৌ-টুয়েলভ।

যাত্রা শুরুর সাড়ে ৬ ঘণ্টা পরই তা পৌঁছে যায় মহাকাশ স্টেশনে। শুধু তাই নয়, স্পেস স্টেশনের কোর-মডিউলে প্রবেশ করে শুরু করে তিন মাসের অভিযানও শুরু করেছেন তিন নভোচারী নিয়ে হাইশেং, লিউ পোমিং এবং থাং হংপো। পাশাপাশি স্বাভাবিক জীবন-যাপন করে প্রতিদিন এগিয়ে নিচ্ছেন স্টেশনের নির্মাণ কাজ। 

২৩ জুন সকালে এই নভোচারীদের খোঁজ-খবর নিতে বেইজিং এর অ্যারোস্পেস কন্ট্রোল সেন্টারে যান চীনের প্রেসিডেন্ট ও ক্ষমতাসীন দল সিপিসি’র জেনারেল সেক্রেটারি সি চিনপিং। সঙ্গে ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতারা।

শুরুতেই কোর-মডিউলের ভেতরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে চীনা প্রেসিডেন্ট ও দেশবাসীকে স্যালুট জানান তিন নভোচারী।

স্পেস স্টেশনের নভোচারীদের সঙ্গে কী কথা হলো চীনা প্রেসিডেন্টের?_fororder_jingji222

নভোচারীদেরকেও শুভেচ্ছা জানান চীনা প্রেসিডেন্ট। উত্তরে নভোচারী দলের প্রধান নিয়ে হাইশেং কৃতজ্ঞতা প্রকাশ করেন। পৃথিবীর পূর্বের দেশ চীনের রাজধানী বেইজিং থেকে শুরু হয় মহাশূন্যে অবস্থান করা তিন নভোচারীর কথোপকথন। 

স্পেস স্টেশনের নভোচারীদের সঙ্গে কী কথা হলো চীনা প্রেসিডেন্টের?_fororder_jingji333

চীনা প্রেসিডেন্ট সি চিনপিং: কমরেড হাইশেং, কমরেড বোমিং, কমরেড হংপো। আপনাদের কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ। সিপিসি কেন্দ্রীয় কমিটি, স্টেট কাউন্সিল, কেন্দ্রীয় সামরিক কমিশন এবং দেশের সব নৃতাত্ত্বিক গোষ্ঠীর পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাচ্ছি।‘

নিয়ে হাইশেং, শেনচৌ-১২ নভোযানের নভোচারী দলের কমান্ডার: “সম্মানিত জেনারেল সেক্রেটারি, আপনার প্রতি ও পুরো চীনের জনগণের প্রতি আমরা কৃতজ্ঞ।“

 

চীনা প্রেসিডেন্ট সি চিনপিং: “ মহাকাশের তিয়ানহে মডিউলে পাঠানো নভোচারীদের মধ্যে আপনারাই প্রথম। আপনারা মহাশূণ্যে ৩ মাস অভিযান পরিচালনা করবেন। মহাকাশে আপনাদের জীবন এবং কীভাবে বেঁচে আছেন তা নিয়ে পুরো চীনের মানুষ যত্নশীল। সেখানে আপনারা কেমন আছেন? মহাকাশে আপনাদের সব কিছু ঠিকঠাক চলছে তো?”

 

নিয়ে হাইশেং, শেনচৌ-১২ নভোযানের নভোচারী দলের কমান্ডার: “আপনাদের যত্ন ও আন্তরিকতার জন্য ধন্যবাদ জেনারেল সেক্রেটারি। আমাদের শারীরিক অবস্থা ভালো আছে, আমরা কাজগুলো ঠিকঠাক মতো এগিয়ে নিচ্ছি। মহাকাশ মিশনে আমি তৃতীয় বারের মতো এসেছি, এখানে কাজ করার জন্য এবং অন্য নভোচারীদের টিকে থাকার জন্য তিয়ানহে নভোযানের ভেতরের পরিবেশ বেশ ভালো। এবারই আমরা পৃথিবীর কক্ষপথে সবচেয়ে বেশি সময়ের জন্য আছি।  পৃথিবী থেকে এই মহাকাশ স্টেশনের দূরত্ব অনেক, কিন্তু এখান থেকেই আমরা আমাদের দল ও জন্মভূমির জন্য গর্ববোধ করি।“

 

লিউ পোমিং, মহাশূন্যে চীনা নভোচারী দলের সদস্য: “ জেনারেল সেক্রেটারি, এটা আমার দ্বিতীয় মহাশূণ্য অভিযান। এটি অনেক বড় দায়িত্ব এবং আমার জন্য বিশাল সম্মানের। এখানে আমরা দুটি অতিরিক্ত যন্ত্রযানের কার্যক্রম ও যান্ত্রিক বাহু ব্যবহারের মতো অনেকগুলো প্রযুক্তিগত পরীক্ষা-নীরিক্ষা চালাবো। খুব সাবধানেই আমরা এসব কাজ করছি এবং আমাদের সমস্ত পরীক্ষা-নীরিক্ষা শেষ করবো বলে আশা করি।“

 

তাং হংপো, মহাশূন্যে চীনা নভোচারী দলের সদস্য: “ জেনারেল সেক্রেটারি, এটি মহাশূন্যে আমার প্রথম অভিযান। মহাশূন্যের এই ত্বরণহীন পরিবেশে আমি বেশ মানিয়ে নিয়েছি। আমার প্রাত্যাহিক কাজকর্ম ও জীবন যাপন স্বাভাবিক আছে। আমার পরিবারের সঙ্গেও ভিডিও কলে কথা বলেছি। মহাশূন্যে আমাদের বসবাস বেশ আরামদায়কই আছে। সব কাজ শেষ করার ব্যাপারে আমাদের পুরো আত্মবিশ্বাস আছে।“

 

চীনা প্রেসিডেন্ট সি চিনপিং: “ অসাধারণ। আপনারা ভালো আছেন এবং স্বাভাবিক কাজকর্ম করছেন, শুনে আমরা খুবই খুশি। মহাশূন্যে স্টেশন নির্মাণ চীনের জন্য একটি মাইলফলক। মানবতার জন্য মহাশূন্যের বাইরের জগতের শান্তিপূর্ণ ব্যবহারের ব্যাপারে চীন অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মহাশূন্যে চীনের নতুন যুগের সূচনায় আপনারা আমাদের অসংখ্য যোদ্ধা ও অভিযাত্রীদের মধ্যে অন্যতম প্রতিনিধি। আমি আশা করি আপনারা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাকি কাজ সফলতার সঙ্গে শেষ করবেন। মহাশূন্যে আপনাদের জীবন ও কাজের সাফল্য কামনা করি। বিজয়ের বেশে বেইজিং-এ আপনাদের ফেরার অপেক্ষায় থাকলাম।“

 

নিয়ে হাইশেং, শেনচৌ-১২ নভোযানের নভোচারী দলের কমান্ডার: “জেনারেল সেক্রেটারি, আপনার পরামর্শ, আমাদের অভিযানের ওপর আপনার আস্থা ও বিশ্বাস আমাদের মনে থাকবে। অনুগ্রহ করে আপনি ও চীনের সব নাগরিক আমাদের ব্যাপারে নিশ্চিত থাকুন।“

স্পেস স্টেশনের নভোচারীদের সঙ্গে কী কথা হলো চীনা প্রেসিডেন্টের?_fororder_jingji444

পরিশেষে আবারো স্যালুট জানিয়ে কথোপকথনের সমাপ্তি হয়। তবে আশা জেগে রয়। এ আশা মহাশূন্যের বাইরের জগত নিয়ে পৃথিবীবাসী বিশেষ করে চীনাদের নতুন দিনের অভিযাত্রার।