‘বেইজিং শীতকালীন অলিম্পিক ও শীতকালীন প্রতিবন্ধী অলিম্পিক গেমস, ২০২২’ প্রতিবেদন প্রকাশিত
2021-06-24 15:49:20

 

জুন ২৪: ২৩ জুন হচ্ছে আন্তর্জাতিক অলিম্পিক দিবস। এদিন সকালে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি, জাতীয় ক্রীড়া সাধারণ ব্যুরো, চীন প্রতিবন্ধী ফেডারেশন, ইয়ান ছিং জেলা এবং চাং চিয়া খৌ শহর যৌথভাবে ‘বেইজিং শীতকালীন অলিম্পিক ও শীতকালীন প্রতিবন্ধী অলিম্পিক গেমস, ২০২২’ প্রতিবেদন প্রকাশ করে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি একই সাথে প্রতিবেদনের আন্তর্জাতিক সংস্করণও প্রকাশ করে।

 

এই রিপোর্ট প্রকাশের সময় শীতকালীন অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির বিশেষ ভাইস প্রেসিডেন্ট ও মহাসচিব হান চি রুং বলেন,

 

“একটি সফল শীতকালীন অলিম্পিক গেমস এর আয়োজক-শহর ও সংশ্লিষ্ট দেশের সাধারণ জনগণের জন্য দীর্ঘমেয়াদী সুবিধা বয়ে আনতে পারে। বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের প্রস্তুতি চলছে ‘সবুজ, ভাগাভাগি, উন্মুক্ততা ও দুর্নীতিমুক্ততা’-র চেতনার ভিত্তিতে। এ চেতনা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সংস্কার-চেতনার সাথে সঙ্গতিপূর্ণ।”

‘অলিম্পিক এজেন্ডা, ২০২০’ প্রকাশের পর এবারই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে শীতকালীন অলিম্পিক গেমস। বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি প্রকাশিত আলোচ্য রিপোর্ট পিকিং বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে সংকলিত হয়েছে। রিপোর্টে চীনের বরফ ও তুষার ক্রীড়ার জনপ্রিয়তা এবং বিকাশ, খেলাশেষে ভেন্যুগুলোর ব্যবহারের পরিকল্পনা, বেইজিং ও চাংচিয়াখৌর প্রাকৃতিক পরিবেশের উন্নতি, বেইজিং-থিয়ানচিন-হ্যপেই সমন্বিত উন্নয়ন, আয়োজক-শহরের রূপান্তর ও বিকাশ, ইত্যাদি বিষয় তুলে ধরা হয়।

চীনের অলিম্পিক কমিটির ভাইস-প্রেসিডেন্ট নি হুই্চুং বলেন, ‘বরফ ও তুষার ক্রীড়াতে ৩০ কোটি লোকের অংশগ্রহণ’ হবে চীনের বরফ ও তুষার ক্রীড়ার জন্য বেইজিং শীতকালীন অলিম্পিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই সম্পর্কে তিনি আরও বলেন

 

“২০১৫ সালে, বরফ ও তুষার ক্রীড়া শানহাইগুয়ানে ছিল না। তবে, বিগত কয়েক বছরের কাজকর্মের ফলে আমাদের বরফ ও তুষার ক্রীড়া সংস্থাগুলো আরও সম্পূর্ণ হয়ে উঠেছে। এখন এখানে বরফ ও তুষার ক্রীড়াস্থলগুলো সম্পূর্ণ হয়েছে এবং বরফ ও তুষার ক্রীড়া ইভেন্টও প্রচুর। বরফ ও তুষার ক্রীড়া আমাদের মাতৃভূমির বিকাশের প্রাণশক্তি ও সম্ভাবনার প্রতীক।”

চীন যখন শীতকালীন অলিম্পকের আয়োজকের দায়িত্ব পায়, তখন দেশটিতে ১০৯টি শীতকালীন অলিম্পিক ইভেন্টের মাত্র এক তৃতীয়াংশের চর্চা হতো। আর এখন সব ইভেন্টেই চীন অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে। আর চীনের দলগুলোর ক্রীড়াবিদদের গড় বয়স মাত্র ২১ বছর। এ থেকে বোঝা যায় যে, বরফ ও তুষার ক্রীড়ায় চীনের ভবিষ্যত উজ্জ্বল।

বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের প্রভাব সংশ্লিষ্ট অঞ্চলগুলোর ওপরও পড়বে। ইয়ানছিং হচ্ছে বেইজিংয়ের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ অঞ্চল। শীতকালীন অলিম্পিক গেমস্‌ সবুজ উন্নয়নের ওপর গুরুত্ব দেয়। এখানকার প্রাকৃতিক পরিবেশের তাই ব্যাপক উন্নতি হয়েছে। শীতকালীন অলিম্পিকের আরেকটি অঞ্চল, চাংচিয়াখৌয়ের ‘ছুং রি’ জেলা অন্যতম সেরা স্কি রিসর্ট হয়ে উঠেছে। অঞ্চলের ৭টি বড় আকারের স্কি রিসর্ট চীনের শীর্ষ ২০টির মধ্যে স্থান পেয়েছে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)