সুন ইয়ান জি
2021-06-24 11:35:21

সুন ইয়ান জি কিন্তু স্টেফানি সুন নামেও পরিচিত। তিনি ১৯৭৮ সালের ২৩ জুলাই সিঙ্গাপুরে জন্মগ্রহণ করেন। চীনের মূল-ভূভাগের কুয়াংতোং প্রদেশের ছাও চৌ শহর তাঁর পূর্বপুরুষের জন্মস্থান। তিনি নানইয়াং টেকনোলজিকাল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করেন। তিনি হচ্ছেন চীনা ভাষার একজন বিখ্যাত পপসংগীত শিল্পী।

সুন ইয়ান জি_fororder_d043ad4bd11373f04d314c13ad0f4bfbfbed042b

২০০০ সালে তিনি ওয়ার্নার মিউজিক গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন এবং সে বছরের জুন মাসে প্রথম অ্যালবাম ‘ইয়ান জি’ প্রকাশ করে চীনের তাইওয়ান অঞ্চলে শোবিজ জগতে প্রবেশ করেন। অ্যালবামে ‘মেঘাচ্ছন্ন দিন’ নামের গান দিয়ে তিনি সুনাম পান এবং ১২তম তাইওয়ান গোল্ডেন মেলোডি অ্যাওয়ার্ডসে সেরা নতুন শিল্পীর পুরষ্কার জিতেন। আচ্ছা বন্ধুরা, তাহলে আজকের “তোমার জন্য গান” অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদের ‘মেঘাচ্ছন্ন দিন’ গানটি শোনাব। 

সুন ইয়ান জি_fororder_src=http___b-ssl.duitang.com_uploads_item_201512_12_20151212223506_3TPuf.jpeg&refer=http___b-ssl.duitang

২০০০ সালের ডিসেম্বর মাসে সুন ইয়ান জি তাঁর দ্বিতীয় অ্যালবাম ‘আমার কাঙ্ক্ষিত সুখ’ প্রকাশ করেন। পরের বছর তিনি অ্যালবাম দিয়ে ১২তম তাইওয়ান গোল্ডেন মেলোডি অ্যাওয়ার্ডসে সেরা চীনা ভাষার গায়িকার পুরষ্কার জিতেন। একই বছর অ্যালবামটি অষ্টম সিঙ্গাপুর গোল্ডেন মেলোডি অ্যাওয়ার্ডসে সেরা প্রযোজনা এবং বছরের সেরা বিক্রিত অ্যালবামের পুরষ্কার পায়। তাহলে বন্ধুরা, এখনই আমি আপনাদের “আমার কাঙ্ক্ষিত সুখ” গানটি শোনাব, কেমন? 

সুন ইয়ান জি_fororder_src=http___n.sinaimg.cn_ent_transform_20170426_xRWp-fyepsec1216604&refer=http___n.sinaimg

‘যাদু’ সুন ইয়ান জি ২০০৩ সালে প্রকাশিত ‘চলবে’ অ্যালবামের গান। গানটি তিনি লন্ডনে বেড়ানোর সময় রচনা করেন। লন্ডনে তিনি একটি আধুনিক মঞ্চ নাটক উপভোগ করেন। নাটকে ‘ইন্ডিয়ান স্টাইলের’ সংগীত তার মনে গভীর প্রভাব ফেলে। নাটকে দুটি বিভিন্ন দেশের সংগীতের শৈল্পিক মিশ্রণ তাঁকে অনুপ্রেরণা দেয়। তাই রেকর্ড কোম্পানি লন্ডনের উপাদান দিয়ে গানটি রচনা করে। আচ্ছা বন্ধুরা, তাহলে এখন আমি আপনাদের সুন ইয়ান জি’র “যাদু” নামের গানটি শোনাবো। কেমন? শুনুন তাহলে গানটি। 

সুন ইয়ান জি_fororder_src=http___image.juooo.com_uploads_editor_month_1412_201412191432012772&refer=http___image.juooo

‘প্রেমের প্রশংসাপত্র’ সুন ইয়ান জি’র প্রথম অ্যালবাম ‘ইয়ান জি’ থেকে নেওয়া। তাঁর সংগীতগুলোতে ৮০ দশকে তাইওয়ান ক্যাম্পাস ফোক এবং ৯০ দশকে যুক্তরাষ্ট্রের বিকল্প রক গানের ধারণা সংযুক্ত করা হয়। সুন ইয়ান জি’র অধিকাংশ অনুরাগী তরুণ শিক্ষার্থী। তাঁর শুরু দিকের গানগুলো বেশিরভাগই ‘ক্যাম্পাস’ ও ‘যৌবনের’ সঙ্গে জড়িত ছিল। গানের নাম’ প্রেমের শংসাপত্র’ থেকে বোঝা যায়। গানটি সুন ইয়ান জি’র প্রতিনিধিত্বকারী মিষ্টি প্রেমের গান। একবার শুনলেও গানটি ভালো লাগে। আচ্ছা বন্ধুরা, এখন শুনুন গানটি। 

সুন ইয়ান জি_fororder_c9fcc3cec3fdfc03407f2f1ed53f8794a4c22615

‘কেপলার’ সুন ইয়ান জি’র ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত ১২তম অ্যালবাম। এতে ১০টি গান আছে। একই বছর অ্যালবাম ১৯তম সিঙ্গাপুর গোল্ডেন মেলোডি অ্যাওয়ার্ডসে সেরা অ্যালবামের পুরষ্কার জিতে। নামটি একটি নতুন সুপারনোভার নাম থেকে নেওয়া হয়েছে। তিনি এই নাম দিয়ে পৃথিবীর মানুষ এবং তিনি ও তাঁর অনুরাগীদের মধ্যে বন্ধুত্ব প্রকাশ করতে চান। আচ্ছা বন্ধুরা, তাহলে এখন গানটি শুনুন। 

সুন ইয়ান জি_fororder_src=http___n.sinaimg.cn_fashion_transform_20161216_tiAY-fxytqax6304860&refer=http___n.sinaimg

‘দেখা করা’ আসলে একটি চলচ্চিত্রের থিম সং। গানটি সুন ইয়ান জি ২০০৩ সালের অগাস্ট মাসে প্রকাশিত ‘দ্য মোমেন্ট’ অ্যালবামে রয়েছে। গানটিতে সুন ইয়ান জি’র কণ্ঠস্বরের বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে এবং এটি তাঁর অন্যতম জনপ্রিয় গান। বন্ধুরা, এখন আমি সেই ‘দেখা করা’ গানটি আপনাদের শোনাতে যাচ্ছি। গানের মাধ্যমে তাঁর কণ্ঠস্বরের বৈশিষ্ট্য অনুভব করুন। 

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, গান শুনতে শুনতে আমরা আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। তবে, অনুষ্ঠানের শেষে আমি আপনাদের সুন ইয়ান জি’ কয়েকটি গান শোনাবো। গানের নাম “বুঝতে শুরু করলাম” এবং ‘সবুজ আলো’। আশা করি, আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। (প্রেমা/তৌহিদ)