নিজের জন্য নয়, দেশ ও মানুষের জন্য সাংবাদিকতা
2021-06-24 18:12:27

নিজের জন্য নয়, দেশ ও মানুষের জন্য সাংবাদিকতা_fororder_nvxing1

শারমীন রিনভী বাংলাদেশের একজন বিখ্যাত সাংবাদিক। তিনি আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন তার জীবনের গল্প। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ থেকে মাস্টার্স করার পর বিভিন্ন পত্রিকায় ফ্রিল্যান্স কাজ করতেন। তবে তার লক্ষ্য ছিল ইলেকট্রনিক মিডিয়া। ২০০০ সালে তিনি চ্যানেল আইতে যোগ দেন। পাঁচ বছর পরে যোগ দেন বাংলা ভিশনে। সেখানে পনের বছর কাজ করেন। কোভিড-১৯ মহামারীর সময় তিনি সম্মুখসারির যোদ্ধা হিসেবে কাজ করেছেন। সাংবাদিকতাকে তিনি মনে করেন পেশার পাশাপাশি দেশ ও মানুষের জন্য সামাজিক কাজ। সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই তিনি জীবনের ঝুঁকি নিয়ে মহামারীর ভিতর তার পেশাগত দায়িত্ব পালন করেছেন। এই সময় তার পরিবার খুব আতংকজনক সময় পার করেছেন। তার আপন বড়বোন করোনায় মৃত্যুবরণ করেন। রিনভী বলেন,‘যে পুরস্কারটি পেলাম সেটি অনেক কষ্টের বিনিময়ে অর্জিত।’ পেশাগত জীবনে রিনভী অনেক পুরস্কার পেয়েছেন। ইকোনমিক বিটের সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি হিসেবে তিনি অনেক কঠোর পরিশ্রম ও বাড়তি দায়িত্ব পালন করেন।

শারমীন রিনভী মনে করেন পুরস্কারগুলো সবই তার কঠোর পরিশ্রম ও  পেশার প্রতি নিষ্ঠার ফল। তবে তিনি মনে করেন পুরস্কারের চেয়েও বড় হলো কাজ করে যাওয়া। সাংবাদিকতা শুধু একটি পেশা নয়। এটি সমাজের জন্য সেবা।

 

একজন নারী কিভাবে নিজের স্বপ্নকে বাস্তবায়ন করলেন ইচ্ছাশক্তি আর সৃজনশীলতায় চলুন শুনি সেই গল্প।