‘এখনো জলাধারগুলোকে সংরক্ষণ করতে পারলে মৎস্য সম্পদের আরো সুফল পাওয়া সম্ভব।’
2021-06-24 20:49:51

ব্যবসাপাতির ২৭তম পর্বে যা থাকছে

 

# কীভাবে বর্ষা কাটে বস্তির অসহায় মানুষদের?

 

# লটকন চাষে লাখপতি নরসিংদীর কৃষকরা

 

# স্পেস স্টেশনের নভোচারীদের সঙ্গে কী কথা হলো চীনা প্রেসিডেন্টের?

 

‘এখনো জলাধারগুলোকে সংরক্ষণ করতে পারলে মৎস্য সম্পদের আরো সুফল পাওয়া সম্ভব।’_fororder_ingji

আমাদের জলাধারগুলো দখল হয়ে গেছে, নদীগুলো ভরাট হয়ে গেছে, তার মধ্যে ধানচাষ হয় অথচ সরকারি জমি, সেগুলো বেহাত হয়ে গেছে সেগুলোতে খননকাজ করে জলাধার নির্মাণ করতে হবে সেখানে একাধারে যেমন মৎস্য চাষ হবে তেমনি গ্রামীণ পর্যটনকেন্দ্রও গড়ে উঠবে এতে গ্রামে কর্মসংস্থান বাড়বে, শহরের অপরিচ্ছন্ন পরিবেশ থেকে অনেকে গ্রামে ফিরবে

–ড. আব্দুস সাত্তার মণ্ডল