‘সহপাঠী তুমি’
2021-06-23 15:53:16

‘সহপাঠী তুমি’_fororder_lao

লাউ লাং, তাঁর আসল নাম ওয়াং ইয়াং। ১৯৬৮ সালের ২ ডিসেম্বর বেইজিংয়ে জন্মগ্রহণ করেন, তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন পুরুষ কণ্ঠশিল্পী।

 

১৯৯১ সালে বিশ্ববিদ্যালয়ে রেডিও বিভাগ থেকে স্নাতক ডিগ্রি লাভের পর তিনি একটি কোম্পানিতে কম্পিউটার প্রকৌশলী হিসেবে কাজ করা শুরু করেন। ১৯৯৫ সালের জুলাই মাসে তাঁর প্রথম অ্যালবাম ‘Dust in the Wind’ বাজারে আসে।

 

বন্ধুরা, এখন শুনুন লাউ লাং-এর কণ্ঠে ‘কে’ নামে একটি গান। গানের কথাগুলো এমন: আমার সঙ্গে হাজির হও তুমি, তোমাকে দেখেছি আমি। এক গভীর রাতে, এ ডায়েরি লিখেছি। তোমাকে দেখেছি আমি, আমার দিকে তাকিয়েছো তুমি। একটি প্রশ্ন জিজ্ঞেস করি। কে তোমার অপেক্ষা করে, তুমি কার জন্য অপেক্ষা করছো। কে আমার অপেক্ষা করে, আমি কার অপেক্ষায় আছি?

 

বন্ধুরা, এখন শুনুন লাউ লাং-এর গান ‘সহপাঠী তুমি’। গানের কথায় বলা হয়: আগামীকাল তোমার মনে থাকবে কি- গতকালের কথা? আগামীকাল তোমার মনে থাকবে কি- সবসময় কাঁদার কথা। শিক্ষক ভুলে গেছে, সবসময় উত্তর দিতে না পারা তোমার কথা। অ্যালবাম দেখে তোমার কথা মনে করছি।

 

বন্ধুরা, এখন শুনুন লাউ লাং-এর গান ‘যৌবনে কার স্বপ্ন নেই’। গানের কথায় বলা হয়: জন্মদিনের সময় তুমি স্বপ্নের কথা জানিয়েছো। আমি তোমাকে উপহার দিয়েছি। তোমার হাসি, আমি ভুলতে পরি না। তবুও বিদায়ের সময় হয়েছে। বহু বছর পর, আমরা আবার দেখা করেছি। মুখে ক্লান্তির হাসি। আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন লাউ লাং-এর গান ‘তোমার জন্য গান গাইবো’। গানের কথাগুলো এমন: আমি তোমার জন্য গাইতে চাই। যৌবনের সুন্দর মুহূর্তে। ফুল, তুমি ইচ্ছামত ফুটে থাকো। আমার যৌবনকে সাজিয়ে দাও। এই যৌবনের দিনে, ভালোবাসো। ও প্রিয়, সামনের এত দূরের পথ, আমরা একসাথে থাকবো। তোমার সরল হাসি আমাকে দাও, আমার খুশি ও সুখী হওয়া উচিত।

আচ্ছা, শুনুন এই গান।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী লাউ লাং-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)