‘অতুলনীয় সৌন্দর্য’
2021-06-23 15:55:11

‘অতুলনীয় সৌন্দর্য’_fororder_wu

উ ছিং ফেং, ১৯৮২ সালের ৩০ অগাস্ট চীনের তাইওয়ান প্রদেশের তাইপেই শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনা ভাষার সংগীতমহলের একজন পুরুষ কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার। তিনি একই সঙ্গে সোডাগ্রিনের প্রধান কণ্ঠশিল্পী।

 

২০০১ সালে তিনি সোডাগ্রিন সংগীতব্যান্ড গঠন করেন। ২০০৫ সালে ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘সোডাগ্রিন’ বাজারে আসে। ২০০৭ সালে ব্যান্ডটি ১৮ত তাইওয়ানের গোল্ডেন মেলোডি আওয়াডর্সের শ্রেষ্ঠ ব্যান্ডের পুরস্কার জয় করে।

 

২০১৬ সালে সোডাগ্রিন ব্যান্ডটি তিন বছর ধরে বন্ধ ছিল। ২০১৯ সালে উ ছিং ফেং-এর প্রথম ব্যক্তিগত গান ‘Everybody Woohoo’ প্রকাশিত হয়, এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে ব্যক্তিগত কণ্ঠশিল্পীর পরিচয়ে সংগীতজগতে ফিরে আসেন।

 

এখন শুনুন উ ছিং ফেং-এর গান ‘অতুলনীয় সৌন্দর্য’। গানের কথায় বলা হয়: আকাশের ঘুড়ি আকাশে উড়ছে। ভূপৃষ্ঠের মানুষ ভূপৃষ্ঠে দৌড়াচ্ছে। তুমি চাইলেও উড়তে পারবে না। তাই তোমাকে প্রজাপতি দেই। আকাশের ঘুড়ি আকাশে উড়ছে। ভূপৃষ্ঠের মানুষ দৌড়াচ্ছে।

আচ্ছা, শুনুন এই সুন্দর গান।

 

বন্ধুরা, এখন শুনুন উ ছিং ফেং-এর গান ‘মহাকাশ’। গানের কথাগুলো এমন: মহাকাশে ভ্রমণ করি, হৃদয় একদম খালি। তুমি আমাকে উত্সাহ দাও, বার বার আমি গভীর রাতে পাগল হয়ে যাই। আমার জানালায় সমুদ্রের শক্তিশালী ঢেউ। তোমার কথা যেন পানিতে ভাসছে।

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন উ ছিং ফেং-এর কণ্ঠে ‘যদি কণ্ঠ ভুলে যাই’। গানের কথায় বলা হয়: যদি বলি, আমার কণ্ঠে সব মনে আছে। যদি তুমি, একটি প্রেমের গান, তাহলে আমি জানালার বাইরের সূর্যের আলো। সকাল থেকে রাত পর্যন্ত, তুমি আকাশের পাখি, আমি কলমের কালি। আমার হাজারো কথা অক্ষরের মধ্যে লুকিয়ে আছে।

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন উ ছি ফেং-এর গান ‘তোমার ছায়া আমার সমুদ্র’। গানের কথাগুলো এমন: আমার হৃদয় একটি ছোট দ্বীপ। তুমি তার চেয়ে অনেক বড়। আমার হৃদয় একটি ছোট দ্বীপ, তোমার ছায়া সমুদ্র তীরে আছে। আমার হৃদয় একটি ছোট দ্বীপ, আমি তোমাকে দেখতে আসি।

আচ্ছা, শুনুন এই গান।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী উ ছিং ফেং-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)