ছাই ই লিন
2021-06-22 15:31:18

ছাই ই লিন বা জোলিন ১৯৮০ সালের ১৫ সেপ্টেম্বর চীনের তাইওয়ান প্রদেশের সিন বেই শহরে জন্মগ্রহণ করেন। চীনের মূল-ভূভাগের ফুচিয়ান প্রদেশের ছুয়ান চৌ শহর তাঁর পূর্বপুরুষদের জন্মস্থান। তিনি হচ্ছেন চীনা ভাষার একজন জনপ্রিয় পপসঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী, এবং পোশাক ডিজাইনার।

ছাই ই লিন_fororder_src=http___img1.dzwww.com_8080_tupian_20190524_40_7802082520260767860&refer=http___img1.dzwww

১৯৯৮ সালে তিনি এমটিভির একটি সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন। ১৯৯৯ সালের জুলাই মাসে তিনি তাঁর প্রথম একক গানের ইপি ‘বিশ্বের প্রতিবেশী’ প্রকাশ করেন। এর মাধ্যমে তিনি তাঁর ক্যারিয়া শুরু করেন। একই বছরের সেপ্টেম্বর মাসে তিনি তাঁর প্রথম একক অ্যালবাম ‘জোলিন ১০১৯’ প্রকাশ করার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শোবিজে প্রবেশ করেন। অ্যালবামে ‘তুমি কে?’ ও ‘আমি জানি তুমি দুঃখ পাও’সহ ১২টি গান রয়েছে। অ্যালবাম প্রকাশের প্রথম সপ্তাহে ৬০ হাজার কপি বিক্রি হয়। বিভিন্ন বিক্রয় তালিকায় শীর্ষে উঠে আসে। প্রিয় বন্ধুরা, আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদের সেই অ্যালবামের ‘আমি জানি তুমি দুঃখ পাও’ গানটি শোনাতে চাই, কেমন? শুনুন তাহলে গানটি।  

ছাই ই লিন_fororder_src=http___www.n63.com_photodir_n63img__N=X2hiJTI2ZGRXJTVEa1clNURXclclNjBsVyU1RVdnVyU2MHIlNUNXZWclNUIlMjYlMkIuZiUyNm9vbyUyNyUyOWhnbGNrJTVEJTVDJTI3ZHElNUIlMjdZZmElNjAlNUIlMjc=&v=&refer=http___www.n63

২০০৩ সালের মার্চ মাসে জোলিন তাঁর পঞ্চম অ্যালবাম ‘যাদু’ প্রকাশ করেন। অ্যালবামে ‘প্রাগ স্কয়ার’ ও ‘তোমাকে ভালোবাসি বলে’সহ ১১টি গান রয়েছে। সেই অ্যালবামে জোলিন তাঁর গানের স্টাইলকে আরো বেশি বৈচিত্রময় করে তুলেন। অ্যালবাম দিয়ে জোলিন তাইওয়ানের জি-মিউজিক তালিকায় সেরা নারী শিল্পী পুরষ্কার এবং সেরা অ্যালবাম পুরষ্কার জিতেন। তাহলে বন্ধুরা, এখন আমি আপনাদের শোনাব ‘তোমাকে ভালোবাসি বলে’ গানটি। শুনুন তাহলে গানটি। 

ছাই ই লিন_fororder_src=http___b-ssl.duitang.com_uploads_item_201609_15_20160915213240_3wAzR.jpeg&refer=http___b-ssl.duitang

২০০৬ সালে জোলিন ‘নাচের দেবী’ অ্যালবাম প্রকাশ করেন। তা দিয়ে তিনি ১৮তম তাইওয়ান গোল্ডেন মেলোডি অ্যাওয়ার্ডসে সেরা চীনা ভাষার গায়িকা পুরষ্কার এবং এমটিভি এশিয়া পুরষ্কারে আন্তর্জাতিক ফ্যাশন শিল্পী পুরষ্কার জিতেন।

 

‘নাচের দেবী’ দিয়ে পপসঙ্গীত জগতে  জোলিনের গান ও নাচের অবস্থান মজবুত হয়। জোলিনের নাচ একটি খুব গুরুত্বপূর্ণ অংশ, যা তাঁর আত্মবিশ্বাসের সাথে মিশে আছে। বন্ধুরা, তাহলে এখনই আমি ‘নাচের দেবী’ গানটি আপনাদের শোনাই, কেমন? শুনুন তাহলে গানটি। 

ছাই ই লিন_fororder_src=http___p1crires.cri.cn/yafei/p2_M00_C6_58_CqgNOljthGyAVJPVAAAAAAAAAAA593.900x600&refer=http___p2.cri

‘ভালোবাসার ৩৬টি পরিকল্পনা’ জোলিনের ২০০৪ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত একটি গান। গানটি ‘দুর্গ’ নামের অ্যালবামে অন্তর্ভূক্ত হয়। এ গানের মধ্য দিয়ে জোলিন মেয়েদের স্বাধীন ও স্বতন্ত্র প্রেমের দর্শন প্রকাশ করেছেন। যেমন, একজন সুদর্শন ছেলেকে পছন্দ করে, কিন্তু মেয়েরা তার কাছে যাবার সাহস পায় না। মেয়েরা লজ্জাকে পাশে রেখে ছেলের সঙ্গে কথাবার্তা বললে ভালোবাসাটা হয়তো আরো সহজ হতে। তাহলে গানের মধ্য দিয়ে আমরা জোলিনের ভালোবাসার পরিকল্পনা জেনে নেই, কেমন? 

ছাই ই লিন_fororder_src=http___02imgmini.eastday.com_mobile_20190526_2019052619_388b82a6c89249c9b70bfc54c418c6b0_7097&refer=http___02imgmini.eastday

‘লাভ লাভ লাভ’ জোলিনের ২০০৪ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত ‘দুর্গ’ অ্যালবামের একটি গান। এটি আসলে রাশিয়ার নারী দল ‘নু ভির্গোসের’ ‘স্টপ স্টপ স্টপ’ গান থেকে নেওয়া। আমি রুশ সেই গানটি শুনি নি, জানি না আপনারা শুনেছেন কিনা? যাই হোক, এখন আমরা এক সাথে জোলিনের কণ্ঠে ‘‘লাভ লাভ লাভ’ সংস্করণটি শুনবো, কেমন? 

ছাই ই লিন_fororder_src=http___5b0988e595225.cdn.sohucs.com_images_20180921_47d340e18d92420fba6773ec1b19c0f5.jpeg&refer=http___5b0988e595225.cdn.sohucs

‘সূর্য কখনও অস্ত যাবে না’ জোলিনের গাওয়া একটি গান। এটি বিডব্লিউওয়ের ‘সানশাইন ইন দ্য রেইন’ গানটির সংস্করণ। তাঁর ২০০৭ সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত ‘গুপ্তচর জে’ অ্যালবাম থেকে নেওয়া। এছাড়া, গানটি এক সঙ্গীত চলচ্চিত্রের আবহ সঙ্গীত। তাহলে বন্ধুরা, এখন আমি আপনাদের গানটি শোনাব, আশা করি, জোলিনের গাওয়া সেই গানটি আপনাদের ভাল লাগবে। 

ছাই ই লিন_fororder_src=http___img.article.pchome.net_01_75_72_73_pic_lib_s960x639_3s960x639&refer=http___img.article.pchome

প্রিয় শ্রোতাবন্ধুরা, গান শুনতে শুনতে আমরা আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। তবে, অনুষ্ঠানের শেষে আমি আপনাদের আরেকটি গান শোনাতে চাচ্ছি। গানের নাম ‘টেপ রিওয়াইন্ড’। আশা করি, আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। (প্রেমা/এনাম)