স্বপ্নের পাখা
2021-06-21 09:56:19

স্বপ্নের পাখা_fororder_微信图片_20210621094924

বন্ধুরা, আজকের আসরে আমি আপনাদেরকে নারী কন্ঠশিল্পী চু হুয়া’র পরিচয় দেবো এবং তাঁর গান শোনাবো। তিনি ১৯৬৯ সালের ২০ ফেব্রুয়ারি হুপেই প্রদেশের উহান শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন কন্ঠশিল্পী ও সংগীতজ্ঞ। লোক, পপ, ক্লাসিকাল ইত্যাদি সংগীত রচনায় তাঁর দক্ষতা বেশি। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে ‘যেন বসন্তের বাতাসে আছি’ শীর্ষক গান। গানটি ২০০২ সালে রিলিজ হয়। চু হুয়া নিজে গানটির কথা লিখেছেন। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন চু হুয়া’র কন্ঠে ‘যেন বসন্তের বাতাসে আছি’ শীর্ষক গান। ১৯৮৫ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ১৯৯৪ সালে তিনি তাঁর নতুন অ্যালবাম প্রকাশ করে সারা চীনে জনপ্রিয় হয়ে ওঠেন। ২০০৩ সালে তাঁর প্রকাশিত একটি গান চীনের সংগীতের তালিকার শীর্ষ ১৫-তে ছিল। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘প্রস্ফুটিত ফুল এবং পূর্ণিমা; নিখুঁত বিবাহিত আনন্দ’ শীর্ষক গান। গানটি ২০১৫ সালে রিলিজ হয়। গানটি একটি চলচ্চিত্রের থিম সং। চলুন, আমরা গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন চু হুয়া’র কন্ঠে  ‘প্রস্ফুটিত ফুল এবং পূর্ণিমা; নিখুঁত বিবাহিত আনন্দ’ শীর্ষক গান। চু হুয়া একটি শিল্পী পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ও মা হলেন শিল্পী। ছোটবেলা থেকে তাঁর নাচের প্রতি আগ্রহ ছিল। প্রথমে তিনি একজন নর্তকী হতে চেয়েছিলেন। কিন্তু পরে তাঁর গান গাওয়ার ক্ষেত্রে আগ্রহ বেড়ে যায়। ১৬ বছর বয়সে চু হুয়া নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। তখন থেকে তিনি আনুষ্ঠানিকভাবে বিনোদন-জগতে প্রবেশ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘স্বপ্নের পাখা’ শীর্ষক গান।

স্বপ্নের পাখা_fororder_微信图片_20210621094757

বন্ধুরা, শুনছিলেন চু হুয়া’র কন্ঠে ‘স্বপ্নের পাখা’ শীর্ষক গান। ১৯৯৪ সালে তাঁর প্রকাশিত অ্যালবামটি ‘জনপ্রিয় শৈল্পিক সংগীত’ হিসাবে প্রশংসিত হয়েছিল। ১৯৯৫ সালে তিনি চীনের প্রতিনিধি হিসেবে জাপানের এনএইচকে টিভি কেন্দ্রের আয়োজিত ‘জাপান-চীন সংগীত অনুষ্ঠান’-এ অংশ নেন। একই বছরে তিনি চীনের পপ সংগীতের পুরস্কার লাভ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘তুমি এবং আমি দুজনেই’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন চু হুয়া’র কন্ঠে ‘তুমি এবং আমি দুজনেই’ শীর্ষক গান। ১৯৯৭ সালে তিনি হংকংয়ের দ্বিতীয় এশিয়া আন্তর্জাতিক সংগীতের ‘পরিবেশন রৌপ্যপদক ও বিচারক প্রতিনিধি দলের বিশেষ পুরস্কার’ লাভ করেন। ১৯৯৮ সালে চীনের ৮৪টি বেতারের যৌথ উদ্যোগে তৈরি চীনা সংগীতের নামতালিকায় তিনি টানা চার সপ্তাহ শীর্ষে ছিলেন। তাঁর কন্ঠে ‘স্বপ্নের পাখা’ শীর্ষক গান চ্যানাল ভি’র শ্রেষ্ঠ সংগীত পুরস্কার লাভ করেছে। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘স্বপ্নের পাখা’ গানটি। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন চু হুয়া’র কন্ঠে ‘স্বপ্নের পাখা’ শীর্ষক গান। ২০০৩ সালে তাঁর কন্ঠে গান ‘ক্লিক’ চীনা সংগীতের নামতালিকার শীর্ষ ১৫-তে ছিল। ২০০৭ সালে তিনি চীনের পক্ষ থেকে ‘রাশিয়া-চীন বর্ষ’ অনুষ্ঠানে অংশ নেন। তিনি হলেন রাশিয়ায় গান পরিবেশনকারী প্রথম চীনা নারী কন্ঠশিল্পী। একই বছরে তিনি চীনের টেলিভিশন শিল্প পুরস্কারের শ্রেষ্ঠ চলচ্চিত্র ও টিভি সংগীতের পুরস্কার লাভ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘ক্লিক’ শীর্ষক গানটি।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cnগানের অনুরোধআমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম/রুবী)